চমৎকার একটি খেলনার মাধ্যমে কিছু চারা উৎপাদন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে চমৎকার একটি খেলনা শেয়ার করতে যাচ্ছি।কিছুদিন আগে বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। তখন একটি খেলনার শপে নিয়ে যাই তখন তারা তাদের ইচ্ছেমতো কিছু খেলনা কিনে। যখন খেলনা কিনেছিল তখন আমি ভালোভাবে খেয়াল করিনি যে তারা কি খেলনা কিনেছে। বাসায় এসে প্যাকেট খুলে মেয়েটি বলছে মা দেখ অনেকগুলো seeds এর প্যাকেট, আমরা প্লান্ট বানাতে পারব। শুধু seeds ই ছিলনা, সাথে ছিল মাটি এবং প্লান্ট লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম ও ছিল চমৎকার পানি দেওয়ার একটি জগ।এছাড়া আরো ছোট ছোট প্লাস্টিকের কিছু সরঞ্জাম ছিল যা চারা লাগানোর সময় মাটি খোঁড়ার কাজে লাগে। এছাড়া আরো অনেক কিছুই ছিল ডেকোরেশনের জন্য, মূল পর্বে আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

89B0E747-0A75-4691-B420-EE44DEC16107.jpeg

seeds থেকে চারা হয়ে বড় হলে এভাবে ফুল ফুটবে, আর ডেকোরেশনটি ঠিক এমন হবে।

6186C5C8-190B-4D6B-B9F2-9717EC897BC8.jpeg

এখানে তিন রকমের চারার seeds রয়েছে প্যাকেটে।

BF8D93D9-6E7F-4A1E-ADBF-6D0D73F5F49E.jpeg

সার্কেল আকৃতির পটটিতে মাটি ভরা হয়েছে।আগেই মাটি ভরে ফেলেছে মেয়ে তাই ছবি তুলতে পারিনি। মাটি দেখুন একটু ভিন্ন রকমের, এর আগে কখনও এ ধরনের মাটি দেখিনি। বাচ্চাদের খেলনার জন্যই তারা এভাবে বানিয়েছে। আমার মেয়ে প্রথমে মাটি ভরে আমাকে ডাকছে দেখো আমরা plant বানাতে পারব। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, পরে প্যাকেটের গায়ে লেখা দেখে বুঝলাম সত্যিই বানানো যাবে। আসলে কেনার সময় আমি ভেবেছিলাম জাস্ট একটি খেলনা কারণ এই শপের সবকিছুই খেলনা ছিল।

436AD8FF-48B0-4B43-9048-B2AFAC125691.jpeg

A7F4337F-B810-4209-9693-7268D6E65A92.jpeg

এরপর মাটির ভিতরে চারিপাশে ছোট ছোট গর্তের মতো করে নিয়েছি।

7381B2DE-409E-4B68-8CB9-53C8B2E27BD9.jpeg

এরপর সিডস গুলো দিয়ে মাটি সমান করে নিয়েছি।

FCF6CD0B-9152-47D9-B492-8A3337F6D46F.jpeg

29A59C98-A190-4F57-9651-29F5F6B09D33.jpeg

এরপর ছোট্ট পানির জগ দিয়ে পানি দিয়েছি।এরপর আমার রান্নাঘরের এমন একটি জায়গায় রেখেছি যেখানে আলো বাতাস ও রোদ লাগে এবং নিয়মিত পানি দিয়েছি।

এরপর অপেক্ষা চারা দেখার…………….

1A04D647-C8CB-49D4-97AC-F53C56E7CE52.jpeg

এক সপ্তাহ হওয়ার আগেই চারা গজিয়ে গিয়েছে। আমি প্রথমে বিশ্বাসই করিনি যে চারা হবে।দেখে তো আমি একেবারেই হতবাক! আমার মেয়েরাও অনেক এক্সাইটেড ছিল চারা হওয়া দেখে।ওরাও অনেক খুশি হয়েছে।

F3F457BE-700D-41A7-8D78-3164622E12FA.jpeg

76223E88-B5B8-49AA-BF3D-67F1CEDD4159.jpeg

বর্তমানে চারা এত বড় হয়েছে।

এরপর দেখুন বাকি পার্টগুলো কিভাবে ডেকোরেশন করেছিঃ

BF69A5F7-9F2A-4242-8F84-32F6C1EC5AFF.jpeg

E5818ECF-4C99-4284-B36D-BFC5145278C9.jpeg

6BF1ABB3-CB7D-454A-94C7-F08344766174.jpeg

A37CF03E-209D-4D60-B673-D554BC78E7DC.jpeg

ফাঁকা অংশে এই পটের মত জিনিসটি বসিয়েছি।

4C894268-A015-4DC9-949E-D22C54F75C0D.jpeg

2B7E1F08-9AB4-4B93-A64D-5BDD7A824C1E.jpeg

এরপর উপরে এভাবে একটির উপর একটি বসিয়েছি।

16CC6292-CA18-4890-9221-43222B358646.jpeg

মাটির আরেকটি প্যাকেট রেখে দিয়েছি।চারাগুলো যখন আরেকটু বড় হবে তখন ওখানে লাগিয়ে দিব।

EACA6054-C50B-4F6C-9CC3-5887E834F896.jpeg

চারা গুলো বড় হয়ে ফুল ফুটলে ঠিক এমন দেখা যাবে। যদি ফুল ফোঁটে তখন আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব দেখানোর জন্য।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপনার এই চারা উৎপাদনের দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। কিছুদিন আগে আমি আর আমাদের বাংলা ব্লগের ইউজার মারুফ নতুন একটি পদ্ধতিতে চারা উৎপাদনের পথ অবলম্বন করেছি। আলহামদুলিল্লাহ চারা জন্মীয়েছে। তবে সেগুলো ছিল শীতকালীন শসা আর তরমুজের চারা। আপনার এই পদ্ধতিটা আমারও বেশ ভালো লেগেছে।

 last year 

আপু আপনার আজকের ব্লগটি দেখে পড়ে আমার খুব ভাল লাগলো। মেয়ে তো আপু ভালোই খেলনা এনেছে। খেলার ছলে গাছ,ফুল দারুন ব্যাপার তো। আমিও যদি একটা পেতাম ভাল হতো। সুন্দর গাছ ও হয়ে গেলো।ফুল ফুটলে কি সুন্দর দেখাবে যে। ধন্যবাদ মেয়েকে কাজের একটা খেলনা কেনার জন্য। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার মেয়ে কিন্তু বেশ বুদ্ধিমতি। খুব সুন্দর একটি খেলনা নিয়ে এসেছে। আসলে খেলার ছলে বেশ সুন্দর করে আবার সেটা লাগিয়ে ফেললো। আসলে কি এত ফুল ফুটবে? যাক ফুল ফুটুক আর নাই ফটুক আজ বস্তন্ত। তেমনি ফুল ফুটুক আর নাই ফুটুক খেলনা টা বেশ সুন্দর।

 last year 

খুব সুন্দর তো খেলনাটি। বাচ্চারা আপনাকে না দেখিয়ে দারুন একটি খেলনা কিনেছে। এতে গাছ লাগানো অনেক কিছুই বাচ্চারা শিখতে পারবে। আর খেলনাটি শুধু খেলনাই না সত্যি সত্যি গাছও গজিয়েছে দেখছি। এখন তো মনে হচ্ছে ছবির মতনই ডেকোরেশন হবে আপু। গাছগুলো বড় হয়ে যাওয়ার পর আবারও শেয়ার করবেন দেখি সত্যি সত্যি ছবির মত হয় কিনা। বেশ ভালো লাগলো খেলনাটি দেখে।

 last year 

আমার নিজেরই তো বেশ ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। খেলনার মধ্যে চারা রোপন করার দারুণ পদ্ধতি, আর মাটিগুলো দেখতে কোকোফিড এর মত লাগছে।বীজ রোপনের পর চারাও দেখা যাচ্ছে। এই গাছগুলো কি গাছ হয় জানাবেন আপু,অপেক্ষায় থাকলাম মেয়েদের সাথে আমিও।

 last year 

আপু ভালই হয়েছে খেলনা কেনার মাধ্যমে চারা উৎপাদন করতে পারছেন। সত্যি এই ধরনের খেলনা যেটা আনন্দের মাঝে ভালো কাজের সাক্ষী করে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66217.53
ETH 3316.11
USDT 1.00
SBD 2.70