ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1319.jpeg

আসছে ২৮ মে ছোট মেয়ের জন্মদিন। যদিও জন্মদিন করা আমার মোটেও পছন্দ নয়, তারপরও বাধ্য হয়ে তাদেরকে খুশি করার জন্য ছোট্ট করে একটু আয়োজন করতে হয়। শুধুমাত্র আমরা আর ওর চাচার ফ্যামিলি মিলে ছোট্ট করে প্রতিবছর পার্টি করে ফেলি। আর সাথে থাকে তাদের দুই একজন ফ্রেন্ড। যদিও অনলাইনে তার জন্মদিন উপলক্ষে একটি টয় এর অর্ডার দিয়েছি।তারপরও তার আরও কিছু টয় এবং আমাদের কিছু কেনাকাটা ছিল তার জন্মদিন উপলক্ষ্যে। এক সপ্তাহের জন্য স্কুল হলিডে পেয়েছি। এছাড়া আজকে ছিল শনিবার তাই সকলে মিলে চলে গেলাম শপিং এ।

যেহেতু কোন স্কুল ছিল না, আর বাচ্চারা আমাদের সাথে তাই কোন তাড়াহুড়ো নেই। তাই সকাল ১১ টার সময় চলে গেলাম শপিং করতে। পুরো চার ঘন্টা শপিং করে বাসায় ফিরলাম। আসলে শপিং করতে গেলে অল্প সময় নিয়ে কখনোই করা হয় না। কারণ আমাদের যেটা দরকার সেটা ছাড়াও আরো অনেক কিছু কিনে ফেলি। ঘোরাঘুরি করতে গিয়ে চোখে অনেক কিছুই পড়ে যায়। আর এভাবে দেখতে দেখতে কত কিছু যে কেনা হয়ে যায় তার আর খবর থাকে না। যাই হোক প্রথমেই চলে গেলাম বাচ্চাদের টয় শপে।

IMG_1253.jpeg

IMG_1256.jpeg

IMG_1257.jpeg

IMG_1259.jpeg

IMG_1261.jpeg

টয় শপে গেলে তাদের মাথা ঠিক থাকে না কোনটা রেখে কোনটা নিবে, ডিসাইড করতে করতেই অনেক সময় লেগে যায়। অবশেষে তাদের পছন্দমত কিছু টয় কিনে নিল। এছাড়া তার ফ্রেন্ডদের জন্যও রয়েছে কিছু টয়।কারন তার ক্লোজ দুই ফ্রেন্ড কে ইনভাইট করেছে। টয় কেনা শেষ হলে আমাদের আরো কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে চলে গেলাম তাজ গ্রোসারি শপে।

IMG_1313.jpeg

কিনে নিলাম আমার দরকারী কিছু মসলাপাতি। যাবতীয় মসলাপাতি রয়েছে এখানে, কোন কিছুই বাদ নেই এখানে।

IMG_1317.jpeg

এরপর বাচ্চাদের জন্য কিনে নিলাম নাগেট, পরোটা এবং কয়েক প্রকারের কাবাব।

কিনে নিলাম কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কিছু চিকেন, শিপের মাংস, আদা রসুন পেস্ট। দেখলাম সেখানে অনেক মুড়ি রেখে দিয়েছে। কিনে নিলাম এক প্যাকেট। আমার হাসব্যান্ড খুব পছন্দ করে রসুন আর কাঁচামরিচ দিয়ে মুড়ি ভাজা খেতে। এরপর দেখলাম কয়েক রকমের আচার ও সেখানে রয়েছে। আম, তেঁতুল, জলপাই সহ আরো বিভিন্ন ধরনের আচার। আমি শুধু আমের আচার নিয়ে নিলাম। যাইহোক আরো টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে চলে গেলাম কেক শপে।সেখানে গিয়ে বাচ্চার পছন্দমত একটি কেকের অর্ডার দিয়ে এলাম।

IMG_1304.jpeg

কেক শপ।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আপনার মেয়েকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।সে যেন অনেক ভালো একটা মানুষ হোক সেই কামনা করি। আসলে ছোট বাচ্চারা টয় একটু বেশি পছন্দ করে। আর পুরো ফ্যামিলি নিয়ে শপিং করতে অনেক মজা লাগে। তার ওপর আজকে কোন ঝামেলা ছিল না আপনার যে তাড়াতাড়ি বাসায় ফেড়ার । আপনি একদম ঠিক বলেছেন যখন আমরা কোন মার্কেটে যাই । যেটা কিনার জন্য যায় তার থেকে অন্য কিছু বেশি দেখি এবং অন্য কিছু নেওয়া হয়ে যায় । আবারো জানাই আপনাদের সকলের শুভ হয় যেন সবসময় ।

 2 months ago 

প্রথমেই আপনার ছোট মেয়েকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপু। শপিং করতে তো দেখছি বেশ ভালো সময় লেগেছিল। তাড়াহুড়া করে শপিং করতে আমার একেবারেই ভালো লাগে না। তাই আমিও সবসময় চেষ্টা করি শপিংয়ে গেলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যেতে। যাইহোক কিছু টয় কেনার পর, গ্রোসারি শপে গিয়েও প্রয়োজনীয় অনেক কিছু কিনেছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রথমেই আপনার মেয়েকে জানাই জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। আসলেই আমরা কিন্তু কেনাকাটা করতে গেলে, যেটা কিনবো বলে চিন্তা করি, পরবর্তীতে দেখা যায় আরো বেশি কিছু কিনে ফেলি। আর সময় কোথায় দিয়ে যায় সেটা একদম টের পায় না। আপনার মেয়ের জন্য টয় কিনেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া মসলার শপে দেখছি সব ধরনের মসলা পাওয়া যায়। আপনি দেখছি অনেক কিছুই কেনাকাটা করলেন। মুড়ি ভাজা আমার নিজেরও অনেক প্রিয় খাবার। কেক শপ দেখছি খুবই সুন্দর। আশা করি জন্মদিনটাও আমরা দেখতে পারবো।

 2 months ago 

চার ঘন্টা ধরে শপিং করেছেন। তাহলে তো বেশ অনেক কিছু কেনাকাটা করেছেন। জন্মদিন সেলিব্রেট করা আপনাদের পছন্দ না হলেও ছোটরা এই জিনিসগুলো সেলিব্রেট করতে বেশ পছন্দ করে। টয় শপে গেলে অনেক কিছু একসাথে দেখার কারণেই ছোটরা ডিসাইড করতে পারেনা কোনটা রেখে কোনটা নেবে। বেশ কয়েক ধরনের আচার ও কিনেছেন। শেষে বার্থডে উপলক্ষে পছন্দ মত কেক অর্ডার দিয়েছেন। শপিং করার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রথমেই আপনার ছোট মেয়ের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইল আপু। আপনার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে দেখছি ভালোই কেনাকাটা চলছে। তবে এটা ঠিক কথা যে, শপিংমলে গেলে আসলে আমাদের কেনাকাটার কোন লিমিটেশন থাকে না। কোনটা রেখে কোনটা কিনবো, এরকম একটা ব্যাপার চলে আসে। যাইহোক, অনেক ভালো কাটুক আপনার মেয়ের জন্মদিন এবং তার পরবর্তী সময়গুলো, এটাই কামনা করি।

 2 months ago 

মামনি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপু। বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কোন আয়োজন করলে তারা অনেক খুশি হয়। আর বাচ্চারা খেলনা অনেক পছন্দ করে। মার্কেটে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসগুলো কিনেছেন জেনে ভালো লাগলো আপু। রসুন আর কাঁচামরিচ দিয়ে কখনো মুড়ি খাওয়া হয়নি। একদিন খেয়ে দেখতে হবে। সাধারণত পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েই খাওয়া হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 57014.79
ETH 2478.23
USDT 1.00
SBD 2.29