আমার ফরিদপুর শহরে ঘুরাঘুরি আর কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় আড়াই বছর পর আমাদের ফরিদপুর শহরটি ঘুরে দেখলাম। একটি সিএন জি ভাড়া করেছিলাম ২ ঘন্টার জন্য।ভালভাবে পিকচার তুলতে পারিনি কারন সন্ধ্যা লেগে গিয়েছিল।এই ফরিদপুর শহরে জন্ম, এখানেই বেরে উঠা, অনেক স্মৃতি রয়েছে এখানে।অনেক দিন পর আমার এই প্রিয় শহরটি দেখে খুবই ভালো লাগল, অনেক পরিবর্তন হয়েছে এই শহরটিতে। অনেক চেনা জায়গা অচেনা লাগছিল। বড় বড় বিল্ডিং এ শহরটি ভরে গিয়েছে, আমার চির চেনা শহর টি এখন অনেক অচেনা।

35B6175D-AE78-48F9-BEF6-BD9F15540CE5.jpeg

9F65872F-F132-4C92-B572-1A9F0238C16C.jpeg

এই শহরে ছোট বড় অনেকগুলো লেক ছিল।সেই লেকগুলো এখন ভরাট হয়ে বিল্ডিং এ পরিনত হয়েছে। মাত্র হাতে গুনা কয়েকটি লেক অবশিষ্ট রয়েছে। এই লেকের সামনে একটি বৃদ্ধাশ্রম রয়েছে।

630A3397-0F3B-4EB3-B6C7-49ED20F9E4D1.jpeg

3C596E5D-4F9B-45E9-9E33-D2ED5ACC4F96.jpeg

6FA12E9A-CD40-40EB-B725-9F8D2F352B08.jpeg

এটি জিলা স্কুল।অনেক পুরাতন স্কুল, ১৮৪০ সালে স্থাপিত হয়েছে।এই স্কুলের কাছাকাছি সরকারি গার্লস হাই স্কুল রয়েছে, যে স্কুলে লেখা পড়া করেছি, পিকচার তুলতে পারিনি কারন আগে থেকে বুঝতে পারিনি জায়গাটি। এই স্কুলে ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত লেখা পড়া করেছি।অনেক স্মৃতি রয়েছে এখানে, দেখেই মনটা ভরে গেল।

34CEE491-5C66-40E5-AC0A-02AA9055EDB6.jpeg

5D8F0AF7-2F86-4AA0-A83D-A7B65DDF5CEB.jpeg

F8D45D5D-46BC-4F34-B788-ABE158664EF7.jpeg

725E7506-0163-41E9-B78D-E8B5786627C6.jpeg

7FDDB551-2C49-4CEC-B6E9-A9CE2C90FB4E.jpeg

সনধা হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে , এ কারনে অনেক কিছুর ফটোগ্রাফি মিস করেছি।একটু সকাল সকাল বের হলে খুব ভালভাবে উপভোগ করতে পারতাম , আসলে এখনকার দিন একেবারেই ছোট, খুব শিঘ্রই রাত হয়ে যায়।অনেক দিন পর এসেছি, পরিবারের সকলেই একএিত হয়েছি গল্প করতে করতে ঘুমাতে যেতে অনেক দেরি হয়ে যায় তাই ফজরের নামাজ পড়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়।

স্থানঃ আলীপুর, ফরিদপুর।
তারিখঃ 31/12/2021

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা আজকে তাহলে এতটুকুই, আবার হাজির হবো আপনাদের মাঝে অন্যকিছু নিয়ে। এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  

ফরিদপুরের এক বন্ধু শহরটা ঘুরে দেখার জন্য দাওয়াত দিয়েছিল । ব্যস্ততার কারণে যাওয়া হয়নি । আপনার পোষ্টের মাধ্যমে ফরিদপুর শহর সম্পর্কে একটি ধারণা পেলাম । ইনশাআল্লাহ সরাসরি যাবো অতিশীঘ্রই ।

এই শহরে ছোট বড় অনেকগুলো লেক ছিল।সেই লেকগুলো এখন ভরাট হয়ে বিল্ডিং এ পরিনত হয়েছে। মাত্র হাতে গুনা কয়েকটি লেক অবশিষ্ট রয়েছে ।

লেকগুলো শহরের সৌন্দর্য বৃদ্ধি করে । লেকগুলো উজাড় হয়ে গেলে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ।

ফরিদপুরে অনেক সুন্দর চিত্র তুলে ধরেছেন আপনি। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারে তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনি প্রমান করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন ।আপনার পোষ্টের মাধ্যমে ফরিদপুর শহরের অনেক জায়গায় ঘুরে দেখা হয়ে গেল সময়ের স্বল্পতার কারণে ঘুরে দেখার সুযোগ হয়নি। ফরিদপুর শহরটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আগেকার সেই পুরাতন জায়গাগুলো আর চোখে পড়ে না সব জায়গায় নতুন নতুন বিল্ডিং হয়ে গেছে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ফরিদপুর শহরের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি আপু। সব গুলো ছবিই বেশ সুন্দর করে ক্যাপচার করেছেন আপনি। এত সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
  • ফরিদপুর আমাদের পাশের জেলা হলেও ফরিদপুরে এখন পর্যন্ত যাওয়া হয় নি। তবে আপনার ফটোগ্রাফি দেখে ফরিদপুর জেলার সৌন্দর্য কিছুটা অনুভব করতে পারলাম। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ফরিদপুর জেলায় কখনো যাওয়া হয়েনি।ফরিদপুরের সুন্দর সুন্দর চিত্র তুলে ধরেছেন আপনি দেখতে খুবই সুন্দর লাগছে। এবং আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে খুবই অসাধারণ লাগছে ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর ভাবে আপনি আপনার ফরিদপুর শহরকে তুলে ধরেছেন। লেক ভরাট করে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করেছে এটা শুনে খুব খারাপ লাগলো। আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য গুলো হারিয়ে যাচ্ছে। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

নিজের শহরের প্রতি সবসময়ই আলাদা একটা আবেগ এবং ভালোবাসা কাজ করে থাকে। এটা প্রায় সবার ক্ষেত্রেই এক। ছোট ছোট লেকগুলো এখন নেই। ওটা ভরাট করে বাড়ি তৈরি করা হচ্ছে। এটা প্রায় সব শহরেই একই অবস্থা। ফাঁকা স্থান এখন নেই বললেই চলে। যাইহোক ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল আপু।।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64852.72
ETH 3178.07
USDT 1.00
SBD 4.20