৫০ স্টিম পাওয়ার আপ এবং মোট ৯০০ Sp ডেলিগেশন heroism এ (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আমার পাওয়ার আপ নিয়ে। আপনারা অনেকেই জানেন প্রতি সপ্তাহে আমি পাওয়ার আপ করে থাকি, যখন থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তখন থেকেই এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছি। আজকে আমার পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ১৪ তম সপ্তাহ পূর্ণ হল। পাওয়ার আপের মাধ্যমে ধীরে ধীরে আমার ভেটিং পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। যখন থেকে আমি স্টিমিটে জয়েন করেছি তখন থেকেই আমার মনে ইচ্ছা জাগে আমার ভেটিং পাওয়ারকে বৃদ্ধি করব। তারপর থেকেই ধীরে ধীরে আমার ভোটিং পাওয়ারকে বাড়াতে থাকি। আশা করি যদি এই প্রক্রিয়াটি ধরে রাখতে পারি তাহলে খুব শীঘ্রই আমার কাঙ্খিত স্থানে পৌঁছে যেতে পারবো। আমি আসলে ইনজয় করি ভোট দিতে, যদিও আমার ভেটিং পাওয়ার একেবারেই কম তারপরও আমি চেষ্টা করি ভোট দিতে যতটা সম্ভব হয়।

6B4504BD-6A0D-44AF-AFCB-E4B2DAF52BA9.jpeg

designed by my 9 years daughter.

আজকে আমি ৫০স্টিম পাওয়ার আপ করেছি। পাওয়ার আপের পূর্বে আমার মোট ১,৫৪৭ স্টিম পাওয়ার ছিল,আর এখন মোট হয়েছে ১,৫৯৭স্টিম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে আমার মোট পাওয়ার ছিল ৫০০ স্টিম, আর তখন ডিসেম্বর পর্যন্ত আমার টার্গেট করেছিলাম ১০০০ স্টিম যা অনেক আগেই পার করে ফেলেছি। চেষ্টা করব এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপ করার পূর্বে :

C173A366-595C-4707-B96C-B9F63BB6E504.png

পাওয়ার আপ করার পরে:

A900554D-7076-48F7-B3E8-ED58F1926847.png

ডেলিগেশন :

আজকে ৫০স্টিম ডেলিগেশন করেছি হিরোইজমে, মোট ৯০০স্টিম ডেলিগেশন হলো। যেহেতু আমি আমার ভোটিং পাওয়ার বাড়াতে চাই এ কারণে স্টিম পাওয়ার থেকে ডেলিগেশন করিনা, লিকুইড স্টিম পাওয়ার আপ করে ডেলিগেশন করে দেই। যেহেতু হিরোইজম একটি বৃহৎ প্রজেক্ট সে কারণে ডেলিগেশন করতে হবে এবং আমি সবসময় চেষ্টা করব যতটুকু সম্ভব ডেলিগেশন করা।

32170D0A-8CC9-4C4B-AD04-8D1098CCAFBD.jpeg

বন্ধুরা এটি ছিল আজকের আয়োজন।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

বাহ আপু আপনি তো দেখছি দারুণ ভাবে এগিয়ে যাচ্ছেন। দেখেই শান্তি লাগে।
দোয়া করি আরো দ্রুত যেনো এগিয়ে যেতে পারেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য, আপনি কিন্তু আমার চেয়ে অনেক এগিয়ে।

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ। ৫০ স্টিম পাওয়ার আপ সাথে ৯০০ heroism কে ডেলিগেশন। বাহ দারুণ।

#welovepowerups

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে অনেক দূর এগিয়ে গিয়েছেন দেখছি। আমিও আপনার মত প্রতিনিয়ত পাওয়ার আপ করার ইচ্ছা। দোয়া করবেন । আপনার জন্য শুভকামনা রইল এভাবেই আরো এগিয়ে যান।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য, শুনে খুব ভালো লাগলো তুমিও পাওয়ার আপ করায় আগ্রহী। আসলে পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই দরকারি।

 3 years ago 

আসলে পাওয়ার আপ খুবই ভাল একটি উদ্যোগ। আমি আপনার উদ্যোগ কে সম্মান জানিয়ে। আপনি প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন এবং পাওয়ার আপ এর মাধ্যমে নিজের অবস্থান করছেন। শক্তি সমৃদ্ধি করছেন খুবই ভালো উদ্যেগ। আপনার জন্য শুভকামনা রইল
আপনি এভাবে আরো পাওয়ার আপ করতে পারেন দোয়া করি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

যখনই দেখি, আপু শুধুই পাওয়ার আপ করেন।এটি খুবই ভালো দিক নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য।এভাবেই সফল হন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতাকে শক্তিশালী করা।আপনি আগামীতে অনেক পাওয়ার আপ করেছেন বর্তমানও পাওয়ার আপ চলমান রেখেছেন। আমার বাংলা ব্লগ, কমিউনিটি পাওয়ার করাকে সমর্থন করে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই ভালো লাগলো আপু। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করেই যাচ্ছেন। কমিউনিটি তে আপনার অবস্থান শক্ত করছেন। আমরা সবাই নিজে পাওয়ার আপ করবো এবং অপর কে পাওয়ার আপ এ উৎসাহিত করবো। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো ।এভাবে অনেক দূর এগিয়ে যান এই দোয়াই রইল।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62884.65
ETH 2444.83
USDT 1.00
SBD 2.61