আমার কবিতা “অল্পতেই সন্তুষ্ট” 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম। এটি আমার লেখা দ্বিতীয় কবিতা। যদিও পূর্বে কখনো কবিতা লিখিওনি এবং চেষ্টাও করিনি, এখন একটু লেখার চেষ্টা করছি। সাহস করে কোনো কাজে অগ্রসর না হলে কখনোই কিছু সম্ভব নয়। তাই আমার এই প্রচেষ্ঠা।

মানুষের যতটুক আছে ততটুকুই নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারে না। শুধু চায় সামনের দিকে অগ্রসর হতে, চায় কিভাবে সম্পদ কে বৃদ্ধি করা যায়। ভুলে যায় তার পরিবারের কথা, তার প্রিয় মানুষগুলোর কথা। কিন্তু কি লাভ সম্পদের পিছে পড়ে থাকা এই দুই দিনের দুনিয়ায় ? যখন সময় ফুরিয়ে যাবে, সে কি পারবে এই সম্পদ কে তার সাথে নিয়ে যেতে? আমরা সকলেই ডুবে রয়েছি এই মিছে পৃথিবীর মায়ায়। মৃত্যু নামক চিরন্তন সত্য কথাটি আমরা সকলেই ভুলে রয়েছি।

F0B879CD-0099-4B2A-9749-18A61B725B2D.jpeg

source: pixabay [copyright free image

অল্পতেই সন্তুষ্ট

কেন তুমি হওনা স্থির ? মন কেন এতো উতলা ?
চাও কি হতে রাজা এই বিশ্ব ব্রহ্মান্ডের ?

তোমাকে যা দিয়েছে বিধাতা সেটিই তো অনেক;
যত অল্পতে তুমি থাকবে খুশি,তাতেই হবে তুমি পরম সুখী।

সুখ যদি পেতে চাও,কর নিজের চাহিদাকে সীমিত।
অসীমের আশায় ক্লান্ত মনে ফিরেছো কত দিক দিগন্ত।

কত প্রহর, কতক্ষণ, কত রাত কেটেছে তোমার নিদ্ হীন আঁখি।
জীর্ণশীর্ণ দেহে রয়েছো পরে শূন্যতার এক মহা সংকটে।

তাকাও নি কখনো বিহঙ্গের পানে, নীড়ে আছে তারা কত সুখে,
তারা তো তোমার মতো নয়, বিশ্ব চায়না করতে জয়।

ছুটে চলোনা আর দিক দিগন্তে, আঁখি মেলে দেখো,
নশ্বর পৃথিবীতে কেউ তো নয় অবিনশ্বর।

কত লক্ষ মানুষ, কত মহা মানব ফিরেছে মরীচিকার পিছে,
বাস্তবতার কষাঘাতে পিষ্ট হয়ে বুঝেছে সে আসল রহস্য।

কল্পনার ধুম্রজাল হতে বেরিয়ে এসো,
যদি সুখী হতে চাও অল্পতে।


বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

কবিতা টা পড়ে মনে হয় নি এটা আপনার দ্বিতীয় কবিতা। অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। এবং কবিতাটার বিষয়টি খুবই সুন্দর ছিল একেবারে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য।

তোমাকে যা দিয়েছে বিধাতা সেটিই তো অনেক;
যত অল্পতে তুমি থাকবে খুশি,তাতেই হবে তুমি পরম সুখী।

এই লাইনটা একেবারে পরম সত‍্য। আমরা যত অল্পতে খুশি থাকব ততই আমরা সুখি হব। অনেক ভালো লেগেছে কবিতা টা আমার কাছে।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতায় বাক্যগুলো অনেক সুন্দর এবং ছন্দের মিল আছে যদিও কবিতার অর্থ বোঝা একটু কষ্টকর। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

কল্পনার ধুম্রজাল হতে বেরিয়ে এসো,
যদি সুখী হতে চাও অল্পতে।ষ

কবিতাটার এই অংশটুকুর চোখে পড়ার মতো ছিল।
সত্যিই আপু আপনি আমাদের মাঝে দারুন একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে অনেক বেশি প্রায়োগিক এবং প্রয়োজনীয়। আপনি কবিতাটা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু মানুষের চাহিদার কোনো শেষ নেই। যত পায় আরো বেশি চায়। কেউ বুঝতে চায় না যে একদিন তাকে চলে যেতে হবে এবং তাকে খালি হাতেই যেতে হবে। সে এই পৃথিবীর কিছুই সাথে দিয়ে যেতে পারবে না।
খুব সুন্দর হয়েছে আপনার কবিতাটি। আপনিও ধীরে ধীরে একজন ভাল মানের কবি হয়ে উঠছেন দেখতে পাচ্ছি। এভাবেই চালিয়ে যান। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় থাকবো।

তোমাকে যা দিয়েছে বিধাতা সেটিই তো অনেক;
যত অল্পতে তুমি থাকবে খুশি,তাতেই হবে তুমি পরম সুখী।

অনেক দামি কথা বলেছেন আপনি। সত্যই আসল সুখ বিরাজ করে সন্তুষ্টি এর মাঝেই। অনেক ভালো লিখেছেন আপনি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

একদাম বাস্তব কথা দিয়ে কবিতা লিখেছেন আপু, আপনার কবিতার প্রতিটি কথা এখনকার সময়ের সাথে একেবারেই মিলে গেছে, সত্যি আপু কবিতাটি পড়ে অনেক শিক্ষা অর্জন করতে পারলাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা ছিলো খুব সুন্দর করে সন্তুষ্টির চাওয়া-পাওয়া আপনি আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আসলে প্রকৃত পক্ষে যার চাহিদা যত কম বা যে অল্পতে সন্তুষ্ট থাকে তার জীবনে সুখ ধরা দেয়। আর যার এর চাহিদার শেষ নেই তাদের জীবনে সুখ খুব সহজে ধরা দেয় না। কেউ কেউ তো সহজে সুখীও হতে পারেনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সুখ যদি পেতে চাও,কর নিজের চাহিদাকে সীমিত।
অসীমের আশায় ক্লান্ত মনে ফিরেছো কত দিক দিগন্ত।

আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি চরণ একদম যথার্থ সত্যি কথা। আমরা মানুষ এবং আমাদের জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু। কিন্তু আমরা এই মৃত্যুকে ভুলে টাকা পয়সা ,লোভ-লালসার দিকে ছুটে চলেছি। কিন্তু মৃত্যুকে ভুলেই গেছি। আমাদের সবার উচিত অল্পতেই সন্তুষ্ট থাকা। কারণ সন্তুষ্টিতেই শান্তি।

 2 years ago 

অসাধারণ লিখেছেন আপু। আমি আজকে এই বিষয় টা অনেক চিন্তা করলাম। মানুষ আজ কতো অদ্ভুত হয়ে গেছে। নিজের ব্যাংকে কতো টাকা পরে আছে কিন্তু তার পাশেই কতো মানুষ না খেয়ে দিন পার করে। মানুষ এর টাকার লোভের জন্য মানুষ ভুলে গেলো আমরা মানুষ একদিন চলে যেতে হবে আমাদের।

 2 years ago 

পুরো কবিতাটি তো দারুণ হয়েছে। তবে,

কল্পনার ধুম্রজাল হতে বেরিয়ে এসো,
যদি সুখী হতে চাও অল্পতে।

এই লাইনগুলো জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে।আসলেই সত্যি কথা লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64093.86
ETH 3123.80
USDT 1.00
SBD 3.94