মেয়েকে স্কুল থেকে আনার মুহূর্ত এবং পথে এক মহিলার অবাক করা প্রশ্ন

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_7910.jpeg

দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর সাথে প্রচন্ড বাতাসও রয়েছে। বাইরে যাওয়া আসা খুবই প্রবলেম হচ্ছে। আর যেহেতু বাচ্চাদের স্কুল খোলা তাই তাদের আনা নেয়া করতে হয়। এ কারনে বেশি বিপদে পড়ে গিয়েছি। বড় মেয়ের স্কুল টা খুব বেশি দূরে নয় তাই ম্যানেজ করা যায়, কিন্তু ছোট মেয়ের স্কুল বেশ দূরে তাই তাকে নিয়ে বেশি প্রবলেমে পড়েছি। এখন তার স্কুল ট্যাক্সি না পাওয়া পর্যন্ত এভাবেই কষ্ট করতে হবে। যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে। দু’তিন দিন আগে মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাই তখন বাসে একজন মহিলা আমার পাশে বসা যার বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মত।ঐদিন বেশ গরম ছিল, মহিলা খুব ঘামছিল বাসে বসে বসে। যদিও এসব বাসগুলোতে এসি থাকে, কিন্তু ওইদিন এসি বন্ধ ছিল। মহিলাটার পরনে ছিল একটি টি-শার্ট এবং একটি ট্রাউজার। মহিলাটি বারবার আমার হিজাবের দিকে তাকাচ্ছিল। আর আমার হিজাব পড়া দেখে বলেই ফেলল “ you covered your head, don't you feel hot? “ আমি বললাম না আমার এত গরম লাগছে না। তখন মহিলা মুখটি যেন কেমন করলো।এরপর বলল তোমার হিজাব পড়ে অভ্যাস হয়ে গিয়েছে তাই আর গরম লাগে না। এরপর আরও বললো আমি কি বাসায় ও সবসময় হিজাব পড়ে থাকি? আমি বললাম না। তখন মহিলাটি বলল তাহলে কেন বাইরে হিজাব পড়ি? চিন্তা করুন তার প্রশ্নের ধরন। আরও অবাক হবেন তার আরেকটি প্রশ্ন শুনে।সে আমাকে বলল আমাকে কি কেও ফোর্স করছে এই হিজাব পড়ার জন্য? আমি তখন মহিলাকে উত্তর দিলাম কেন ফোর্স করবে আমি আমার ইচ্ছেতেই পড়ি।আমি এটি পড়ে কমফোর্টেবল বোধ করি। এরপর আমি বুঝে গেলাম মহিলাটি একটু অন্য প্রকৃতির। তাই আমি ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। আসলে দুনিয়ায় কত ধরনের মানুষের বসবাস, কত মানুষের মনে কত রকম প্রশ্ন।

আসলে আমি বাসা থেকে বেশি বের হই না প্রয়োজন ছাড়া।আর আমার কোথাও বের হতে ভালোও লাগে না। এদেশের বেশিরভাগ নারীরা কোন না কোন জব করে থাকে। কিন্তু আমার ভালো লাগে না বাইরে জব করতে এবং আমার হাজবেন্ড ও পছন্দ করে না যে আমি জব করি। যাইহোক এটি হচ্ছে আমার নতুন জব বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করা।কিন্তু এতে আমার প্রচুর সময় নষ্ট হয়, প্রায় ২-৩ ঘন্টা চলে যায় আনা নেয়া করতে। যাইহোক আজকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাচ্চাকে স্কুল থেকে এনেছি।

IMG_7911.jpeg

IMG_7910.jpeg

IMG_7909.jpeg

IMG_7912.jpeg

IMG_7908.jpeg

আজকের বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_7913.jpeg

IMG_7914.jpeg

বাস থেকে নামার পর দেখি সুন্দর রোদ। বাস থেকে নামার পর আরও ৬-৭ মিনিট হেঁটে আসতে সময় লাগে বাসায়।ভাগ্যিস তখন রোদ উঠেছিল।এর আগের দিন মা ও মেয়ে অনেকটা ভিজে গিয়েছিলাম যদিও সাথে একটি ছাতা ছিল।এই মুহূর্তে রাতের বেলায় আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে কিছু কিছু মানুষ এমন প্রকৃতির হয়ে থাকে। যারা কোনো কারণ ছাড়াই শুধু শুধু এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। যাইহোক আপনি আপনার মেয়েদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া নিয়ে একটি কাজ পেয়েছেন জেনে ভালো লাগলো। আর হ্যাঁ গতকালকে আমাদের এখানেও সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই পৃথিবীতে যে কতো ধরনের মানুষ আছে তার কোনো হিসাব নেই। এই মহিলার প্রশ্ন গুলো শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। কোরিয়াতে আমি এমন একটি পরিস্থিতিতে পরেছিলাম একবার। আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে ছিলো। বাসে চড়ে ২৫/৩০ মিনিট লাগতো। পাঞ্জাবি পরেছিলাম বলে এক কোরিয়ান বাসের মধ্যে নানান ধরনের প্রশ্ন করছিল। যাইহোক মহিলাটি কি জানে না মুসলিম মেয়েরা হিজাব পড়ে। আসলে ইন্টারনেট এর যুগে এসব প্রশ্ন একেবারে বেমানান। আপনার মতো আমারও বৃষ্টি খুব ভালো লাগে আপু। মেয়েকে স্কুলে আনা নেওয়া করতে তো বেশ ভালোই সময় নষ্ট হয়ে যায় দেখছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সত্যি ই আপু পৃথিবীতে নানা রকমের মানুষ ই আছে। যাদের জানার বিষয় গুলো ভিন্ন।হয়ত তিনি গরম সহ্য করতে পারছে না বলে আপনার কাছে জানতে চাইছে,এই গরমেও আপনি এতো কিছু পরে আছেন কিভাবে।আপনি বলে দিতেন কেউ ফোর্স করবে কেন আমাকে পর্দা করতে? এটাই আমার ধর্ম।আপনার মতো আমিও বাইরে যেতে খুব একটা পছন্দ করিনা।প্রয়োজন খুব না হলে বের হই না।আপনার এখন মেয়েদের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে।আশাকরি আপনার কট লাঘব হবে খুব শীঘ্রই। পরিবারের সবাই কে নিয়ে খুব ভালো থাকবেন আপু।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সত্যি বলেছেন আপু দুনিয়ার মানুষ এর মনোভাব-বৈচিত্র্যময়, কখন কার মনে কোন চিন্তাধারা উদয় হয় আর কার কি বলে বসে সেদিকে হুশ জ্ঞান থাকে না। যাইহোক এসব বিষয়ে কর্ণপাত না করে আপনি আপনার নিজ গতিতে চলুন এটাই বেটার।

 11 months ago 

পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে যার কোন হিসাব নেই। মহিলাটির প্রশ্ন আসলেও অদ্ভুত ধরনের ছিল। এমন প্রশ্ন শুনলে যে কেউই বিরক্তি বোধ করবে। আপনার মেয়েদের প্রত্যেকদিন স্কুলে আনা নেওয়া করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি আপু। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন । ধন্যবাদ আপু।

 11 months ago 

এখন কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে আপু রোদ বৃষ্টির খেলা কিন্তু বেশ ভালোই লাগে। আর আপু এরকম কিছু লোক থাকে যারা অন্যের ব্যাপার বেশি ইন্টারেস্ট ফিল করে। এমন লোকদের পাত্তা না দেওয়াই উচিত। পোস্টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46