ভাসুরের মেয়ের আখত, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_6932.jpeg

কয়েক মাস আগে আমার ভাসুরের মেয়ের বিয়ের আয়োজন উপলক্ষে একটি পোস্ট করেছিলাম। হ্যাঁ বন্ধুরা গতকাল আমার ভাসুরের মেয়ের আখত ( বিয়ে রেজিস্ট্রার) সম্পূর্ণ হয়। খুব বেশি আয়োজন ছিল না আমরা নিজেরা নিজেরাই কয়েকজন আত্মীয়-স্বজন মিলে এই অনুষ্ঠানটি সম্পন্ন করি। আগামী মাসে বিয়ের অনুষ্ঠান, তাকে উঠিয়ে দেওয়া হবে। বিয়ের আগে আরও কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করে ফ্যামিলিতে একটি দুঃসংবাদ আসে এ কারণে ছোটখাটো কিছু অনুষ্ঠান বাতিল করা হয়। আমার ভাসুরের দ্বিতীয় মেয়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে। এ কারণে ফ্যামিলির সকলের মন মানসিকতা ততটা ভালো নেই। মেয়েটির ছোট ছোট দুটি বাচ্চা, বড় মেয়ের বয়স ৪ আর ছোট মেয়ের বয়স ২। এর আগে আমার বিয়ের পরপরই তারা তাদের মাকে হারিয়েছে এই ক্যান্সার রোগে। ওই ভয়ানক দিনগুলোর কথা তারা এখনও ভুলেনি। এখন আবার নতুন করে সেই দুঃসংবাদটি আবার এলো। আগামী সপ্তাহে তার এম আর আই এর রেজাল্ট দেওয়া হবে। ওই রেজাল্ট থেকেই বোঝা যাবে কতদূর পর্যন্ত ছড়িয়েছে এই রোগটি।এরপর ট্রিটমেন্ট শুরু হবে। যাইহোক আগে থেকেই তার বিয়ের অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে ঠিক করে রাখা হয়েছিল, সবাইকে ইনভাইটও করা হয়েছে। যাইহোক গতকাল ভাল মতই তার আখত সম্পন্ন হয়।

IMG_6885.jpeg

যেহেতু বাইরের কাউকে বলা হয়নি, আমরা নিজেরা নিজেরাই ছিলাম তাই ঘরের মধ্যেই ছোট্ট করে একটি ডেকোরেশন করা হয়। এরপর যথাসময়েই ছেলের বাড়ি থেকে ৪/৫ জন লোক আসে। অশ্রুসিক্ত হয়ে সকলকে কাঁদিয়ে মেয়ে কবুল বলে ফেলল। এরপর ছেলের পালা, ছেলের বিয়ের রেজিস্ট্রার হয় ইস্ট লন্ডন মসজিদে। বেশ কিছু লোকজন ছিল উভয়পক্ষের। এরপর রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন হলে ছেলে সহ ৫-৬ জন লোক আসে বাসায়। দুপুরের খাওয়া-দাওয়া শেষে সকলেই যার যার মত গন্তব্যস্থলে চলে যায়। এবার ফটোগ্রাফির পালা। চলুন ডেকোরেশন সহ আরও নানান রকমের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা যাক।

IMG_6930.jpeg

a3a9f6b5-2223-4d70-81e7-44e59492f230.jpeg

a9b61602-6368-4441-b759-8554d5289b9e.jpeg

IMG_6928.jpeg

IMG_6925.jpeg

IMG_6923.jpeg

IMG_6921.jpeg

IMG_6919.jpeg

IMG_6922.jpeg

IMG_6760.jpeg

এগুলো ছেলের বাড়ী থেকে পাঠানো হয়।

IMG_6755.jpeg

IMG_6764.jpeg

IMG_6881.jpeg

IMG_6878.jpeg

IMG_6880.jpeg

IMG_6879.jpeg

IMG_6882.jpeg

IMG_6874.jpeg

IMG_6883.jpeg

IMG_6884.jpeg

IMG_6887.jpeg

IMG_6892.jpeg

IMG_6893.jpeg

IMG_6860.jpeg

IMG_6769.jpeg

উপরের সবগুলো মেয়ের বাড়ীর আয়োজন।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ভালো লাগা অনুভূতির মাঝে কষ্টের অনুভূতির কথা শুনে খুব খারাপ লাগলো আপু। বোনের ক্যান্সার আবার মা ও এই রোগেই মারা গিয়েছেন,সত্যি ই খুব বেদনাদায়ক।তবে আয়োজন ছোটোর মধ্যে হলেও খুব ভালো ই হয়েছে।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। দোয়া করি দুজন সুখী হোক,আমিন।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

আসলে সুখ বা আনন্দময় মুহূর্তেও যদি কোন সামান্য দুঃসংবাদ শুনা হয় মনটা একেবারেই খারাপ লাগে।আগামী সপ্তাহে যেহেতু উনার এম আর আই এর রেজাল্ট দেওয়া হবে।তাই আল্লাহ তায়ালায় কাছে দোয়া করি যাতে ছোট দুই বাচ্চা জন্য তার রেজাল্ট ভালো আসে।আর আপু এত অল্প পরিসরের আয়োজন হলেও ডেকোরেশনটি চমৎকার হয়েছিল যা আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার ভাসুরের মেয়ের আখত অনুষ্ঠানের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এমন সুন্দর ক্যাপশনের একটি পোষ্ট পড়তে গিয়ে এমন একটা দু সংবাদ পাবো, আশা করি নি। এম আর আই এর রিপোর্ট যেন রোগীর পক্ষে থাকে, সেই কামনা। প্রথম স্টেজের দিকে থাকলে হাতে বেশ সময় পাওয়ার আশা করা যায়। ছোট ছোট বাচ্চাদের জন্যও চাওয়া যেন রিপোর্টে ভালো কিছু থাকে। আর নতুন কাপলদের প্রতিও শুভকামনা রইলো। তাদের সামনের জীবন যেন সুখের হয়...।

Posted using SteemPro Mobile

 last year 

কি বলবো আপু। আজকের পোস্ট পড়ে যতটা না খুশি হয়েছি তার চেয়েও বেশিই কিন্তু মনটা খারাপ হয়ে গেল। বোনের ক্যান্সার, আবার মা হার মেয়ে। কতটা কষ্ট বুকে নিয়ে সে কবুল বলেছে সেটা শুধু সেই জানে। তবে দোয়া করি আল্লাহ যেন তাকে মার্জনা করেন। যতই যাই হোক বিয়ের ডেকোরেশন সহ সকল ফটোগ্রাফি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

আপনার ভাসুরের ফ্যামিলিতে আবারো ক্যান্সার। সত্যি ই ক্যান্সার যেন তাদের জীবন থেকে যাচ্ছে না। শুনে খুবই খারাপ লাগলো ।ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যেন মাফ করে দেন ।আর ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল । এত সুন্দর করে ডেকোরেশন কি করে করেছে তাই চিন্তা করছি ।দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ।

 last year 

আপনার ভাসুরের মেয়ের আকদ অনুষ্ঠান ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো আপু। ডেকোরেশন এককথায় দুর্দান্ত হয়েছে। তবে আপনার ভাসুরের পরিবারে আবারো ক্যান্সার ধরা পড়েছে, এটা জেনে ভীষণ খারাপ লাগলো। দোয়া করি যেন সৃষ্টিকর্তা সুস্থ করে দেয় উনাকে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46