ফুলের রানী গোলাপ, সাথে আরও কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_3534.jpeg

আজকে আবার অনেকদিন পর আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কতগুলো ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফুলের মধ্যে বেশিরভাগই রয়েছে গোলাপ, এ ছাড়া আরও নাম না জানা কতগুলো ফুল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের এখানেও এখন গরম শুরু হয়ে গিয়েছে।সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রী, যদিও এখনও অতটা গরম পড়েনি।এখনও বিছানায় ব্ল্যাঙ্কেট ছাড়তে পারিনি।রাতের বেলায় এখনও ব্ল্যাঙ্কেট লাগছে। দুই তিন দিন একটু ওয়েদার খারাপ ছিল, কারণ সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রির মত। আজকে আবার মেঘলা আকাশ এবং হালকা একটু বৃষ্টিও হয়েছিল। তবে তাপমাত্রা আরো বাড়বে।।গত দুই তিন বছর তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত ছিল। এক থেকে দেড় মাস বেশ ভালই গরম পড়ে, আর বাকি মাসগুলো কম বেশি ঠান্ডাই থাকে। এখনকার ওয়েদার সবচেয়ে বেশি ভালো লাগছে। এই ওয়েদারে বিকাল বেলায় ঘুরতে বেশ ভালো লাগে।মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলায় ঘুরতে বের হই।

এখন চলে যাচ্ছি মূল পর্বে।যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম তখন রাস্তার পাশ থেকে কতগুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম, সাথে ছিল নাম না জানা জংলী ফুলের মতো কতগুলো ফুল।তবে তার মাঝে আমার প্রতিবেশীর বাগানের কিছু গোলাপও রয়েছে। আসলে এদেশে প্রায় সকলের বাগানেই গোলাপের গাছ থাকে।আর গাছগুলো টবে থাকে না,একদম সরাসরি মাটিতে লাগানো থাকে।আর গাছগুলো বেশ বড় বড় হয়ে থাকে।আমার বাগানেও রয়েছে যা প্রায় আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে আমার বাগানের কোন ফুল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না।বেশিরভাগই প্রতিবেশী এবং রাস্তার পাশে বাগান থেকে নেওয়া।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে উপভোগ করা যাক ফুলগুলো।

IMG_3433.jpeg

IMG_3431.jpeg

প্রথমেই চমৎকার এই লাল গোলাপ দিয়ে শুরু করলাম যা রাস্তার পাশে বাগান থেকে নেওয়া।গোলাপের রং দেখতে কত চমৎকার লাগছে তাই না?

IMG_3464.jpeg

সাদা গোলাপ, এটি প্রতিবেশীর বাগান থেকে নেওয়া।

IMG_3531.jpeg

এই ফুলটিও দেখতে কত চমৎকার তাই না?

IMG_3530.jpeg

উপরের ফুল দুটি ও রাস্তার পাশে কারও বাগান থেকে নেওয়া।

IMG_3412.jpeg

হলুদ গোলাপ, এটি আমার একেবারে নিকটতম প্রতিবেশীর বাগান থেকে নেওয়া।

IMG_3462.jpeg

IMG_3461.jpeg

উপরের ফুলটি ও আমার আরেক প্রতিবেশীর বাগান থেকে নেওয়া। এই গোলাপের কালারটিও কিন্তু বেশ চমৎকার।

এবার নাম না জানা অন্য ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

IMG_3532.jpeg

রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন অপরূপ সুগন্ধ ছড়াচ্ছিল চারিদিক।

IMG_3523.jpeg

IMG_3437.jpeg

IMG_3436.jpeg

IMG_3430.jpeg

উপরের সবগুলো ফুল রাস্তার পাশ থেকে নেয়া।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আসলে আমাদের এই দিকে তো প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তবে এখন বৃষ্টি হচ্ছে যার কারণে তেমন গরম লাগছে না। এই বৃষ্টিতে দিনগুলো বেশ ভালোই কাটাতে পারছি। তবে মাঝে মাঝে রোদ পরে এবং গরমের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। আপনি তো দেখছি বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে যান এই বিষয়টা ভালো লাগলো দেখে। আর আপনি আজকে আমাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন যেগুলো জাস্ট অসাধারণ ছিল। গোলাপ ফুল সহ নাম না জানা অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি দেখলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফির দিকে।

 last year 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার প্রতিবেশীর বাগান থেকে তোলা গোলাপের ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে আপু। এরপর রাস্তার পাশের নাম না জানা ফুলগুলোর সৌন্দর্য ও কোন অংশে কম নয়।আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে নাতিশীতোষ্ণ আবহাওয়া আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে এই সময়টাতে বিকেলবেলা ঘুরাঘুরি করার মজাই অন্যরকম।। ইংল্যান্ডে তো তাপমাত্রা কম আমাদের এখানে তো প্রচুর তাপমাত্রা তারপরে বিদ্যুতের যে ঘাটতি থাকে না বললেই চলে।।
বিকেলবেলা ঘুরতে বের হয়ে দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লাগলো।।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZEYmCZ6qzeSrVSBRhzk5yU2mtbGScWT2tK5FftYYVGQnNMhzU1TfcWkksogmjzWVsMCnyBkscdBFAPQ.jpeg

 last year 

আপু আপনাদের ওখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি। আর আমাদের বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে ৪০ডিগ্রী দিন। যদিও কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। কিন্তু গরম কাটছে না। জাহা কাকু আপনি খুবই দারুণ কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। এছাড়া ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি ও করেছেন ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ সুন্দর লাগছে। গোলাপ ফুলের রানী। তাই এর লুকটাও একটু ভিন্ন হয়ে থাকে। রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

এ দেশেও এখন বেশ গরম। আমার তো গরমে শরীরে ঘামাচি বেড়ে গেছে। তা যাই হোক আপু আপনার প্রতিবেশীর বাগান হতে অনেক সুন্দর সুন্দর এবং রং বে রং এর গোলাপের ফটোগ্রাফি করেছেন। আপু আমার কাছে তো গোলাপ ভালোবাসার প্রতীক তাই গোলাপ ফুল দেখলে মাথা ঠিক রাখতে পারি না। আপনি তো রাস্তার পাশে দাড়িঁয়ে ভালোই ফুলের সুবাস নিলেন। আমি হলে তো এরকম সুভাষ ফেলে বাসায় যেতামই না। ফুলের সুবাস নিয়ে সারারাত কাটিয়ে দিতাম। অসাধারন ফটোগ্রাফি আপু।

 last year 

জ্বী আপু এবার কিন্তু অতিরিক্ত গরম পরছে। সবার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গরমে। যাইহোক গরম হলেও যদি আমার এমন একটি বাগান থাকতো মাঝে মাঝে একটু হেঁটে আসতে পারতাম তাহলে যেন সবকিছুই ভুলে যেতাম। এত সুন্দর আপনার প্রতিবেশির ফুলের বাগান এবং কত সুন্দর সুন্দর ফুল গুলো। ধন্যবাদ আপু জানা অজানা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ ছিল। আপনি একদম ঠিক বলেছেন আপু ফুলের রানী গোলাপ ফুল। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রজনীগন্ধা ফুল গোলাপ ফুলের থেকেও। রজনীগন্ধা ফুলটি থাকলে দেখতে আরো বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপু ইচ্ছে করছে আপনার কাছে গিয়ে আপনার বাগান এবং আপনার প্রতিবেশীর বাগানের ফুলগুলো আমি তুলে নিয়ে আসি। ফুল আমার অনেক পছন্দ। রাস্তার পাশে যে ফুলটি মিষ্টি গন্ধ দিচ্ছিল সে ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর। কোন ফুলের সৌন্দর্য যেন কোন ফুল থেকে কম নয়। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু এখন আমাদের এই দিকে বেশ স্বাভাবিক ভাবে চলছে আবহাওয়া ৷ কদিন আগে যে পরিমান গরম রোদ ৷ তবে এখন অনেক শীতল ৷
যা হোক সকাল সকাল দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম ৷ বিশেষ করে গোলাপ ফুলের ছবি গুলো অসাধারণ ৷ প্রতিটি ফুল যেন ভালোবাসা ছড়ায় ৷ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফুলের ফটো শেয়ার করার জন্য ৷

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভাল লেগেছে আপু। প্রতিটি ফটোগ্রাফি দেখে মনে হচ্ছিল এরকম সুন্দর ফুল যদি আমার বাগানে থাকতো। প্রতিবেশীর বাগানের ফুলগুলো কিন্তু অনেক দারুন ছিল আপু। আর নাম না জানা ফুল গুলো দেখতে দারুণ লাগছিল। সবমিলিয়ে ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68