কিছু ফটোগ্রাফি এবং একটি অসাবধানতা, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব, আর আমার একটি অসাবধানতা আপনাদের সামনে তুলে ধরব। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে, হয়তোবা আমার এই পোস্টটি পড়লে আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার আমি একটি কোর্স করতে লন্ডনে যাই।এর জন্য অনেক সকালে ঘর থেকে বের হতে হয়, বাচ্চাদেরকে স্কুলে দিয়েই আমি রওনা হয়ে যাই। আমার বাসা থেকে লন্ডনে ট্রেনে যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। ক্লাস করেই সকাল-সকাল বাসায় ফিরতে হয় বাচ্চারা স্কুল থেকে ফেরার আগেই। যদি ফিরতে একটু দেরি হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, কারণ বাচ্চাদের বাবা এখন এখানে নেই, বাংলাদেশ গিয়েছে। আর তেমন কেউ নেই তাদের পিক আপ করতে। যদিও তার চাচার বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে নয় কিন্তু তিনিও ওই সময় অনেক দূরে থাকেন কাজের জন্য।

8864D38D-8384-474D-AA35-39D6FDC3B9F3.jpeg

ACB86B5E-6BB3-4D8B-AD85-23746F21FA22.jpeg

A68DABD7-5C05-4A12-8C9C-AAE882533A9A.jpeg

C52D93A3-4647-4F3C-A482-1D8602DFF0BD.jpeg

E54C5AC1-668C-404E-90BB-EFDC8EF7D065.jpeg

14ED9610-31F9-4F46-83D9-C5EDE9D488B6.jpeg

8DFCD849-9251-4E7C-A207-799F3C3DCB4D.jpeg

6A1CC195-71F3-42E8-8381-BBD3183D3865.jpeg

London Stratford এর কিছু ফটোগ্রাফি।

what3words location:
https://w3w.co/office.loved.also

এবার ক্লাস শেষ করে ঘরে ফেরার পালা। ক্লাস শেষ করে কলেজের নামাজের রুমে জোহরের নামাজ আদায় করে ফেলি, তা না হলে বাসায় যেতে যেতে জোহরের নামাজ কাজা হয়ে যাবে। এরপর দ্রুত চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। এবার ঘটে গেল সেই অঘটন, মানে অসাবধানত। আমার ট্রেনটি তখন আন্ডারগ্রাউন্ডে। ট্রেনের মধ্যে জরুরি বিষয়ে একজনের সাথে চ্যাট করছিলাম। চ্যাটে এমনই মনোযোগী হয়েছিলাম যে আমার গন্তব্য স্থল পার হয়ে ট্রেনটি প্রায় তিনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। হঠাৎ করে ট্রেনের কম্পিউটারে শুনি একটি অজানা স্টেশনের নাম যেখানে কোনদিনও আমি যায়নি। তখন তো আমার অবস্থা একেবারেই খারাপ কারণ আমার হাতে বেশিক্ষণ সময় নেই তারপর আবার রাস্তা ভুল করে ফেলেছি। তখন দ্রুত ট্রেন থেকে নেমে গিয়ে আবার তার বিপরীত দিকে রওনা হই। এরপর আরেক স্টেশন লন্ডন আন্ডারগ্রাউন্ড এ পৌঁছে যাই, যেখানে আমার আগে নামার কথা ছিল। অবশ্য এখানে হারানোর কোন জায়গা নেই কারণ প্রতিটি স্থানে ডিরেক্সেশন দিয়ে দেখানো হয় কোন দিকে যেতে হবে ।যদি আপনার গন্তব্যস্থান জানা থাকে তাহলে কোন অসুবিধা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে সময়, কারন সময় অপচয় হলো আর কিছু নয়।

24F75776-E491-4557-948C-2268DDE29C4A.jpeg

2244B53D-B499-4841-B14C-5F558347B7E4.jpeg

7EAE7501-B98B-42DA-AE86-AF54E4E15A98.jpeg

944AC317-B347-4445-A8EC-A2384D686737.jpeg

E80E0A38-4CC2-415B-BADE-73785D32DCC1.jpeg

F392E05F-27B4-4F91-8824-3832097D4DA7.jpeg

এদেশে কোনো ভিক্ষুক পাওয়া যায় না, দেখুন উপরের ছবিতে দুটি মেয়ে গান করছে , এর জন্য যে যা পারছে তাদেরকে কিছু সাহায্য করছে।

London Bridge platform এর কিছু ফটোগ্রাফি।

what3words location:
https://w3w.co/bought.stick.quit

আজকে আমি অনেক লাকি ছিলাম কারণ ক্লাস শেষ হওয়ার ২০ মিনিট আগেই আমি বের হয়ে গিয়েছিলাম। তা না হলে এই অসাবধানতার কারণে হয়তো আমি পৌঁছাতে পারতাম না আমার নির্দিষ্ট টাইম এর মধ্যে। এর জন্যই আমার হাজব্যান্ড সবসময় বলে যখন বাইরে বের হবে তখন চোখ, কান, মুখ খোলা রাখবে অর্থ্যাৎ এলার্ট থাকতে হবে। যাইহোক আল্লাহর অশেষ রহমতে ঠিকমতো আমি আমার বাসায় পৌঁছে গিয়েছিলাম। আমি ট্রেনে দেখেছি বেশিরভাগ মানুষেরই এই বদ অভ্যাসটি রয়েছে, কেও স্থির বসে থাকতে পারেনা কিন্তু তাই বলে অমনোযোগী হলে হবেনা। হয়তো এই অসাবধানতার কারণে আমার বড় একটি বিপদ হতে পারত আজকে, বাচ্চারা স্কুল থেকে এসে আমাকে পেত না। যাইহোক আমি আর কথা বাড়াতে চাইনা, আমাদের সকলেরই উচিত এই অসাবধানতা থেকে দূরে থাকা।আশা করি আমার আজকের এই গল্পটি আপনাদের ভাল লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 13 pro max

এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

ঘটনা টর জন্য দুঃখ লাগলো।যাইহোক আপু পরবর্তী থেকে একটু সাবধান থাকবেন।আমিও অনেকদিন আগে এভাবে মিস করেছিলাম সেটাই শুধু সময় অপচয় হয়েছিল।

চিত্র গুলো বেশ ভালো তুলেছেন শুভ কামনা আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

সরি, আজকে কোন কমেন্টের রিপ্লাই করতে পারছিনা, রিপ্লাই করতে গেলে হচ্ছে না। আর এখন এখানে শো করছে তিনবার রিপ্লাই , এডিট বা ডিলিট করা যাচ্ছে না।

 3 years ago 

এত সুন্দর জায়গায় আপনি ভ্রমণ করেছেন এবং ফটোগ্রাফিগুলো করেছেন আপনার ফটোগ্রাপি গুলো সত্যিই প্রশংসার যোগ্য। দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি জায়গা গুলো ফুটিয়ে তুলেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে বাইরে বের হলে আসলেই চোখ-কান খোলা রাখা উচিত অর্থাৎ ভাইয়া একদম ঠিক বলেছে।
তবে আশা করি যদি ভবিষ্যতে একটু খেয়াল রাখবেন। তাহলে এই সমস্যাটি আর হবেনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে আপু বাইরে বের হলে চোক ও কান খোলা রেখে চলা ফেরা করতে হয়।আপনার পোস্ট পড়ে একটু কষ্ট লাগলো। সাবধানে চলাচল করবেন।তবে আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।এত সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য।আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ বৌদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার পোস্টে আমি মনোযোগ দিয়ে পড়েছি। গন্তব্যের জন্য সকল মানুষের সাবধানতা অবলম্বন করা উচিত। যাহোক আপু আপনি পরবর্তীতে অবশ্যই সাবধান থাকবেন। কারণ অসাবধানতা যেকোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63326.84
ETH 2648.69
USDT 1.00
SBD 2.82