টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ
আসসালামুআলাইকুম
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের এর ৫ম সপ্তাহ পূর্ণ হল আজ ।এ বছর ডিসেম্বরের টার্গেট হচ্ছে পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা।বরাবরের মত আমার ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই কাঙ্খিত স্থানে পৌছাতে পারব।আর যতদিন স্টিমট এ কাজ করব ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১২,৫৫৯।পাওয়ার আপ এর পরে হয়েছে ১২,৬০৯ স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপ করার পূর্বে :
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপ করার পরে :
যেহেতু abb-curation-ও দাদার একটি প্রজেক্ট তাই এখন থেকে হিরোইজমের মতো abb-curation কেও নিয়মিত ডেলিগেশন করে যাব।এক সপ্তাহে হিরোইজম এ আরেক সপ্তাহে abb-curation কে ডেলিগেশন করবো।আজকে abb-curation কে ৫০ স্টিম ডেলিগেশন করেছি। এর পূর্বে ছিল ১০০ স্টিম, এখন হলো ১৫০ স্টিম। আগামী সপ্তাহে হিরোইজমকে ডেলিগেশন করবো।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের সকলেরই উচিত পাওয়ার আপের সাথে সাথে কিছু ডেলিগেশন করা, এতে করে আমরা সকলেই উপকৃত হব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকার আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন আপু। আপনি নিজের সক্ষমতা বৃদ্ধি করার যে ধারাবাহিকতা বজায় রেখেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনার এই ধরনের কার্যক্রম দেখে আমরা অনুপ্রাণিত হই।
অনেক বড় আমাউন্টের টার্গেট নিয়েছেন আপু।আশা করি এইবার ও আপনি সবার শীর্ষে থাকবেন।আপনার থেকে পাওয়ার আপ করার প্রতি অনুপ্রেরণা পেলাম।ভালো লাগলো আপনার ধারাবাহিকতা দেখে,ধন্যবাদ আপনাকে।
আপনার মতন আমিও পাওয়ার আপ করতে অনেক ভালোবাসি আপু। আশা করি এভাবে পাওয়ার আপ করতে করতে আপনি আপনার লক্ষ্যে পৌছে যাবেন। শুভেচ্ছা রইলো আপু।
আপনি প্রতিনিয়তই অনেক বড় এমাউন্ট এর পাওয়ার বৃদ্ধি করে থাকেন যা আমাদের জন্য উৎসাহস্বরূপ।।
শুভ হোক আপনার আগামী দিন শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি।।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আপনি পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো।আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন।আপনি অনেক বড় একটি টার্গেট নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছেন। আর এভাবে পাওয়ার আপ করতে থাকলে অবশ্যই আপনার টার্গেট পূরণ করতে পারবেন।
আপু আপনি আপনার মন খারাপের মাঝেও এবং ব্যস্ততার মাঝেও নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন দেখে সত্যিই অনুপ্রেরণা পেলাম। আসলে আপু আপনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। সত্যিই আপু আপনি নিজের দায়িত্বে সব সময় অটল। আর নিজের লক্ষ্যে সব সময় স্থির। এভাবেই নিজের লক্ষ্যে এগিয়ে যান আপু। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।
আপু আপনি কেমন আছেন? আপনি সব সময়ই পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছেন। আগে পাওয়ার ছিলো ১২,৫৫৯ স্টিম ছিলো ৫০ স্টিম পাওয়ার আপ করার পর ১২৬০৯ স্টিম হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ
আপু আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে চলেছেন তা খুব ভালোভাবেই পূরণ করতে পারবেন। সবাই এই ধারাবাহিকতা বজায় রেখেছে তাদের টার্গেট অনুযায়ী এগিয়ে চলেছে। আমিও ধারাবাহিকভাবে পাওয়ার বৃদ্ধি করে চলেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহের বুধবারে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। দোয়া করি এভাবে ধারাবাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।