একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_9889.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। বরাবরের মতো চমৎকার একটি ফুল দিয়ে আজকের মেহেদি ডিজাইনটি সম্পন্ন করেছি। হাতে পড়লে খুবই সুন্দর লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_9659.jpeg

আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।

IMG_9774.jpeg

প্রথমে ছোট্ট করে একটি বৃত্ত এঁকে তার মাঝখানে গাঢ় করে একটি ডট এঁকে নিয়েছি।

IMG_9775.jpeg

এরপর বৃত্তটি চারপাশে ছোট ছোট পাপড়ি এঁকে পাপড়ি গুলোর চারিপাশে গাড় করে বাউন্ডারি এঁকে নিয়েছি

IMG_9776.jpeg

এরপর বাউন্ডারির চারিপাশে ছোট ছোট পাপড়ি এঁকে ভরাট করে নিয়েছি। এরপর পাপড়িগুলোর চারিপাশে আরও কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_9777.jpeg

এরপর ওই পাপড়িগুলোর চারিপাশে আরও কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিলাম।

IMG_9780.jpeg

এরপর ফুলটি নিচের দিকে এভাবে ডিজাইন করে নিলাম।

IMG_9781.jpeg

IMG_9782.jpeg

এরপর ফুলটির উপরের দিকে ক্রমান্বয়ে এভাবে ডিজাইন করে আমার অংকন শেষ করলাম।

IMG_9783.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রতিনিয়ত নিখুঁত নিখুঁত কাজগুলো করে থাকেন দেখে খুব ভালো লাগে। আজকেও অন্য দিনের মতো খাতার মধ্যে খুব সুন্দর ভাবে মেহেদির ডিজাইন এর আর্ট করেছেন। অনেক সুন্দর লাগতেছে আপনার করা ম্যান্ডেলা ডিজাইনটা। আপনি বোঝার সুবিধার্থে ধাপে ধাপে তুলে ধরেছেন দেখে আরো ভালো লাগলো। মেহেদির ডিজাইনগুলো কিন্তু আমি অনেক পছন্দ করি দেখতে। মেয়েরা কিন্তু একটু বেশি পছন্দ করে হাতের মধ্যে মেহেদি দিতে।

 7 months ago 

আপু আপনি আমাদের মাঝে বেশ সুন্দর সুন্দর কিছু মেহেদির ডিজাইন শেয়ার করেন। সেই মেহেদির ডিজাইনগুলো আমার অনেক ভালো লাগে।আপনার ডিজাইন দেখে আমি আমার হাতে একদিন মেহেদি লাগিয়েছিলাম।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে মেহেদি ডিজাইনগুলো শেয়ার করেন যা খুব সহজে যে কেউ হাতে পড়ে নিতে পারবে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

প্রথমে সুন্দর একটি ফুল অংকন করেছেন তারপরে পর্যায়ক্রমে ফুলের চারিপাশের ডিজাইন তৈরি করে পুরোপুরি সৌন্দর্য তুলে ধরেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি প্রায় আমাদের মাঝে সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করে থাকেন। আজকে ঠিক তেমন সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট দেখতে পারলাম। যেখানে ছোট সার্কেলের মধ্য দিয়ে আস্তে আস্তে ফুল আকৃতি তারপর এই ডিজাইনের পূর্ণরূপে প্রদান করেছেন,হাতের দারুন দক্ষতার মধ্য দিয়ে।

 7 months ago 

আপনার মেহেদির ডিজাইনগুলো বরাবরই খুব চমৎকার হয়। বিশেষ করে যে ফুল এঁকে তার সাইডে ডিজাইন করেন তার জন্য আরও বেশি ভালো লাগে দেখতে। তাছাড়া মেহেদির ডিজাইনের ধাপগুলো এমনভাবে উপস্থাপন করেন যে তা দেখে খুব সহজে হাতে মেহেদি পরা যাবে। আজকের ডিজাইনটিও খুবই চমৎকার হয়েছে।

 7 months ago 

শুধু পেন্সিল ব্যবহার করে খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন তৈরি করেছেন যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে আপু। এই ধরনের আর্ট গুলা করতে অনকে সময় ও শ্রমের প্রয়োজন হয়। তবে ডিজাইন গুলা হাতে পরলে বেশ ভালো লাগে।

 7 months ago 

আপু বেশ অনেকদিন পর মেহেদি আর্ট দেখতে পেলাম আপনার কাছ থেকে।আপনি চমৎকার আঁকেন।আজকের মেহেদি ডিজাইনটি ও দারুন হয়েছে ।আজকের আর্টটির মাঝে অনেক গুলো ছোট ছোট পাপড়ি দিলেন এজন্য আরো বেশী ভালো লাগছে।মেহেদি দেয়ার ধাপগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপু আপনি সব সময়ই মেহেদি সুন্দর সুন্দর ডিজাইন গুলো শেয়ার করেন। আপনার এধরনের ভিন্ন রকম মেহেদী ডিজাইন গুলো সব সময়ই ভালো লাগে। যে কেউ দেখলে অনেক সুন্দর করে হাতের মধ্যে দেখতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 7 months ago 

আপু আপনি কিন্তু আমাদের মাঝে প্রায় সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করেন। আর আপনার করা মেহেদি ডিজাইন গুলো দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে। যেমন আজকেও আপনি বেশ আকর্ষণীয় একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আবার বেশ সুন্দর করে মেহেদি ডিজাইনের প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনও করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপু আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন শেয়ার করেন। আপনার সেই ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ডিজাইন সিম্পল হলেও যখন মেহেদি দিয়ে হাতে পড়া হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। আপনার এই ডিজাইন কোনো এক সময় মেহেদি দিয়ে হাতে পড়ে দেখবো। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43