কিছু ফুলের ফটোগ্রাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
সত্যি কথা মনে কোন শান্তি পাচ্ছিনা। দেখতে দেখতে দুটি দিন পার হয়ে গেল তারপরও বাংলাদেশের কারো এখনো কোন খবর নেই।খবর কিভাবে থাকবে? ইন্টারনেটের কোনো খবর নেই এখন পর্যন্ত। জানি তারাও খুব ছটফট করছে তাদের প্রিয় বাংলা ব্লগে ঢোকার জন্য।কিন্তু তারা সকলেই নিরুপায়, কোন উপায় নেই আর ঢোকার।আমিও প্রতিটি মুহূর্ত তাদেরকে খুঁজে বেড়াচ্ছি দেখি কাউকে পাওয়া যায় কিনা? কিন্তু আমিও নিরাশ।তবে মনে মনে আশা রয়েছে কাল অথবা পরশু অবশ্যই তারা আমার প্রিয় বাংলা ব্লগে ঢুকতে পারবে ইনশাআল্লাহ।
যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে। আমাদের এখানে দুইদিন বেশ গরম পড়েছে। আজকে কিছুটা কম, আজকে ২০ ডিগ্রি সেন্টিগ্রেটের মতো।কিন্তু গত দুইদিন প্রায় ২৮/২৯ ডিগ্রির মতো উঠেছিল। তবে সামার সিজনে একটু গরম না হলে ভালো লাগে না। সব সময় তো আমরা ঠান্ডার মধ্যেই থাকি।বেশ ভালই উপভোগ করছি।গতকাল আমার ছোট ভাসুরের বাসায় গিয়েছিলাম। তারা বাংলাদেশে যাচ্ছে। আর যাত্রা পথে সৌদি আরবে ওমরা করে তারপরে বাংলাদেশে যাবে। প্রায় ৬-৭ দিন থাকবে সেখানে।কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ভয় পাচ্ছে যাবে কি না? পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে আবার ফিরে আসবে এখানে।তাদেরকে বিদায় দিতে গিয়ে দেখি তাদের গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ফুল ফুঁটে রয়েছে। আর সেই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
প্রথমেই সুন্দর গোলাপ দিয়ে শুরু করে দিলাম।ভাবীর বাগানের সবগুলো ফুলের গাছই টবের মধ্যে লাগানো রয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগছিল।
এটি হালকা গোলাপী রঙের চমৎকার পিটুনিয়া ফুল। টবের মধ্যে হলুদ রঙের আরো কিছু ফুল দেখা যাচ্ছে।
নাম না জানা এই হলুদ রঙের ফুলগুলোও দেখতে দারুণ সুন্দর লাগছে।
আমার অনেক অনেক পছন্দের পার্পল কালারের চমৎকার পিটুনিয়া ফুল।গত বছর আমার বাগানে ছিল, কিন্তু এ বছর আর লাগানো হয়নি।
এগুলো সম্ভবত পিটুনিয়া ফুল হবে। পিটুনিয়া ফুলের অনেক প্রজাতি রয়েছে যা চেনা খুবই মুশকিল।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
ঠিকই বলেছেন আপু, আমার বাংলা ব্লগের সকল সদস্যরা অপেক্ষায় রয়েছে তাদের ইন্টারনেটের আর আমাদের মাঝে আবারও যুক্ত হওয়ার জন্য। এরকম একটা অবস্থায় বাংলাদেশে এখন যাওয়াটা একটু মুশকিলের আপনার ছোট ভাসুরের পক্ষে। আপনার ভাবি কিন্তু টবের মধ্যে দারুণ ফুলের গাছ লাগিয়েছেন। আমাদের এদিকে এই ফুলগুলো দেখা গেলেও টবের মধ্যে ছোট ছোট ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে। গোলাপ ফুলের রংটা অসাধারণ।
সত্যিই আপু,বাংলাদেশের বন্ধুদের দেখতে না পেয়ে আমাদেরও খুবই খারাপ লাগছে।কতটা আনন্দে আর উত্তেজনায় কাটতো কিন্তু এখন যেন নিশ্চল সবই।আসলেই আপু বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনার ছোট ভাসুরদের এখন না যাওয়াই ভালো।আর উনাদের বাগানের ফুলগুলো চমৎকার।সবথেকে শেষের ছবিটি কিন্তু পিটুনিয়া ফুলের নয় ,নামটা ভুলে গিয়েছি আপু।যাইহোক ফটোগ্রাফিগুলি এককথায় দুর্দান্ত, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু সবাইকে ছাড়া আমার বাংলা ব্লক যেন শূন্যতায় ভরে গিয়েছে। সবাই তাড়াতাড়ি ফিরে আসুক এই কামনাই করি।
আপনার পোষ্টের মধ্যে ফুলের ছবিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। পিটুনিয়া আমারও খুব পছন্দের ফুল। এই গাছের জন্য সেরকম কোন খাটনি লাগে না অথচ ফুল ফোটানোই কোন কমতি নেই। আর সব কটার রং কি অপূর্ব দেখতে লাগে। অনেকদিন পর এমন পিটুনিয়া দেখে ভীষণ ভালো লাগছে।
আপু বিগত কয়েকদিন ইন্টারনেট না থাকার কারণে, আমার বাংলা ব্লগে ঢুকতে না পেরে সত্যিই খুব কষ্ট লেগেছিল। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে অনেকটা স্বস্তি পাচ্ছি। যাইহোক আপনার ছোট ভাসুরের বাসায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার সবসময়ই খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।