Better Life With Steem || The Diary game || 21th June 2024
Hello Everyone,,,
অনেক দিন পর বৃষ্টি হয়েছে বিগতদিন এজন্য আবহাওয়া অনেকটাই শীতল অবস্থায় বিরাজ করেছে আর সেই সাথে প্রকৃতি যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। আজ রাতে বেশ ভালোই ঘুম হয়েছে যার কারনে বিগদিন রাতে ঘুম না হওয়ার ঘাটতিটাও দুর হয়েছে গিয়েছে।
ঈদের জন্য কোচিং এ ছুটি দিয়েছিলো বেশ কয়েকদিন। শনিবার থেকেই আবার পড়া শুরু হয়ে যাবে তাই আজ আবার খুলনা চলে যেতে হবে। বাড়িতে আসার সময় মনে অন্যরকম আনন্দ কাজ করে তবে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়।আগেও অনেকবার বলেছি, বাড়ি ছেড়ে খুলনাতে থাকতে আমার ভালো লাগে না। তবে কি আর করার, থাকতে তো হবেই।
আজ সকালে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম, মাও ডাকেনি আজ তাই আমিও উঠিনি। সকাল ৯ টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ আর রাস্তায় হাঁটতে যাইনি কারন ফ্রেশ হওয়ার সাথে সাথে মা ভাত গুছিয়ে ডাক দিলো তখন সকালের খাবার খেয়ে নিলাম।
মাথায় চুল বেশ বড় হয়েছে আর চুল একটু বড় হতেই বাবা উঠতে বসতে চুল কাটাতে বলবে। আর তাছাড়া আমার মাথায় চুল একটু বেশি হয়ে গেলে মাথা ব্যথা শুরু করে। ছোটবেলা থেকেই কখনও উল্টা পাল্টা স্টাইলে চুল কেটেছি কিনা মনে পড়ে না। শুধু যে বাবার চাপে এমনটা না এমনিতেও আমার রুচি হয় না। বেশ কয়েকদিন ধরে ভাবছি বাজারে গিয়ে চুল ছাটাবো কিন্তু বৃষ্টির কারনে যেতে পারি না।
আজ সকালে আকাশটা মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি আর এখন বেশ পরিষ্কার হয়ে গিয়েছে তাই ভাবলাম আজই বাজারে যাবো। সকালের খাওয়া শেষ করার পর পোশাক পরে বেরিয়ে পড়লাম। প্রয়োজন ছাড়া তেমন একটা হাঁটা হয় না তাই ভাবলাম আজ গাড়িতে উঠবো না হেঁটেই যাবো।
বাজারে গিয়ে প্রথমেই চলে গেলাম সেলুনে কারন সেখানে অনেক লোকের ভীড় থাকতে পারে তবে সৌভাগ্যক্রমে আজ কেউ ছিলো না তাই যাওয়ার সাথে সাথে চুল কাটিয়ে নিলাম।
বাড়িতে একটা লাইটের প্রয়োজন তাই চুল কাটানো শেষ করে পাশের দোকান গিয়েছিলাম একটা লাইট কেনার জন্য। সেখান থেকে একটা টর্চ লাইট পছন্দ করলাম। লাইটটির দাম ৩৫০ টাকা নিয়েছিলো যেটার বর্তমান স্টিম মূল্য- ১৫.১৪। বাজারে যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম তবে বাড়ির ফেরার সময় গাড়িতে চলে আসলাম কারন রোদে হেঁটে আসতে ইচ্ছে করছিলো না।
বাড়িতে এসে প্রথমেই স্নান সেরে নিলাম কারন চুল কেটে শরীরের ভিতর অস্বস্তি লাগছে। আর তাছাড়া রোদ থেকে এসে গরমও লাগছে বেশ তাই তাড়াতাড়ি স্নান করে নিলাম। এবছর এখনও জাম খাইনি। জাম খেতে আমার বেশ ভালো লাগে।
জাম দেখলে বিশেষ করে ছোটবেলার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ছোটবেলায় জাম খেয়ে জিহ্বা কালো বানিয়ে ফেলতাম আর বন্ধুদের সাথে তুলনা করতাম যে কার জিহ্বা বেশি কালো হয়েছে। আজ বাড়ির পাশের এক ছোট ভাই জাম নিয়ে এসে আমাকে দিলো, সেই সুযোগে এবছর জাম খাওয়ার খরাটাও কেটে গেলো।
আসলে আমাদের বাড়িতেই জাম গাছ ছিলো তবে একটা প্রয়োজনে সেটা কেটে ফেলার পর আগের মতো জাম খাওয়া হয় না। আজ যে জামগুলো খেয়েছি এগুলো ছোট আকৃতির জাম। এগুলোকে খুদে জাম বলে আমাদের অঞ্চলে। জাম খুদে হোক বা বড় আকারের দুটোই আমাদের শরীরের জন্য উপকারী।
আজ বিকালে খুলনা চলে যাবো তাই ভাবলাম একটু রাস্তা থেকে ঘুরে আসি তাহলে বন্ধুদের সাথে দেখাও হয়ে যাবে। দোকানে গিয়ে বন্ধুদের সাথে কিছু সময় গল্প করলাম এবং বাড়িতে আসার সময় চকলেট কিনে আনলাম। চকলেটের দাম ১০০ টাকা অর্থাৎ ৪.৩৪ স্টিম নিয়েছিলো। বাড়িতে এসে পোশাক পরিধান করে বরাবরের মতো মাকে বিদায় জানিয়ে খুলনায় উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় আসতে আসতে রাত ৮ টা বেজে গেলো। আর এভাবেই আমি আমার দিনের কার্যক্রম শেষ করলাম।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জামগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিলো,জাম আমি অনেক পছন্দ করি বিশেষ করে নরম হলে ভর্তা করে খেতে।
আপনার কথাটা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল,, আমার বাবাও যখন দেখতো আমার ভাইয়ের চুল একটু বড় হয়ে গিয়েছে কাটতে বলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়তো।
বাবা মায়েরা সব সময়ই চায় তাদের সন্তানরা যেন পরিপাটি থাকে সুন্দর লাগে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ছোটবেলা থেকেই জাম খেতে ভালোবাসি তবে জাম ভর্তা এটা প্রথম শুনলাম তাই জানি না কেমন লাগে খেতে। আনার বাবাও ছোটবেলা থেকে আমাকে অনেক শাসনের মধ্যে বড় করেছে। চুল একটু লম্বা দেখলেই কাটতে যেতে বলতো। একদম তাই সন্তানরা যেন পরিপাটি ও ভদ্রভাবে চলাফেরা করে এটা বাবা মা সব সময় খেয়াল রাখে। ভালো থাকবেন।
Hi, @tanay123,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
ঠিক বলেছেন ভাই ছুটিতে যখন বাড়িতে আসি তখন আনন্দটা থাকে অনেক যখন ছুটি শেষ করে বাড়ি ছেড়ে চলে গেলে খুব খারাপ লাগে।
কোথাও আসলে আমি চুল কেটে একদম পরিপাটি হয়ে যায়। বাড়ির জন্য একটি লাইট কিনলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চকলেট নিয়ে আসলেন।
ধন্যবাদ আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেভালো লাগলো
একদমই তাই বাড়িতে আসার সময় যেমন ভালো লাগা কাজ করে বাড়ি থেকে চলে যাওয়ার সময় তেমনই খারাপ লাগা কাজ করে মনে ভিতর। চুল বড় হলে আমার অসহ্য লাগে এজন্য একটু বড় হওয়ার সাথে সাথে কেটে ফেলি। একটা লাইটের প্রয়োজন ছিলো তাই কিনে নিলাম। ধন্যবাদ আপনাকে আপনার মতামত করার জন্য। ভালো থাকবেন।
বিগত পোস্টে অবগত হয়েছিলাম আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকে। সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন।
আসলেই ভাই মাথায় বেশি চুল হয়ে গেলে মাথাব্যথা শুরু করে।
একদম ঠিক বলেছেন ছোটবেলার জাম খাওয়ানি প্রথমে স্মৃতি রয়েছে। যতক্ষণ না পর্যন্ত দাঁত কালো হইতো। ততক্ষণ গাছ থেকে নামতাম না।
সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যেমন গরম পড়ছিলো বৃষ্টি হওয়ার পর একটু স্বস্তি পেলাম। চুল বড় হলে আমার মাথা ব্যথা শুরু হয়। ছোটবেলায় সকলে মিলে জাম খাওয়ার একটা অন্যরকম মজা ছিলো। এজন্য আমি সব সময় বলি ছোটবেলায় সব থেকে সুন্দর মুহুর্তগুলো ফেলে আসি আমরা৷ ভালো থাকবেন।
ঈদের জন্য প্রতিটি প্রতিষ্ঠান বা স্কুল ও প্রাইভেট সবকিছুই বন্ধ দিয়ে থাকে আর এই বন্ধে প্রতিটা মানুষ বাসায় যেতে সাচ্ছন্ন বোধ করে।।। আর হ্যাঁ বাইরে থেকে বাসায় যাওয়ার কথা মনে হলে একটু বেশি আনন্দ লাগে।। আজ বাসায় যাবেন জন্য বাসার জন্য একটা লাইটও নিয়েছেন আবার বিকেলে বন্ধুদের সাথে সময় দিয়েছে সব মিলিয়ে সুন্দর একটা দিন পার করেছেন।।
ঈদের আমেজ সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। এ সময় স্কুল কলেজ সব কিছু বন্দ থাকে এজন্য ছুটি কাটাতে যে যার বাড়িতে যায়। আমি গিয়েছিলাম। বাড়িতে এজটা লাইটের দরকার আছে এজন্য কিনেছিলাম। ভালো থাকবেন।
আর প্রতিটা মানুষই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চায় আর এজন্যই বাড়িতে চলে আসে।। বাসায় এরকম লাইট থাকা অনেক উপকার, আমাদের বাসায় এরকম লাইট রয়েছে ভাই।।
এটা একেবারেই বাস্তব বাড়িতে আসতে যতটা আনন্দ অনুভব হয়। বাড়ি থেকে যখন আমরা নিজেদের কর্মস্থল কিংবা পড়াশোনার উদ্দেশ্যে রওনা দেই। তখন অনেক বেশি খারাপ লাগে। আপনার কাছে ঠিক তাই মনে হয় ছেলেদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। চুল একটু বড় হলেই মাথা ব্যাথা শুরু হয়ে যায়। আপনি চুল কেটে বেশ ভালো কাজ করেছেন।
এই চকলেট গুলো আমার ছেলেরাও খেতে অনেক বেশি পছন্দ করে। আমিও বক্স কিনে নিয়ে আসি। আপনার খুলনায় ফিরে আসতে প্রায় রাত আটটা বেজে গেল। আশা করি আপনি খুব সুন্দর ভাবে খুলনায় পৌঁছাতে পেরেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।