Better Life With Steem || The Diary game || 17th March 2024

in Incredible India3 months ago (edited)
Hello Everyone
20240317_221931_0000.jpg
Edit By Canva

নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন।আমি খুব ভালো আছি। আমার নতুন একটা পোস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো।।

সকাল থেকে দুপুরবেলা
IMG_20240317_152800_783.jpg

এখন প্রতিদিন রাতেই কেমন জানি ঝড়ো বাতাস বইছে। আর রাতে ঝড় ছাড়লে কোনো ভাবেই ঘুমাতে পারি না এজন্য রাতে ঘুমাতে বেশ দেরি হয়েছিলো। আজ সকাল প্রায় ৮ টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম।

আজ সকালে ঘুম থেকে উঠেই একটা খারাপ সংবাদ পেলাম। আমাদের বাড়ির পাশের আমার এক বড়মা কিছুদিন আগে স্ট্রোক করেছিলো। ডাক্তার দেখানোর পরও কোনো লাভ হয়নি। প্রায় ৫/৬ দিন যাবত নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে ছিলো, কোনো সাড়া শব্দ ছিলো না। আজ রাত ১২ টা ৩০ মিনিটের দিকে সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। তাই তার সৎকারের ব্যবস্থা করতে হবে এজন্য বাবা সেই দাদাদের বাড়ি গিয়ে কাজ করছিলো।

সকালে কিছুসময় হাঁটাহাঁটি না করলে কেমন জানি ঘুমের অলসতা কাটতে চায় না। রাস্তায় গিয়ে কিছুসময় হাঁটাহাঁটি এবং বিশুদ্ধ বাতাস গ্রহন করার পর বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি মায়ের রান্না শেষ হয়েছে, তখন সকালের খাবার খেয়েছিলাম।

IMG_20240317_152759_441.jpg

সকালের খাওয়া শেষ করে বাড়িতেই ছিলাম। বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগছিলো না তাই কিছুসময় পর বাড়ির পাশের রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম তখন দেখি একজন কবুতর নিয়ে যাচ্ছে। মূলত সে কবুতরগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। আমার কেনার কেনো ইচ্ছা নেই এজন্য দাম জিজ্ঞাসা করিনি।

কবুতরগুলো দেখতে বেশ সুন্দর ছিলো। আমাদের মাঝে অনেকেই বাড়িতে কবুতর পালন করে তবে আমি কখনও করিনি।রাস্তা থেকে বাড়িতে এসে দুপুরে সময় মতো স্নান করেছিলাম এবং দুপুরের খাবার খেয়েছিলাম। তারপর কিছুসময় ঘুমিয়েছিলাম।

বিকাল থেকে রাত
IMG_20240317_152756_791.jpg

বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে শরীর কেমন জানি দুর্বল লাগছিলো। কিছুসময় পর মাঠে ঘুরতে গিয়েছিলাম।মাঠে বসে ছোট'দা ও বড়দার মেয়ের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। দেখতে অনেক বড় হয়ে গিয়েছে আর সেই সাথে তার দুষ্টামিটাও বেড়ে গেছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে বসে দাদার মেয়ের সাথে দুষ্টামি করেই কাটিয়েছিলাম।

IMG_20240317_152754_494.jpg

সন্ধ্যা নামতেই বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার সময় দোকান থেকে এক প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট কিনে এনেছিলাম। এক প্যাকেটের দাম ১০ টাকা নিয়েছিলো। যদিও প্যাকেটের সাইজ আগের তুলনায় অনেক ছোট হয়ে গিয়েছে। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে উঠলাম। যাই হোক, তখন বাবা, মা আর আমি বিস্কুট খেয়েছিলাম।। মা রান্না করছিলো, হাতে অনেক কাজ ছিলো এজন্য খেতে চাচ্ছিলো না তখন আমি জোর করে মায়ের গালে তুলে দিয়েছিলাম।

IMG_20240317_220817.jpg

সন্ধ্যার সময়টা বাড়িতেই কাটিয়েছিলাম। মা রান্নাঘরে রান্নার কাজ করছিলো এবং আমি পাশে বসে গল্প করছিলাম। মায়ের রান্না শেষ হলে সময় মতো রাতের খাবার খেয়েছিলাম। রাতের খাওয়া শেষ করেই শুয়ে পড়া ঠিক নয় এজন্য উঠানে হাঁটাহাঁটি করছিলাম। আকাশে চাঁদ মামাকে দেখতে পাচ্ছিলাম। চাঁদের স্নিগ্ধ আলোয় যে কেউ মুগ্ধ হতে বাধ্য, আমি ব্যক্তিগতভাবে এই আলোকিত পরিবেশটা খুব পছন্দ করি।

Device NamePoco X4 Pro
Camera64 MP
Shot ByTanay Ray
LocationBangladesh
END
Sort:  
Loading...
 3 months ago 

সকালবেলা হাঁটাহাঁটি করলে, আমাদের ঘুমের যে অলসতা শরীরের মধ্যে থাকে, সেটা অনেকটাই কেটে যায়। ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আর আপনার দাদার মেয়েকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

হ্যা, সকালে হাটলে শরীরের অলসতাও দুর হয় আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারি। বাচ্চাদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই সময় পেলে দাদার মেয়ের সাথেই দুষ্টামি করি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার একটা জিনিস আমার ভালো লাগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া, কবুতর পালন করতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ খুব সুন্দর একটা কার্যক্রম শেয়ার করার জন্য।

 3 months ago 

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া আমার অভ্যাস এবং দিনের শেষও করি হাঁটার মাধ্যমে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।।

Posted using SteemPro Mobile

 3 months ago (edited)
  • শিশু বাচ্চাদের অনাবিল হাসি আমার কাছে এত ভালো লাগে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। আমি ছোটবেলা থেকে বাচ্চা খুব পছন্দ করি আপনারা এই ফটোকপি টা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলেই প্রতিদিন শরীর স্বাস্থ্য একরকম থাকে না। তাই হয়তো আপনার বিকেল দিকে একটু খারাপ লাগছিল, এমনটা আমার ইদানিং হচ্ছে হয়তোবা আবহাওয়া জন্যই হচ্ছে জানিনা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমাদের মন যতই খারাপ থাকুক না কেন বাচ্চাদের হাসি দেখলে মন ভালো হতে বাধ্য। আবহাওয়ার এলোমেলোর কারনে শরীরও বেসামাল হয়ে পড়ছে।

ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 
  • একদমই তাই আবহাওয়ার সাথে শরীরের ভারসাম্য বিদ্যমান। আবহাওয়ার সাথে মনের ও কিন্তু একটা মিল রয়েছে। তবে শরীরের প্রতি যত্ন নিবেন, খেয়াল রাখবেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

শুনে খারাপ লাগলো আপনার বড় মা পৃথিবীর মা ছেড়ে চলে গেছে।। আসলে এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে।

কবুতরের বাচ্চা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে ভাই আর হ্যাঁ আপনার ভাইয়ের মেয়ের হাসি মাশাআল্লাহ।।

 3 months ago 

হ্যা সবাইকে আজ না হোক কাল পৃথিবী থেকে চলে যেতেই হবে। আসলে বেশ কিছু অসুস্থ হয়ে বিছানায় সহ্যাশায়ী ছিলো। আসলেই কবুতরগুলো দেখতে বেশ ভালো লাগছিলো।

ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমার দাদি ও অনেকদিন আগে বিছানায় রয়েছে হাঁটাচলা করতে পারেনা জানিনা কখন সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয়।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বয়সের সাথে সাথে মানুষের শরীরের অনেক অবনতি হয়, কিন্তু আমাদের হাতে কিচ্ছু করার থাকে না, শুধুমাত্র সৃষ্টি কর্তার উপর ভরসাৎ করতে পারি আমরা।।

ধন্যবাদ আপনাকে।।

 3 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠার পর হাটাহাটি না করলে ঘুমের অলসতা কাটে না এটা সত্য। কারণ এরকমটা আমারও হয়। ভাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করাবো সকালে এসে খেয়েছেন। আপনাদের বাড়ির পাশে একজন মারা গিয়েছে সেখানেই আপনার বাবা গিয়েছেন।
আপনার পোস্টের রাতের ছবিটি খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ সারাদিনে কার্যক্রম তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60972.21
ETH 3388.11
USDT 1.00
SBD 2.55