Better Life With Steem || The Diary game || 16th March 2024

in Incredible India4 months ago
Hello Everyone,,,
20240316_230635_0000.jpg
Edit By Canva

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই নিজ নিজ পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পোস্টটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো।

সকালবেলা
IMG_20240316_180526_921.jpg
মেঘলা আকাশ

কাল রাতে যদিও বৃষ্টি হয়নি তবে বেশ ঝড়ো আবহাওয়া বইছিলো। এখন থেকেই কাল বৈশাখী ঝড়ের আভাস পাচ্ছিলাম। যেমন বিদ্যুৎ চমকাচ্ছিল তেমন ঝড়ো গতিতে হাওয়া বইছিলো। তাই রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিলো। আজ সকাল ৭ টার দিকে মায়ের ডাক ব্যতিতোই ঘুম থেকে উঠেছিলাম। প্রতিদিন মায়ের ডাকেই ঘুম ভাঙ্গে এজন্য এটা আলাদা করে বললাম।

আজ সকালে আকাশ বেশ মেঘলা ছিলো, তখন বুঝলাম যে রাতের খারাপ আবহাওয়ার প্রভাব হয়তো কিছুটা রয়ে গিয়েছে। তারপর প্রতিদিনের মতোই ফ্রেশ হয়েছিলাম এবং রাস্তায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলাম। যদিও প্রাতঃভ্রমণ করতে আরও অনেক ভোরে বেরোতে হয় তবে আমার পক্ষে এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব হয় না।

IMG_20240316_180532_669.jpg
সজনে

কিছুসময় পর বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি বাবা গাছ থেকে সজনে পেড়ে এনে রেখেছে। আমাদের বাড়িতে সজনে গাছ রয়েছে আর তাছাড়া সজনে আমার খুব প্রিয় তাই রাতে বাবাকে সজনে পাড়ার কথা বলেছিলাম এজন্য সকালেই বাবা পেড়ে এনেছে। আমাদের এখানে সজনের বাজারমূল্য অনেক তবে নিজেদের গাছ থাকায় আমাদের কিনে খেতে হয় না। কিছুসময় পর মায়ের রান্না শেষ হলে সকালের খাবার খেয়েছিলাম।

IMG_20240316_180530_472.jpg
IMG_20240316_180528_914.jpg
জবা ফুল

বিগত পোস্টে পূজার জন্য গাছ থেকে তুলে রাখা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তবে আজ সরাসরি গাছ থেকেই একটা ছবি উঠানোর মনস্থির করলাম।

দুপুরবেলা
IMG_20240316_180521_945.jpg
পান

বাড়িতে কিছু লোকজন এসেছে এজন্য মা তাদের খাওয়ার জন্য দোকান থেকে পান আনতে বলেছিলো। আমরা বাড়িতে কেউ পান খাইনা এজন্য যখন কেউ বেড়াতে আসে তখনই দোকান থেকে কিনে আনতে হয়। যেহেতু বাড়িতে কেউ পান খায়না এজন্য বেশি কিনলে নষ্ট হয়ে যাবে তাই মাত্র ১০ টাকার পান কিনে এনেছিলাম।

তারপর দুপুর পর্যন্ত বাড়িতেই কাটিয়েছিলাম। দুপুরে সময় মতো স্নান করেছিলাম এবং দুপুরের খাবার খেয়েছিলাম। তারপর কিছু সময় শুয়ে ছিলাম।

বিকাল থেকে রাত্রিবেলা
IMG_20240316_180525_517.jpg
লাল চা

ঘুম থেকে উঠে বিকালে দোকানে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম। যদিও আমি তেমন একটা পছন্দ করি না তবে মাঝে মাঝে সময় বিশেষে খেতে ইচ্ছা করে। আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। তবে চায়ের মধ্যে লাল চায়ের থেকে গ্রীন টি বেশি খেয়ে থাকি। আর তাছাড়া আমাদের শরীরের জন্য গ্রীন টির বেশ উপকারী গুনও আছে।

IMG_20240316_180604_432.jpg
নীল আকাশ

চা খাওয়া শেষ করে মাঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দিনের বাকিটা সময় অতিবাহিত করেছিলাম এবং সন্ধ্যা নামলে বাড়িতে চলে এসেছিলাম। তারপর মা রান্নার কাজ শুরু করেছিলো এবং আমি মায়ের পাশে বসে গল্প করছিলাম। এভাবেই আমি সৃষ্টিকর্তার কৃপায় আমার আরেকটা দিনের কার্যক্রম শেষ করেছিলাম।

END
Device NamePoco X4 Pro
Camera64 MP
Shot ByTanay Ray
LocationBangladesh
Sort:  
 4 months ago 

আপনি খুব সুন্দর করে আপনার দিনটি লিখেছেন যা পড়ে অনেক ভালো লাগলো এবং আপনি পোস্টে সবচেয়ে আকর্ষনে মনে হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুলের গ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিনলিপির পাশাপাশি এত সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 4 months ago 

আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। বাড়িতেই জবা ফুলের গাছ রয়েছে সেখান থেকেই ফটোগ্রাফি করেছিলাম।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 4 months ago 

জি ভাই আপনার তোলা জবা ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে আমিও ফুল দেখলে ফটোগ্রাফি করি।

Loading...
 4 months ago 

আজ আমাদের এখানে অনেক বেশি বাতাস হয়েছিল, তবে আপনার করা জবা ফুলের ফটোগ্রাফিটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে।
চা ব্যক্তিগত ভাবে আমিও খুব একটা পছন্দ করি না তবে আপনার রং চায়ের কালার টা আমার বেশ পছন্দ হয়েছে।

 4 months ago 

আমাদের এখানে বিগত রাতে বেশ ভালো পরিমানেই ঝড় উড়েছিলো তবে বৃষ্টির দেখা পাই নি। যদিও বৃষ্টি হলে খুব ভালো হতো ফসলের জন্য।আমিও রং চা পছন্দ করি না তবে মাঝে মধ্যে খেয়ে থাকি।।

ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঝড় হওয়ার কারণে বৃষ্টির বন্ধ হয়ে গেছে, তাই আবহাওয়া একেবারেই পরিবর্তন হয়ে গেছে। চারপাশে থমকে আছে কখন বৃষ্টি হবে আল্লাহ ভালো জানে। আসলে লাল চা আমাদের স্বার্থের জন্য খুবই উপকার। আপনি চা খেতে পছন্দ করেন না আমার মত। আমিও খুব কম খাই যখন প্রয়োজন হয়। ধন্যবাদ ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

হ্যা আমি চা খেতে তেমন পছন্দ করি না, তবে মাঝে মাঝে খেয়ে থাকি। এখন একটু বৃষ্টির খুব প্রয়োজন তবে কবে যে বৃষ্টির দেখা পাবো বুঝতে পারছি না।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বৃষ্টির প্রয়োজন এটা আমরা অনুভব করি, কিন্তু যিনি বৃষ্টি দান করবেন তিনি যখন অনুভব করবেন তখন অবশ্যই বৃষ্টি হবে। অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, কারণ তিনি কখনোই তার সৃষ্টির কোন জিনিস নষ্ট হতে দেখতে চান না। তার আগেই সবকিছু ঠিক করে দেন।

 4 months ago 

আজ রাতে ফিসফিস করে একটু বৃষ্টি হয়েছে তবে এমন বৃষ্টি কোনো কাজে আসবে না। একদম ঠিক বলেছেন, সৃষ্টি কর্তার উপর ভরসা করা ছাড়া উপায় নেই আমাদের।।

Posted using SteemPro Mobile

 4 months ago 
  • এখন ধান রোপনের মৌসুম। পর্যাপ্ত পানি না পেলে ধানের ফলন ভালো হবে না। তাই বৃষ্টির প্রয়োজন। তাছাড়া এখন পানি সেল দেওয়া তো অনেক খরচ পড়ে যায়। কৃষকেরা হিমশিম খাচ্ছে। আমার এখানেও বৃষ্টির ভাব হয় কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে খুবই প্রয়োজন এখন বৃষ্টি হওয়া। রং চা আমার সাহেব খুব পছন্দ করেন। ধন্যবাদ আপনাকে ,আপনার দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
 4 months ago 

একদম ঠিক বলেছেন, ফসলের ফলন ভালো করার জন্য বৃষ্টির বিকল্প নেই। তবে দুর্ভাগ্যজনক ভাবে বৃষ্টি হচ্ছে না। রং চা আমার সব সময় ভালো লাগে না তবে সময় বিশেষে ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 
  • বৃষ্টি না হলে ফসলের বাম্পার ফলন হবে না কৃষকের পরিশ্রম বৃথা যাবে। তাই দোয়া করি খুব দ্রুতই যেন আল্লাহর ব্যবস্থা করে দেন এবং কৃষকের মুখে হাসি ফোটে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 
  • সজনে একটি অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। সজনে পাতাও ডায়াবেটিসের মহা ঔষধ। আপনার মা মনে হয় অতীতে পরায়ণ মানুষ তাই আপনাদের বাসায় কয়েকজন মেহমান আসছে তাদেরকে প্রাণ দেওয়ার জন্য কিনে আনতে বলল অনেক ভালো একটি গুন। রং চা স্বাস্থ্যের জন্য ভালো মাঝে মাঝে খেলে মেজাজটা চাঙ্গা হয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সজনে আমার খুবই প্রিয় আর এটা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। অনেকেই পান খেতে পছন্দ করে তবে আমাদের বাড়িতে কেউ পান খায়না এজন্য বাড়িতে লোক আসলে কিনে এনেছিলাম। সব সময় রং চা না খেলেও মাঝে মাঝে খেয়ে থাকি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 
  • সজনে আমারও খুব ভালো লাগে আমার মা ছোটবেলায় ডাল দিয়ে সজিনা রান্না করতো বা চিংড়ি মাছ দিয়ে সজনে রান্না করত সেই মজা লাগতো খেতে। কোথায় হারিয়ে রেখে আসলাম সেই শৈশব খুব মিস করি আসলে ওই দিনগুলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাদের এখানে এটাকে বলা হয় সাজনাই আর হ্যাঁ আমাদের বাসায় কোন মেয়ে আমার আসলে পান নিয়ে আসতে হয় কারণ আমাদের বাসায় কেউ পান খায় না।। আর হ্যাঁ আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।

 4 months ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমরা বাড়িতে কেউ পান খাই না তাই যখন প্রয়োজন পড়ে দোকান থেকে কিনে আনতে হয়। যেহেতু বাড়িতে কেউ খায় না এজন্য অল্প পরিমানেই কিনে এনেছিলাম।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাদের বাসায়ও কেউ পান খায় না।। তারপরও একটা পান গাছ লাগানো হয়েছে যদি কেউ আসে তখন সেখান থেকেই খাওয়ানো হয়।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সব জায়গাতেই এরকম আবহাওয়া খারাপ ছিল যার কারণে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইরে হাঁটতে বের হয়েছেন। আপনাদের বাসায় সজনে গাছ রয়েছে। সজনে আমারও খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সারাদিনের দিনলিপি ভিতরে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74