রাতের শহর!
![]() |
|---|
রাতের শহর অনেক বেশি শান্ত ও নিরিবিলি থাকে।
দিনের শহর যতটা বেশি যানজট আর কোলাহল থাকে ঠিক ততটাই নিরবতা বিরাজ করে রাতের শহরে। কয়েক ঘন্টার ব্যবধানে অশান্ত পরিবেশও শান্ত হয়ে যায়, সম্পূর্ণ বিপরীত পরিবেশ ধারন করে।
এটাই হয়ত প্রকৃতির নিয়ম!
সব সময় অনেক অশান্ত থাকা মানুষকেও একটা সময় শান্ত হয়ে যেতে হয় তার পরিস্থিতির কারনে। জীবনে এমন কিছু ঘটনা আসে যেগুলোর কারনে নিজের জীবনের অতীতগুলো কেমন জানি ধোয়াসার মতো মনে হয়। মনের মধ্যে ভাবনা আসে, এত দিন স্বপ্ন দেখছিলাম নয় তো!
জীবনের ভালো মুহুর্তে এতটাও অহংকার বা অতি উল্লাস করা উচিত নয় কারন ভবিষ্যত সব সময় অনিশ্চিত। কখন যে শান্ত হয়ে যাবেন টেরও পাবেন না।
![]() |
|---|
বন্ধুদের সাথে খুলনাতে থাকা অবস্থায় রাতের শহরের পরিবেশ উপভোগ করার সুযোগ হতো মাঝে মধ্যেই। সকলে মিলে গল্প করতে করতে রাতে রাস্তায় হাঁটাহাটি করার মুহুর্ত খুব মনে পড়ে। বিশেষ করে যেদিন দিনের বেলায় বাসার বাইরে যাওয়া হতো না সেদিন ই বেশিরভাগ সময় রাতে বেরোতাম।
দিনের মতো নেই কোনো যানজট আর লোকের চিৎকার। তবে এত রাতেও যে গাড়ি একদম চলাচল করে না সেটা বলবো না। সারারাতই গাড়ি চলাচল করে তবে পরিবেশ থাকে তুলনামূলক অনেক শান্ত ।
![]() |
|---|
তেমনই একদিন রাত ২ টার দিনে সবাই মিলে চিন্তা করলাম বাইরে চা খেতে যাবো। তবে এত রাতে বাইরে যাওয়ারও কারন ছিলো। সেদিন রাতে কারেন্ট চলে গিয়েছিলো আর বাসার ভিতর যেন গরমে দম বন্ধ হয়ে আসছিলো।
একারনে মূলত আমাদের বাইরে যাওয়ার সিদ্ধান্ত! দিনের বেলায় রাস্তায় তাপমাত্রা বেশি থাকলেও মাঝ রাতে হালকা বাতাস আর নিরিবিলি পরিবেশ উপভোগ করার সুযোগ হবে এটুকু আমরা জানতাম।
আমরা চলে আসলাম সাতরাস্তা মোড়ে । বাসা থেকে হেঁটে আসতে ১৫ মিনিটের মতো সময় লাগে। আসলে মেইন রাস্তা থেকে অনেক ভিতরে ছিলো আমাদের বাসা।
চায়ের দোকানে এসে দেখি অনেক লোকের ভিড়। আমাদের মতো অনেকেই এত রাতে চা খেতে এসেছে আর এই দোকানটা সারারাতই খোলা থাকে। সবাই সবার মতো চা অর্ডার করলো। কেউ পছন্দের রং চা আবার কেউ আমার মতো মাল্টা চা অর্ডার করেছিলো। রং চায়ের থেকে মাল্টা চা আমার কাছে পছন্দের!
![]() |
|---|
চা খেতে খেতে সকলে ভালো সময় পার করছিলাম তবে কিছু সময় পর সেখানে পুলিশ আসে। আমাদের কে জানানো হয় আশেপাশে একটু আগে মারামারি হয়েছে তাই এই এলাকায় পুলিশ তল্লাশি করছে। একারনে আমাদের রাস্তায় দেরি না করে বাসায় চলে যেতে বলে। আমরাও তখন বাসায় চলে এসেছিলাম। আগে মাঝে মধ্যেই এমন সময় কাটাতাম যেটা এখন খুব মিস করি!




রাতের বেলায় যে কোন শহরে শান্ত নিরিবিলি হয়। মানুষজনের কোলাহল গাড়ি শব্দ সবকিছু থেকেই নির্জন লাগে। এখন আবার দিনের বেলায় এত রোদের তাপ বেরোনো একদমই উপায় নেই। রাতের বেলায় শান্ত আবহাওয়া বেরোতে বেশ ভালই লাগে। রাতের বেলায় বন্ধুদের সকলকে নিয়ে চা খেতে খেতে সময় কাটিয়েছেন। সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি একেবারেই ঠিক বলেছেন সকাল থেকে সেই রাত বারোটা একটা পর্যন্ত শহরের মধ্যে মানুষের কোলাহল যানজট লেগেই থাকে তবে রাতের শেষ প্রহরের দিকে কিছুটা হলেও প্রশান্তি এই শহরে খুঁজে পায়। আপনি খুলনাতে থাকা অবস্থায় আপনার বন্ধুদের সাথে রাতের শেষ প্রহরটা উপভোগ করেছেন সাত রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন চা খেতেন অসংখ্য ধন্যবাদ রাতের শেষ খবরের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।