প্রতিযোগিতার বিষয়ঃ আমার এলাকার ছোট যমুনা নদী
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি এ সপ্তাহের চলমান প্রতিযোগিতা "আপনার এলাকার যেকোনো একটি নদী অথবা বিল নিয়ে লিখুন" এ অংশগ্রহণ করছি।
নদী বলতে সাধারণত কোনো জলধারাকে বোঝায় যা সাগর -মহাসাগর বা ঝর্ণা থেকে সৃষ্টি হয়। এই জলধারা স্বাদু পানির হতে পারে আবার লোনা পানিরও হতে পারে।নদী যে জায়গায় সাগরের সাথে মিলিত হয় সে জায়গাকে মোহনা বলে।সারা পৃথিবীতে কয়েক হাজার নদী রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় নদী হল নীলনদ।এই নদীটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এই নদীতে লবনের আধিক্য বেশি থাকার কারণে এই নদীতে কোনো মানুষ ডোবে না।দ্বিতীয় বৃহত্তম নদী হল আমাজন নদী।নদী মূলত সমুদ্র থেকে সৃষ্টি হয় আবার বড় ঝর্ণা থেকেও সৃষ্টি হয়। আবার কোনো হীমবাহ থেকেও নদী সৃষ্টি হতে পারে।নদীগুলো মূলত বিভিন্ন পরিবেশগত কারণে সৃষ্টি হয়েছে। আর প্রাকৃতিকভাবে নদীর গতিপথও সৃষ্টি হয়।মানব সভ্যতা গঠনে নদী ব্যাপক ভূমিকা রেখেছে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে বহু নদী বয়ে গেছে। আমাদের দেশের আনাচে কানাচে বহু নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ দেশ দিয়ে ছোটবড় প্রায় ৭০০ টি নদী বয়ে গিয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় নদী হল মেঘনা।আমাদের দেশের উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা,মেঘনা,যমুনা,কর্ণফুলী,ব্রহ্মপুত্র,শীতলক্ষ্যা, তিস্তা, ধরলা,কুশিয়ারা, সুরমা,করতোয়া ইত্যাদি।দিনাজপুর জেলা দিয়েও বেশ কয়েকটি নদী বয়ে গেছে। আমার এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী হল ছোট যমুনা নদী।এই নদীটি একটি ছোট নদী।এটি মূলত একটি শাখা নদী।উইকিপিডিয়ায় সার্চ করে আমি জানতে পারি যে এই নদীর দৈর্ঘ্য মাত্র ৫৬ কিলোমিটার। এই নদীটির প্রস্থ খুব বেশি বড় না।এটি মূলত ইছামতী নদীরই একটি ধারা।আমাদের ইউনিয়ন অর্থাৎ ৬ নং মোমিনপুর ইউনিয়নে প্রবেশ করে এই নদীটি ছোট যমুনা নদীতে পরিনত হয়েছে এবং পরবর্তীতে এটি আত্রাই নদীতে পতিত হয়েছে।আমাদের পার্বতীপুর থেকে দিনাজপুর যাওয়ার রাস্তায় এটি নদীটি পড়ে।মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের সাথে এই নদীটি অবস্থিত এবং সেখানে একটি নবনির্মিত সেতু রয়েছে। সেতুটির সামনে নদীটির হালকা বিবরণ দেওয়া আছে।
আমার এলাকার নদীর ছবির দৃশ্যঃ
এরপর আধা কিলোমিটার গেলেই এই নদীর উপরের রেলব্রীজ দেখা যায়। এই ব্রীজটি মন্মথপুর রেলওয়ে স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্রীজটি মন্মথপুর ও দূর্গাপুরকে আলাদা করেছে। এরপর এটি মন্মথপুরের পাশ দিয়ে বয়ে গেছে। মন্মথপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের পাশে এর একটি ঘাট রয়েছে। আমার নানু বাড়ি মন্মথপুরে হওয়ার কারণে আমি প্রায়ই সেখানে যেতাম।সেখানে ঈদের দিন লোকজন ওযু করেন।তাছাড়া আশেপাশের এলাকার মানুষ এখানে গোসল করেন।গরু- মহিষকে গোসল করান।তাছাড়া নদীর অপর পাশে একটি ইটভাটা রয়েছে। আপনারা যদি কেউ যশাই মোড় দিয়ে আমবাড়ি গিয়ে থাকেন তাহলে আপনারা নদীটি ভালোভাবে দেখতে পাবেন।প্রথমে এই নদীটি মন্মথপুরের একদম পাশ দিয়েই বয়ে যেত।পরবর্তীতে সরকারিভাবে কৃত্রিম উপায়ে নদীটির গতিপথ সামান্য একটু পরিবর্তন করা হয়। কারণ আগে যে জায়গার উপর দিয়ে বয়ে যেত সেটা নাকি একজনের ব্যক্তিগত জমি ছিল।আগের গতিপথে এটি ফিরে এসে গোবিন্দপুরের পাশ দিয়ে বয়ে গেছে। এরপর এটি যশাই হয়ে বছির বাণিয়া দিয়ে ফুলবাড়ি থানায় প্রবেশ করেছে।এই নদীটির গতিপথ সর্পিলাকার।যশাই এলাকায় এটি সোজা না গিয়ে গতিপথ পরিবর্তন করে বাম দিক দিয়ে বছির বাণিয়ায় ঢুকেছে।সেখানেও একটি নতুন সেতু রয়েছে। যেটি মাত্র কয়েক বছর আগে তৈরী করা হয়েছে। আগে সেখানে একটি বাঁশের সাঁকো ছিল।নতুন সেতু হওয়ায় সেখানকার মানুষের অনেক উপকার হয়েছে। তবে ওখানকার পরিবেশও অনেক সুন্দর। অনেকেই সেখানে ছবি তুলতে আসেন ও বিকেলে বসে আড্ডা দেন।
আমাদের এলাকায় এই নদীটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নদী মানবসভ্যতায় বিশেষ ভূমিকা পালন করেছে।প্রথম মানবসভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। বিশেষ করে কৃষিকাজে এই নদীটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুষ্ক মৌসুমে এই নদীতে চাষাবাদ করা হয়। অনেকেই আবার নদীর মাটিতে ঘাসও লাগিয়ে জীবীকা নির্বাহ করছেন।শুষ্ক মৌসুমে এ নদীর পানি অনেকেই জমিতে সেচ দেন।তাছাড়া নদীর পাড়ের মাটি অনেক উর্বর হয়ে থাকে। বন্যার সময় নদীতে থাকা পলিমাটি আশেপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে ফসল ভাল হয়।আমাদের এলাকার গোবিন্দপুরের মাটি বেশি উর্বর হওয়ার কারণে সেখানে ফসলের ফলন খুবই ভাল হয়।তারা ধান ও ভুট্টা চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক ও সবজিও উৎপাদন করেন।একারণে যশাই ও বছিরবানিয়া হাটে সবসময় টাটকা সবজি পাওয়া যায়। তাছাড়া সে এলাকায় নদীর ধারে আম,লিচু,লেবু ও কলার বাগানও রয়েছে। বালুমাটি হওয়ার কারণে লিচুর ফলন খুবই ভাল হয়।এই নদীতে পাটের আঁশ ছাড়ানোর জন্য পাট জাগানো হয়। সুতরাং বলাই যায় আমাদের এলাকায় এই নদীটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একসময় এই নদীটি নাকি খুবই খরস্রোতা ছিল।কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন কারণের কারণে নদীটির প্রবাহ কমে গিয়েছে।শুষ্ক মৌসুমে এই নদীটিতে এখন আর পানি থাকে না। অপরিকল্পিত নগরায়ণ, বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে।এতে করে আমরা কিন্তু পরোক্ষভাবে আমাদেরই ক্ষতি করছি।আমরাই পারি আমাদের দেশের নদীগুলোর বাঁচাতে এবং পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি@patjewell,@ana07 এবং @mile16।
ডিভাইস | রেডমি ১০ সি |
---|---|
ক্যামরা | ৫০ মেগাপিক্সেল |
ফটোগ্রাফার | @tamannafariah |
লোকেশন | ভবের বাজার,পার্বতীপুর |
https://twitter.com/Tamanna21464/status/1696521095258734945?t=noi5HXWUxGMlnPigG1DH2w&s=19
নদী সম্পর্কে অনেক জানা অজানা বিষয় আপনার পোস্ট থেকে জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে ছোট বড় অনেক নদী রয়েছে। এবং আপনি প্রসিদ্ধ সব নদীর নাম পোস্টের মধ্যে উল্লেখ করেছেন। আপনাদের এলাকার নদীটি দেখতে অনেক সুন্দর। আর আপনি ঠিকই বলেছেন এখন প্রায় নদীতে পানি শুকিয়ে যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য আপু।
ধন্যবাদ ভাইয়া।
নদীটির প্রস্থ বেশ বড় লাগতেছে। যমুনা নদীটি আমাদের এলাকা দিয়েও অতিবাহিত হয়েছে। এই নদীর গভীরতা তুলনামূলক অনেক কম। যমুনা নদী কৃষি জমিতে সেঁচ দেওয়ার জন্য বেশি ভূমিকা পালন করে থাকে। আমাদের এলাকায় অনেক মেশিন লাগানোই থাকে পানিতে।নদীর তীরে বাগান গুলো তুলনামূলক আসলেই অনেক ভালো ফল ধরে। নদী নিয়ে সুন্দর লিখেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে অসংখ্য নদ নদী রয়েছে। আপনি আপনার এলাকার নদী সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু। এই ছোট যমুনা নদী সম্পর্কে আমিও শুনেছি। কৃষি কাজের জন্য এই নদীটি অনেক বড় ভূমিকা পালন করে শুনে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি আপনার সাথে একমত, মানব সৃষ্ট কারণে নদীর নদীগুলো তাদের গতিপথ হারাচ্ছে এবং খরস্রোতা নদী গুলো দিন দিন স্রোতের প্রবাহ হারাচ্ছে। একটি দেশের নদীর অবদান বলে বোঝানো সম্ভব না তাই আমাদের প্রত্যেকের উচিত নদীগুলোর গতিপথ এবং গভীরতা সংরক্ষণের জন্য সহযোগিতাপূর্ন মনোভাব পোষণ করা। শেষের ছবিগুলো আমার বেশ পছন্দ হয়েছে আপনার। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।
প্রথমেই আপনার জন্য শুভকামনা রইল আপু। আপনাদের এলাকারই ছোট যমুনা নদীটি নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আরো ভালো লাগলো আপনি নদী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আমি বেশ কয়েকবার যশাই মোড় দিয়ে আম বাড়ি গিয়েছি কিন্তু এ নদীটি তেমনভাবে লক্ষ্য করে দেখা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
You've written a very informative post. It is clear that you did your "homework" on Wikipedia. Well done!
Next time, what you can do is include the link to the article, as it is always nice for Steemians should they want to read more.
Rivers are our source of life and form part of our ecosystem.
Good luck with the contest, and thank you for the invitation.
thank you so much maam..
Pleasure!
আপনার এলাকার ছোট যমুনা নদী নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে।এই নদীটি যশাই যাওয়ার পূর্ব দিকে রাস্তার পাশে।আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।