||Steem Bangladesh Contest - Food|| How To Make Puli cake || Made By @ta21|| 18-04-2021

in Steem Bangladesh3 years ago (edited)

Hello...!!
My Dear steemians,
I am @ta21 from Bangladesh
Today is Sunday, April 18/2021



16.jpg

Today I am going to participate in #Steem-Bangladesh community contest topic Food. Today I will share a recipe cooked myself. Today I will show you recipe of . I mentioned below all the things you will need to make Puli cake
recipe.

এই পুলিপিঠা রান্না করার জন্য আমি যে সকল উপাদান ব্যাবহার করেছি তার একটি তালিকা নিচে দিচ্ছি-

*আটা
*নারিকেল
*দুধ
*চিনি
*লবণ
*তেজপাতা
*দারুচিনি
*এলাচ

১ম ধাপঃ

কড়াইতে পানি দিয়ে পানি ভাল মত ফুটিয়ে লবন ও চালের গুড়া দিয়ে ভাল করে নাড়ুন। নামিয়ে গরম অবস্থাতে হাতে একটু পানি লাগিয়ে ভাল মত খামির তৈরি করুন। হালকা গরম থাকতে থাকতে হাতের তালুর সাহায্যে ঠেসে ঠেসে মোলায়েম করে নিতে হবে ।

1.jpg


২য় ধাপঃ

এরপর গুড় এবং নাড়কেল কোড়া দিয়ে কড়াইতে নেড় নেড় শুকনো হলে পুর বা সেয় তৈরী করে ঠান্ডা করে নিলাম।

2.jpg


৩য় ধাপঃ

এবার অল্প করে আটা নিয়ে রুটির মতো গোলাকার করে গ্লাস বা গোলাকার কিছু দিয়ে গোল করে কেটে বাটির মতো করে তাতে নাড়কেল দিয়ে পুলিপিঠা বানিয়ে নিলাম ।

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9 1.jpg


৪র্থ ধাপঃ

তারপর কড়াইতে দুধ নিয়ে ফুটাতে হবে, দুধ গরম হয়ে ফুটতে শুরু করলে পুলিপিঠাগুলি ছেড়ে দিতে হবে ও মিডিয়াম আঁচে ফুটাতে হবে।
10.jpg

11.jpg

12.jpg

13.jpg


৫ম ধাপঃ

ফুটতে ফুটতে হবে যতোক্ষণ না পুলি হালকা হয়ে ভেসে ওঠে । ভেসে উঠলেই হয়ে যাবে দুধ পুলিপিঠা ।
14.jpg

15.jpg


17.jpg

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।

Sort:  

Wow nice cooking.And it is very tasty to eat.

 3 years ago 

ভাল পোস্ট করেছেন। তবে এরচেয়ে ভাল করার চেষ্টা করতে হবে। মার্কডাউন ব্যবহার বাড়ালে পোস্ট আরও সুন্দর হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61620.03
ETH 3394.18
USDT 1.00
SBD 2.50