ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
আজকে আবারও আপনাদের সঙ্গে ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।নতুন নতুন খাবার খেতে বা নতুন নতুন খাবার টেস্ট করতে সকলের খুব ভালো লাগে ।আর বাঙালি হচ্ছে খুবই খাদ্য রসিক। আমাদের বাঙ্গালীদের বইমেলা বা শিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে খাবার স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকে। সত্যি বলতে শীতকালে যেসকল মেলাগুলো হয় সব মেলাগুলোর থেকে খাদ্য মেলাতে লোকে ভিড় বেশি জমায় ।তাই জন্য দিন যত দিন যাচ্ছে কলকাতার নানান জায়গায় এই খাদ্য মেলার গুরুত্ব তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে সেই নতুন নতুন খাবার যা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। সেই ছবিগুলি আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ।
ডাব আইসক্রিম
নাম শুনেই বোঝা যাচ্ছে ডাবের ফ্লেভারে আইসক্রিম হবে। এই আইসক্রিম খেতে আমার দারুন লাগে। বেশ কয়েকদিন ধরেই আমি এই ডাব আইসক্রিম অনলাইনে অর্ডার দিয়ে খাচ্ছি। যখন রেস্টুরেন্টে আইসক্রিমটা প্রথম অর্ডার করেছিলাম জাস্ট ভালো লেগে গেছিল ভীষণ। টেস্ট দারুন, পুরোটাই ডাবের শাঁস দিয়ে তৈরি ।তার জন্য দারুন খেতে লাগে ।
গন্ধরাজ ফিস
কাবাব মাত্রই খেতে ভীষণ সুন্দর ।এই গন্ধরাজ ফিস কাবাব এর এত সুন্দর টেস্ট, না খেলে বোঝা যাবে না ।এমনকি এত সুন্দর ভাবে গ্রিল করা যেন মুখে দিলেই মনে হচ্ছে মিশে যাচ্ছে। তার সাথে একটা গন্ধরাজের হালকা স্মেল । সব মিলিয়ে কাবাবটি ভীষণ সুন্দর খেতে ।
কলকাতা ফিস ফ্রাই
আমাদের লেকটাউনে বেঙ্গল ধাবা বলে একটি ধাবা রয়েছে ।যেখানে প্রত্যেকটি খাবার আইটেম ভীষণ সুন্দর খেতে ।তার মধ্যে কলকাতা ফিস ফ্রাই খেতে দারুন টেস্ট। আর যেমন টেস্ট দামটাও ততটাই বেশি ।কিন্তু এতটাই ভালো খেতে যে যত দাম বেশি হোক না কেন প্রত্যেকবার গেলেই এই ফিস ফ্রাই খেয়ে থাকি ।
চিকেন স্যান্ডউইচ
মাঝে মাঝেই ক্যাফেতে গেলে চিকেন স্যান্ডউইচ অর্ডার করি ।কারণ চিকেন স্যান্ডউইচ আমার খুবই ভালো লাগে। আর এই স্যান্ডউইচটিও খুব ভালো খেতে ছিল ।
আনারসের সরবত
আমাদের বাড়ির সামনে একটি ক্যাফেতে গিয়েছিলাম সেখানে ইউনিক কিছু সরবত খেতে ইচ্ছা করছিল ।সেখান থেকে আনারসের শরবত নিয়েছিলাম। খেতে খুব একটা খারাপ না লাগলেও বেশ মিষ্টি লেগেছে। সব মিলিয়ে মোটামুটি খেতে ছিল।
ফুচকা
ফুচকা খেতে তো সবাই ভালোবাসে।আমি খুব একটা ফুচকা লাভার নয়। রাস্তাঘাটে খুব একটা আমি ফুচকা খাই না ।আমাদের বাড়ির সামনে ডায়মন্ড প্লাজায় গেলে তখন ফুড কোট থেকে ফুচকা খাই মাঝে মাঝে । ফুচকার আলু যেভাবে মাখতে বলি,সেভাবেই মেখে বেশ করে বলে খেতেও ভালো লাগে ।
ডিভাইস | redmi note9 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দিদি খাবারের ফটোগ্রাফি মানেই কিন্তু লোভনীয়।আপনার আজকের ফুড ফটোগ্রাফি ও বরাবরের মতো অসাধারণ হয়েছে। ডাব আইসক্রিম এই প্রথম দেখলাম।টেস্ট খুব দারুন মনে হয়।ডেকোরেশন তো খুব সুন্দর। গন্ধরাজ ফিস আগেও দেখেছি খেতে হয়তো।বেশ মজার খাবার ছিল সবকটাই।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
আপনার করা ফুড ফটোগ্রাফিগুলি দুর্দান্ত দিদি।দেখেই লোভ লেগে যায় আকর্ষণীয় খাবারগুলো।খাদ্য মেলার গুরুত্ব বাঙ্গালীরাই একমাত্র ভালো বুঝবে বলে আমার মনে হয়।ডাব আইসক্রিম ও গন্ধরাজ ফিসের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে আমার কাছে।আমিও তেমন ফুচকাপ্রেমী নই আপনার মতো।অনেক ধন্যবাদ দিদি।
দিদি আপনি দারুন কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারে ফটোগ্রাফি গুলো খুবই লোভনীয় ছিল। তবে এর মধ্যে সবটুকু আমার প্রিয় এবং ভালোলাগার খাবার হল ডাব আইসক্রিম। এটি খেতে খুবই সুস্বাদু লাগে। আর এমনিতেই বরাবরই আমি ডাব এবং আইসক্রিম দুইটাই পছন্দ করি। এত চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার কথার সঙ্গে আমি একমত পোষণ করছি দিদি আসলেই যদি কখনো মেলা হয় সেটা বইমেলা হোক আর যে মেলাই হোক সব সময়ই ফুড দোকানে অনেক বেশি ভিড় থাকে। মেলায় ঘুরতে গেলে বা অন্য কোথাও ঘুরতে গেলে সব সময় মজাদার মজাদার রেসিপি খাওয়া হয় তবে আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক মজাদার কিছু ফুড ফটোগ্রাফি দেখতে পারলাম দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে আনারসের জুস দেখে মনে হয়েছে অনেক বেশি সুস্বাদু ছিল এই গরমের সময় এরকম এক গ্লাস আনারসের জুস খুবই দরকার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু, আপনি খুবই সুস্বাদু এবং লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা আনারসের শরবত ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশ কয়েক বছর আগে এ ধরনের আনারসের শরবত পান করেছিলাম। খাবারের অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দিদি কি আর বলবো ডাব আইসক্রিম দেখে তো অনেক লোভ লেগে গেছে। সত্যি ডেকোরেশনটা যেমন সুন্দর ডাব আইসক্রিমের খেতেও দারুন হবে। কিন্তু পাব কোথায় খাওয়ার জন্য। এছাড়া অন্যান্য খাবারের ফুড ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন অনেক লোভ লেগে যায় দেখলে।
আপু আপনার ফুড ফটোগ্রাফি দেখে তোমার জিভে জল চলে এসেছে। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর রংবেরঙের খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
ডাবের ফ্লেভারে আইসক্রিম ভাবতেই কেন জানি জিভে জল চলে এসেছে দিদি😋। যদিও কখনো এই ফ্লেভারের আইসক্রিম খাওয়া হয়নি। তবে বিভিন্ন রকমের আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে সত্যিই ভালো লেগেছে। তবে আপনার মত আমিও খুব একটা ফুচকা লাভার নই। খুবই কম খাওয়া হয় ফুচকা।
দিদি ভাই, মাঝরাতে খাবারের ছবিগুলো দেখছিলাম আর মনে মনে মুখ নাড়ছিলাম। অদ্ভুত রকমের তৃপ্তি পেলাম বিশেষ করে ঝাল খাবারের আইটেম গুলো মানে ফিশ ফ্রাই দেখে।
দিদি আপনি ঠিকই বলেছেন আমার বাঙালি খেতে বেশি পছন্দ করি। যেকোনো অনুষ্ঠান হোক না কেন বইমেলা বলুন বা পুজো খাবারের দোকানে সব সময় লোকের ভিড় সব থেকে বেশি থাকে। খাবারে যতই দাম হোক না কেন আমাদের সেটা খেতেই হবে কারণ আমরা বাঙালি খেতে পছন্দ করি। ডাবের যে আইসক্রিম হয় এটা আজ জানতে পারলাম এটি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। খাবারের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে দিদি। এত সুন্দর খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।