স্মৃতির পাতা থেকে লেখা আমার একটি কবিতা : "পার্থক্য"।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আজ আমি আবার আপনাদের সাথে আমার একটি কবিতা শেয়ার করলাম।


এই কবিতায় বাস্তবের কিছু ভালোবাসার ধরন কে তুলে ধরেছি। এখানে দুই বন্ধুর মধ্যে তার ভালোবাসা এবং ভালোলাগার যে কথোপকথন তা নিয়ে আমার এই কবিতা। জানিনা আমার এই ভাবনা কতটা ঠিক বা ভুল তবুও মনে হলো তাই লিখে ফেললাম। কেমন লাগলো একবার আমাকে জানাবেন। অপেক্ষায় রইলাম।


WhatsApp Image 2021-11-15 at 7.58.52 PM.jpeg

কবিতা প্রসঙ্গে আমারই আঁকা একটি চিত্র


পার্থক্য


ভালোলাগা আর ভালোবাসা শব্দ দুটোর মানে আজকাল একই।
দু'দিনের কথোপকথনে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখাটাও এখন ট্রেন্ড।


সো-কলড ভালোবাসার মানুষটাকে ইমপ্রেস করার জন্য আত্মসম্মান হারিয়ে ফেলাটাও আজকাল এডজাস্টমেন্ট


কাউকে ভাল লাগার অর্থ ভালোবাসা নয়, বন্ধু!
তাই তো এক বাঁধন ছেড়ে অন্য বাঁধনে জড়িয়ে পড়াটা আজকাল এনজয়মেন্ট।


সত্যি বলতে, ভালোলাগা পাহাড় অব্দি টেনে নিয়ে গেলেও ভালোবাসা তো এভারেস্ট ছোঁয়ায় আনন্দ দেয় বন্ধু !


ভালো লাগাতে বেছে নেওয়ার চাবিকাঠি থাকলেও ভালোবাসাতে কেবল একজনকে ভালো রাখার নিঃস্বার্থ প্রতিশ্রুতি থাকে।


রংচং-এ দুনিয়ায় ছবিতে দেখে ভালো লেগে যাওয়া মেয়েটিকে, অনলাইনে লাভ ইউ আর অফলাইনে ব্রেকআপ বলাটাই আজকাল রিয়েলিটি।


সত্যি কারের ভালোবাসা সবাই খুঁজে পায় না, আর যারা পায় তারা তার মর্ম বোঝে না।


ভালোবাসার শব্দটার মানে যেদিন বুঝবি !
সেদিন সবার খুশিতে নিজের ভালো থাকা খুঁজে পাবি ।


সত্যি বলতে ভালোবাসার সঠিক ব্যাখ্যা তো কারোরই জানা নেই, কিন্তু একটা কথা সত্যি।


"ভালোবাসা" কোনো অস্থায়ী অনুভূতি কিংবা আবেগ নয় তবে প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা চিরস্থায়ী।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এটি একটি খুব সুন্দর পেইন্টিং এখানে আমাদের সাথে ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাল লাগা থেকেই ভালোবাসার জন্ম হয়।আপু খুব সুন্দর একটি কবতা লিখেছেন কবিতাটি পরে আমার একজনের কথা খুব মনে পরছিল কিন্তু সে এখন নেই অনেক দূরে।যাইহোক অনেক সুন্দর হয়েছে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

আমারও পুরানো কিছু কথা থেকেই কবিতাটি মনের মধ্যে এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথম দেখায় হয়তো এটা ভালো লাগা কিন্তু ভালোবাসা সৃষ্টি হয় না। একটু মুখ মিষ্টি করে কথা বললে সবাই ভাবে যে সম্পর্ক গভীর হয়ে গেছে। ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। এটা কিন্তু না

হ্যাঁ সত্যি কারের ভালোবাসা সবাই খুঁজে পাইনা আসলে পেয়ে হারানোর কষ্ট টা অনেক। আসলে কেউ পায় বা আবার কেউ চেয়েও পায় না।অনেক ভাল ছিল কবিতা টি

 2 years ago 

আবার অনেকে আছে সত্যি কারের ভালোবাসা ধরেও রাখতে পারেনা। অনেক ধন্যবাদ আপনাকে।

আপু কবিতার প্রসঙ্গে আপনার চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। পড়ে অনেক ভালো লাগলো। ভালোলাগা ও ভালোবাসা সবেই নিজেদের উপর। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভালোলাগা এবং ভালোবাসা সবটাই নিজেদেরই ওপর। আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো দিদি।কবিতার প্রতিটি লাইন আমার খুব ভালো লেগেছে। এবার চিত্র আঁকা সুন্দর হয়েছে। ঠিকই সত্যি কারের ভালোবাসা খুঁজে পাই না আর পেয়ে হারানোর কষ্ট অনেক বেশি।অনেক সুন্দর হয়েছে কবিতাটি আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি

 2 years ago 

আসলে এখন ভালোলাগা আর ভালোবাসা এই কথাটা বুঝে উঠতে অনেক মানুষের অনেক সময় লেগে যায়। আপনাকেও অনেক ধন্যবাদ দিদি।

দিদি আপনার কবিতাটা খুব ভালো লাগলো আর আর্টটিও ভালো করে একেছেন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দিদি আঁকার সাথে সাথে কবিতাটি বেশ চমৎকার লিখছেন।আসলে ভালোবাসা কোনে অর্থবহে অর্থ নাই।আর্টে র সাথে সাথে কবিতাটি অনেক দারুণ ভাবে উপস্থাপনা করছেন।।অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

আসলে ভালোবাসা আর ভালোলাগা দুটোই আলাদা। এটা বুঝে উঠতেই মানুষের অনেক সময় লেগে যায়। আপনাকেও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60719.63
ETH 2911.16
USDT 1.00
SBD 3.59