mojo cafe- তে একদিন

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে mojo cafe- এর ফুড রিভিউ শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে।


গতকাল একটি ক্যাফেতে গিয়েছিলাম ।রাস্তা দিয়ে বহুবার যেতে এই ক্যাফেটি চোখে পড়েছে।কিন্তু কখনো এর ভিতরে যাওয়া হয়নি। আমার বরাবরই চা-কফি প্রিয়। এটা আমি বহুবার বহু পোস্টে বলেছিলাম ।কিন্তু এটাও আমার রোজকার অভ্যাস ।চা বা কফি বিকেলবেলা করে খাওয়া। তাই জন্য যে জায়গাটি রোজ আমার চোখে পড়ে সেই ক্যাফেতেই গেলাম।

WhatsApp Image 2024-05-20 at 23.32.30_9dc87098.jpg


ক্যাফেটা একটু ভেতরের দিকে ছিল ।কিন্তু যাওয়ার পর ক্যাফের বাইরের ডেকোরেশন দেখে সত্যি বলতে খুব ভালো লেগেছে ।

WhatsApp Image 2024-05-20 at 23.32.30_a9504c2a.jpg


একেবারে কলকাতার ক্যাফের ডেকোরেশন এর মত আর লোকজনে ভর্তি ।এরম একটা জায়গাতে যে এত লোক আসে এটা না দেখলে বোঝা যাবে না। কারণ জায়গাটি একেবারেই ভেতরের দিকে ছিল তাই জন্যই এটা আমার বলা ।

WhatsApp Image 2024-05-20 at 23.32.28_ce9d28bb.jpg

WhatsApp Image 2024-05-20 at 23.32.31_81e0f8b5.jpg



আর ডেকোরেশন তো ভীষণই সুন্দর ।আমরা যাওয়ার সাথে সাথেই অর্ডার নিতে এসেছিল ।সেখান থেকে আমরা সুপ, ড্রাই চিলি চিকেন ,আর মোমো ,তার সাথে ডাব মজিটো অর্ডার করেছিলাম ।

WhatsApp Image 2024-05-20 at 23.32.31_18ff3157.jpg

অর্ডার দেওয়ার সময় এরা একটু যেটা আগে দেওয়ার কথা সেটা পরে দিয়ে দিচ্ছিল ।এই বিষয়টা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ প্রথমে স্যুপ দেওয়া হয় প্রতিটা জায়গাতেই ।এখানে সবার প্রথম মোমো দিয়েছে। তারপর চিকেন দিয়েছে। তারপর সবশেষে স্যুপ দিয়েছে ।

WhatsApp Image 2024-05-20 at 23.32.32_ddc6863b.jpg

WhatsApp Image 2024-05-20 at 23.32.32_597e7345.jpg


মোমো বাদ দিয়ে কোনো খাবারই খুব একটা ভালো লাগেনি। যতটা দেখে মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে আর ততটা একেবারেই ভালো লাগেনি। তবুও যা হোক করে খেয়েছি।

WhatsApp Image 2024-05-20 at 23.43.13_bccd4eba.jpg

এখানের ডেকোরেশন সুন্দর ঠিকই কিন্তু আমার মনে হয় যে খাবারের মান ভালো হলে আরো ভালো হতো। তাই যদি এই ক্যাফেটিকে রেটিং দিতে বলা হয় তাহলে আমি ১০/৬.৭ দেবো



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 months ago 

ওয়াও! খাবার গুলো দারুন আপু বেশ ভালো লেগেছে দেখে। তবে আফসোস হলো এত খাবার অর্ডার দিয়ে আপনার ভালো লাগেনি খাবার খেয়ে। যাক ভালো না লাগলেও খেতে হবে যেহেতু অর্ডার করে দিলেন। তবে মোজো ক্যাফের রেস্টুরেন্টের ডেকোরেশন টা মোটামুটি সুন্দর আছে। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালেন এবং সেই বিষয়গুলো আপনি বিস্তারিত তুলে ধরলেন অনেক ভালো লাগলো।

 3 months ago 

দিদি প্রথমে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন দিদি। যাইহোক আপনি দাদার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। রেস্টুরেন্টটি দেখতে সত্যি অনেক সুন্দর। খাবারের মান আরেকটু ভালো হলে সত্যি অনেক ভালো লাগতো। অনেক ভালো লাগলো দিদি আপনাদের দুজনকে দেখে।

 3 months ago 

প্রতিটা খাবারের ফটোগ্রাফি তো খুবই লোভনীয় লাগছে দেখতে। তবে আপনি বললেন খেতে ভালো হয়নি। আসলে কিছু কিছু খাবার দেখতে সুস্বাদু হলেও খেতে খুব একটা ভালো লাগে না। ক্যাফের ডেকোরেশন টা সত্যিই অসাধারণ। মুগ্ধ হলাম ডেকোরেশন টা দেখে। ধন্যবাদ দিদি এতো সুন্দর ভাবে এই ক্যাফেটির রিভিউ টা দেওয়ার জন্য।

 3 months ago 

cafe টা ভেতরের দিকে হলেও খাবার যদি ঠিকঠাক হতো তাহলে কোন সমস্যা হতো না। প্রথমত খাবার উলটপালট করে দিয়েছে। অর্থাৎ প্রথমটা শেষে এবং শেষেরটা প্রথমে দিয়ে দিয়েছে, যেটা অবশ্যই ঠিক নয়। তারপর আবার তুমি বলছো যে, মোমো ছাড়া কোন খাবার ঠিকঠাক মতো ভালো লাগেনি তোমাদের কাছে। তাহলে তো একটা সমস্যা । যাই হোক, ভেতরের পরিবেশটা খুব ভালো, এইটুকু দেখে একটু শান্তি পাওয়া গেল।

 3 months ago 

ক্যাফেটার ডেকোরেশন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এককথায় দারুণভাবে সাজিয়েছে পুরোটা ক্যাফে। তবে খাবারের মান ভালো না হলে তো এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে টিকে থাকতে পারবে না। মোমো আমার ভীষণ পছন্দ। সব জায়গাতেই স্যুপ আগে দেওয়া হয়, কিন্তু তারা একেবারে উল্টো কাজ করেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 months ago 

mojo ক্যাফের ডেকোরেশন দেখে একদম চোখ ছানাবড়া হয়ে গিয়েছে, দিদিভাই। সময়টা যে সেখানে আপনারা দারুণ কাটিয়েছেন , তা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছি। জীবন হোক আনন্দময়, দুজনের জন্যই শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 3 months ago 

আপু শুরুটা যেভাবে করেছিলেন শেষটা সেভাবে হলো না। ক্যাফের ডেকোরেশনটা সত্যিই মুগ্ধ করার মত ছিল। কিন্তুু তাদের খাবারের মান এমন হবে সেটা বুঝতে পারি নাই। যায়হোক শুধু ডেকোরেশন দিয়ে তো কাস্টোমার ধরে রাখা যাবে না। কাস্টোমার আনতে হলে খাবারের স্বাদ বাড়াতে হবে। ধন্যবাদ।

 3 months ago 

ক্যাফের ডেকোরেশনটা সত্যিই সুন্দর। এরকম চমৎকার পরিবেশে বসে খেতে ভালো লাগারই কথা। তবে খাবার পরিবেশন করার ব্যাপারটাতে তারা আসলে গোলমাল করে ফেলেছিলো। সুপটা উচিত ছিলো তাদের প্রথমে দেয়া। আর আপনাদের কলকাতার চিলি চিকেন মনে হয় খুব বিখ্যাত। কলকাতায় গেলে অবশ্যই চিলি চিকেনটা ট্রাই করে দেখবো। খাবারটা দেখেই মনে হয় খেতে দারুণ হবে। দুজনে মিলে সময়টা যে বেশ ভালোই কাটিয়েছেন সেটা ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে দিদি।

 3 months ago 

ক্যাফের ডেকোরেশনটা সত্যিই সুন্দর দেখা যায়। দুইজন মিলে নিরিবিলিতে সময় কাটানোর সুন্দর একটি জায়গা। তবে খাবারের মান এত লো কেন বুঝলাম না। যায়হোক আশা করি দাদাকে নিয়ে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56