কলেজ স্ট্রিটে শাড়ি কিনতে

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ কলেজ স্ট্রিট এ শাড়ি কিনতে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।


বেশ কিছুদিন ধরে শাড়ি কিনতে যাবো ভাবছিলাম। কিন্তু কেনা আর হয়ে উঠছিল না। শাড়ি পড়তে আমার খুব ভালো লাগে ।কিন্তু শাড়ি কিনতে গেলে বুঝতে পারি না আসলে সেভাবে শাড়ির কাপড় এখন ও চিনে উঠতে পারিনি, কারণ এর আগে আমি যতবার শাড়ি কিনতে গেছি যেটাই পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি প্রথম দেখাতে সেটা কখনোই আমার মায়ের পছন্দ হয় না🤭 ।আর মায়ের পছন্দ না হলেই আমারও আবার পছন্দ হয় না। তাই আমাকে আবার দ্বিতীয়বার শাড়ি চেঞ্জ করতে হয়। তবে যাই হোক অনেকদিন ধরেই শাড়ি কিনবো ভেবেছিলাম তাই কালকে শাড়ি কিনতে গিয়েছিলাম। আসলে এই মাসে আমাদের বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান আছে আর সেগুলো খুব স্পেশাল।তার জন্য শাড়ি পরবো ভেবেছি।

WhatsApp Image 2023-07-07 at 2.38.26 AM.jpeg

গত কয়েকদিন ব্ল্যাকস এর বেশ জ্বর ছিল। তাই দেখা হয়নি অনেকদিন। গতকাল ও একটু সুস্থ বোধ করায় ভেবেছিলাম যে শাড়ি কিনতে যাবো । তাই সন্ধ্যে বেলা বেরিয়ে কলেজ স্ট্রিট আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে শাড়ি কিনতে গিয়েছিলাম। এর আগেও আমি এই দোকান থেকে শাড়ি কিনেছি ।আমার খুব ভালো লাগে এখানকার শাড়ি ।কারণ যে দামে শাড়ি দেখাতে বলি। সেই দামের মধ্যেই শাড়ি দেখিয়ে দেয় । এখানকার প্রত্যেকটি লোকের ব্যবহার খুবই ভালো। এবং তাদের পছন্দ খুব ভালো ।তাদেরকে যে ধরনের শাড়ি দেখাতে বলা হয় তার মধ্যে সবথেকে বেস্ট শাড়িগুলো দেখায় এবং এক দেখাতেই শাড়িগুলো পছন্দ হয়ে যায়।

WhatsApp Image 2023-07-07 at 2.38.27 AM.jpeg


প্রথমে আমি সিল্কের মধ্যে শাড়ি দেখছিলাম আর লাল রঙের শাড়ি কেনার ইচ্ছা ছিল তাই লাল রঙের শাড়ি দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ করে নীল রঙের শাড়ি পছন্দ হয়ে যায় আর যেহেতু সেটা ব্ল্যাকসের পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম। আর একটা শাড়ি কেনার পর সেম শাড়ি কিন্তু কালার আলাদা আরেকটা মেরুন রঙের শাড়ি তনুজাদির জন্য নিয়েছি । সামনেই একটা অনুষ্ঠান আছে ইচ্ছা আছে একই শাড়ি দুজনে মিলে পড়বো । দুটো শাড়ি কেনার পরও আরেকটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছিল। তাই আরেকটা শাড়ি ও কিনে নিয়েছিলাম সেই শাড়িটাও ভীষণ সুন্দর।


WhatsApp Image 2023-07-07 at 2.34.26 AM.jpeg

কুড়ি পচিশ মিনিটের মধ্যে শাড়ি কেনা হয়ে গেছিল। তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম শাড়ি কিনে।যেহেতু বর্ষাকাল মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আমাদের। আর অপেক্ষা করার জন্যই একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম।যাতে বৃষ্টিটাও থেমে যায় তার সাথে আমাদের কিছু খাওয়া আর আড্ডা ও হয়ে যায় ।

WhatsApp Image 2023-07-07 at 2.34.03 AM.jpeg

যেহেতু হালকা খাবারই খেতে ইচ্ছা করছিল। তাই প্রথমে একটা চিকেন নুডলস সুপ আর তার সাথে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। মোটামুটি খাবার টেস্টটা ভালই ছিল।খাওয়া দাওয়া করে আধঘন্টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। ততক্ষণে বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেছিল। এভাবে গতকালটা বেশ শপিং করে খাওয়া দাওয়া করে সুন্দর একটা বৃষ্টি ভেজা সন্ধ্যে কাটালাম।

WhatsApp Image 2023-07-07 at 2.23.23 AM (2).jpeg

WhatsApp Image 2023-07-07 at 2.23.23 AM (1).jpeg

WhatsApp Image 2023-07-07 at 2.23.23 AM.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 last year 

মার্কেটে শাড়ি কিনতে গিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। ধীরে ধীরে শাড়ি কিনতে কিনতে এক সময় অরজিনাল জিনিসটাই চিনে ফেলবেন। তখন আপনার বাবা-মা দুজনেই পছন্দ করবে। মার্কেট করে রেস্টুরেন্টে গিয়ে কোন কিছু না খেলে মার্কেটিং এর পূর্ণতা আসে না।ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

দিদি শাড়ীও কিনলেন আবার খাবারও খেলেন। বেশ ভালোই তো রথও দেখলেন আবার কলাও বেচলেন।আসলে আমি পোস্টটি পড়তে পড়তে ভাবছিলাম কয়টি জানি শাড়ি আজ কেনা হয়ে যায়। না দেখলাম যে ৩টি শাড়িতেই বাজিমাত। তবে দোকানের শাড়ি গুলো কিন্তু প্রতিটি বেশ সুন্দর লাগছিল। আমি গেলে মনে হয় সবগুরো শাড়ি না নিয়ে আসতে পাড়তাম না। তবে আপনার কিনা প্রতিটি শাড়ির কালারই বেশ সুন্দর।

 last year 

মার্কেটে গিয়েছিলাম শাড়ি কেনার উদ্দেশ্যে সেখান থেকে বেশ কিছু সুন্দর আনন্দঘন অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাশাপাশি একটি রেস্টুরেন্টে দাদার সাথে খাওয়া-দাওয়ার মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলে ছিল অনেক সুন্দর একটি পোস্ট। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 last year 

বেশ তিনটি শাড়ি কিনলেন দিদি।দুটো আপনার আর একটি দিদির জন্য।দুজনকেই সুন্দর লাগবে পরলে।কালারগুলো সবটাই বেশ সুন্দর। কেনাকাটা অল্প সময়েই হয়ে গেলো। এরপর রেস্টুরেন্টে বসে দুজন মিলে সামান্য খাওয়া -দাওয়া করে বেড়িয়ে গেলেন।খুব সুন্দর লাগছে দুজনকেই।মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।শুভকামনা রইলো দুজনের জন্য ই।

 last year 

শাড়িগুলো বেশ সুন্দর।আমার ও একই অবস্থা,সব কেনার অভ্যাস আছে কিন্তু এই শাড়ি কেনার অভ্যাস একেবারেই নেই।তবে আপনি কিন্তু বেশ সুন্দর ই কিনেছেন শাড়িগুলো।যাক,ব্ল্যাক্স ভাই কিছুটা সুস্থ জেনে ভালো লাগলো।

 last year 

দিদি শাড়ি গুলো সত্যিই খুব সুন্দর। আসলে কিছু কেনার পর বাসায় নিয়ে গেলে যদি কেউ সাপোর্ট না করে,তাহলে সেটা আর ভালো লাগে না। এই অভ্যাসটা আমারও আছে। গত পরশুদিন আমার ওয়াইফকে নিয়ে শাড়ি সহ আরো কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। যাইহোক আপনারা শপিং করে খাওয়া দাওয়া করলেন। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। দাদাকে সুস্থ দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

মাত্র কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে তিনটা শাড়ি কিনে ফেললেন দিদি! এত তাড়াতাড়ি কি সত্যিই মেয়েদের শপিং শেষ হওয়া সম্ভব ? তবে যাই হোক শপিং এবং রেস্টুরেন্টে হালকা খাওয়া-দাওয়া এবং সাথে বৃষ্টি ভেজা সন্ধ্যা সব মিলিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন দিদি। আপনাদের সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি, শুভকামনা রইল আপনার জন্য ও ব্ল্যাকস দাদার জন্য।

 last year 

দ্বিতীয়বার শাড়ি পরিবর্তন করতে হয় শুনে বেশ হাসি পেয়েছিলো আমার দিদি, সত্যি বলছি আমার অবস্থা আরো বেশী খারাপ। মোটেও শপিং করা পছন্দ করি না কিন্তু তবুও কিছু কিনলে সেটা আবার বউয়ের পছন্দ হয় না, বলে আমার পছন্দ নাকি একদমই খারাপ হি হি হি। খাবারের দৃশ্যগুলো দারুণ ছিলো, স্বাদের খাবার সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ

 last year 

দিদি ভাই, কথায় আছে শাড়িতেই নারী। তাছাড়া ছোট দাদার পছন্দের তারিফ করতে হয়, নীল রঙে আপনাকে বেশ ভালই মানাবে।

শুভেচ্ছা রইল আপনাদের জন্য 🙏

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62