আমার কবিতার খাতা থেকে:বিশ্বাস।।১১ মার্চ ২০২৪
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি বলছি না যে শহরের সব ধুলো মেখে
তুমি আমার সামনে দাঁড়াও
আমি চাই তুমি যেমন সেরকমই আমার কাছে এসো,
আমাকে দেখানোর দরকার নেই তুমি
আমার জন্য "আস্ত একটা পাগল"।
আমি সব রকম ভাবেই তোমাকে দেখেছি
তুমি আসলেই সময়ের সেরা উন্মাদ
তোমার প্রতিটি পদক্ষেপে আছে পাগালমি
আর দুরন্ত সাহসের ঝলকানি।
একদিন শেষ বিকেলের আলোয়
যখন কিপটে আলো তোমার মুখে পড়লো
আমি দেখলাম তোমাকে আর কেঁপে উঠলো
আমার হৃদয়,হঠাৎ আমার মনে হলো
তুমি শতাব্দীর সেরা ব্যর্থ প্রেমিক।
কিন্তু বিশ্বাস করো তুমি এমন একজন
যেখানে আমি বাঁধা পড়লাম চিরতরে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দিদি কবিতার চরন গুলো অনেক ভালো ছিল ৷ বলতে গেলে কবিতা হলো মনের না বলা কথা যা গোপনে থাকে ৷ তবে সেটা প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে ৷ অনেক কিছু বোঝার ছিল কবিতাটি তে ৷ তবে আমার কাছে শেষ তিন লাইন অনেক ভালো লেগেছে ৷
আসলে কবিতার মধ্যে যে অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেন সেই অনুভূতিটা জীবনের স্মৃতিময় ভালবাসার সেরা অনুভূতি। আজকে সেটাই প্রকাশ করলেন কবিতার মধ্যে খুবই ভালো লাগলো। যেখানে ভালোবাসার আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন ধরনের পাগলামির মুহূর্তের স্মৃতিচারণ অনেক ভালো লেগেছে কবিতাটি পড়ে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকের এই কবিতাটি এক কথায় অসাধারণ একটি কবিতা। আসলে প্রেমিক মানুষ গুলোই কেমন যেন একটা পাগলের মত। যে পাগলের পাশে তার প্রিয় মানুষটি থাকলে সেই পাগলের কাছে কোন বাঁধাই কঠিন বলে মনে হয় না। আসলে ভালোবাসার মানুষটি যতই পাগলামি করুক না কেন সেই মানুষটি আমাদের কাছে সব সময় স্পেশাল। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোবাসার মাঝে পাগলামি না থাকলে কিন্তু ভালো লাগে না।কবিতাটি দারুন লিখেছেন দিদি।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
দিদি, আজকের কবিতাটি অসাধারন হয়েছে। আসলে নিজের কাছের মানুষকে নিজের মত করে পাওয়ার মাঝে অন্যরকম একটি আনন্দ কাজ করে, সেই বিষয়টি কবিতায় ছিলো, সেই সাথে ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস থাকাও প্রয়োজন। আপনার কবিতায় অনেক গভিরতা ছিলো দিদি, যারা একবার হলেও প্রেমে পরেছিলো তারা ঠিক বুঝতে পারবে।। ধন্যবাদ আপনাকে।।
দিদি আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি কবিতাটি লেখার চেষ্টা করেছেন। বিশ্বাস কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। উপরের লাইন গুলো বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইল।
ভালোবাসা থাকলে সত্যিই দেখানোর কোনো প্রয়োজন পরে না,সবটাই জানা হয়ে যায়।কি দারুণ মিষ্টি কবিতা!
আহা দিদি! ব্ল্যাক্স দাদার পর আপনার কবিতা পড়ে সেই লেভেলের ফিল পেলাম দিদি। এমন কবিতাগুলো পড়তেই ভালো লাগে। আমি নিজেও এভাবে কবিতা লেখার চেষ্টা করি। দারুণ ছিল আজকের কবিতাটি দিদি 🌼
ভালোবাসার মধ্যে একটু একটু পাগলামি না থাকলে জমে না। দিনশেষে আমরা সবাই চাই ভালোবাসার মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসুক। তবে পাগলামির পাশাপাশি, ভালোবাসার মানুষকে একেবারে নিজের করে পাওয়ার জন্য বুক ভরা সাহসও থাকতে হয়। তাহলেই তো ভালোবাসার মিলন হয়। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই ভালোবাসা টিকে থাকুক অনন্তকাল, যুগ যুগ ধরে, বলতে গেলে আমৃত্যু, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি দিদিভাই।
দারুন লিখেছেন কবিতাটি।