Cc1 এ কাটানো কিছু মুহূর্ত।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে Cc1 এ কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।


দুদিন পরেই রাখি ।রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি অন্যান্য হিন্দু উৎসবের থেকে অনেকটাই আলাদা। এই উৎসবটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা ও স্নেহের উৎসব। ভারতে এই উৎসবটি পৌরাণিক কাল থেকেই পালিত হয়ে আসছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এইদিন বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গলের জন্য তাদের হাতে রাখী পড়িয়ে থাকে। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।হিন্দু ,মুসলিম , জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।আর এই বছর রাখি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড তার একটা স্পেশাল কারণ আছে এখন সেগুলো বলতে পারলাম না পরে কখনো বলবো। তাই আজ ভাইদের জন্য কিছু কেনাকাটা করবো বলে শপিং মলে গেলাম।এই রাখি উপলক্ষে ওদের আমি এক এক বছর এক এক রকমের উপহার দিই ,মাঝে মাঝে নিজের হাতে বানিয়েও কিছু দিই কিন্তু এই বছর আমার পরীক্ষার কারণে সেইভাবে কিছু বানানোও হলো না তাই জন্যই ওদের কিছু কিনেই দিতে হলো।

WhatsApp Image 2022-08-09 at 10.24.14 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-09 at 10.24.19 PM.jpeg



যেহেতু হাতেও আর সময় নেই তাই জন্য আজকেই Cc1 এ গেলাম, গিয়েই সবার প্রথমে প্যান্টালুনসে ঢুকলাম।সেখানে গিয়ে দুটো জামা ওদের জন্য পছন্দ করে কিনলাম।আর আমার এই দুই ভাইয়ের পছন্দ নিয়ে অনেক ব্যাপার আছে। এর একরকম পছন্দ হয় তো আর একজনের ওরম পছন্দ হয় না তাই জন্য ওদের জন্য দেখে শুনেই সময় নিয়েই কিনতে হলো।


WhatsApp Image 2022-08-09 at 10.27.33 PM.jpeg

WhatsApp Image 2022-08-09 at 10.24.18 PM.jpeg


শপিং করতে গিয়েছি ,কিন্তু কিছু খাবো না তা তো হয় না তাই সেখান থেকে বেরিয়ে বার্গার কিংএ বার্গার খেতে ঢুকলাম। আমি আগেই বলেছিলাম এই বার্গার কিংএর বার্গার খেতেই আমার ভীষণ ভালো লাগে, এছাড়া আমি অন্য কোথাও বার্গার আমি খাই না একমাত্র এখানে এলেই খাই।এছাড়াও এখানে সবচেয়ে বেশি ভালো লাগে চিকেন এর উইংস ,এখানে চিকেন উইংসের একটাই স্পেশালিটি আছে সেটা হচ্ছে চিকেনের চামড়া সহ খুব সুন্দরভাবে গ্রিল করে দেয় যেটা খেতে খুবই টেস্টি হয় সেটাও নিলাম। তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। খাওয়া-দাওয়া শেষে পুরো শপিং মলটা একটু ঘুরলাম তারপর একটা জায়গায় বসে কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে এলাম।


WhatsApp Image 2022-08-09 at 10.24.16 PM.jpeg

WhatsApp Image 2022-08-09 at 10.24.20 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-09 at 10.24.20 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

পুর্ণিমার দুই দিন পুর্বেই কেনা-কাটা করে ফেললেন এটা অবশ্যই ভাল উদ্যোগ ছিল । এর পুর্বে রাখি বন্ধন উৎসব দূর থেকেই দেখে এসেছি । এবার মনে হচ্ছে আমি কিছুটা এই উৎসবের নিকটবর্তী হতে যাচ্ছি ।
বাইরে কোথাও গেলে অল্প একটু হলেও খাও্যা-দাওয়ার অপশোন না থাকলে কেমন জানি অপুর্ণতা থেকে যায় । কিছু পছন্দের কিছু খেয়ে তৃপ্তি নিয়ে বাড়ি ফেরা যায় অবশ্য ।

 2 years ago 

সত্যিই রাখি পূর্ণিমা উৎসবটি ভিন্ন ধরনের।যেখানে কোনো ধর্মের ব্যাপার নেই।ভাইবোনের মধ্যে চিরস্থায়ী ভালোবাসার গভীর এক বন্ধন।দিদি স্পেশাল কারণ জানার অপেক্ষায় রইলাম, যদিও একটু আন্দাজ করতে পারছি তবুও।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি রাখি পূর্ণিমা আমাদের বাঙালি সমাজের একটি ঐতিহ্যবাহী উৎসব। আর এই উৎসবকে সামনে রেখে আপনি দারুন কিছু কেনাকাটা করেছেন।Cc1 এ কাটানো মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বোনেরা ভালোবেসে ভাইদের রাখি পড়ায়, এই উৎসবটি অনেক সুন্দর একটি উৎসব। আপনি এই উৎসবকে কেন্দ্র করে অনেক কিছু কেনাকাটা করলেন। সত্যিই আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে, মুহূর্তটা ছিল অসাধারণ।

 2 years ago 

রাখি পূর্ণিমা উৎসব আমার কাছে খুব ভালো লাগে। এতে করে আমার মনে হয় ভাইবোনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আপনি আপনার ভাইদের জন্য সুন্দর কেনাকাটা করার সাথে ভালো খাবার খেয়ে সুন্দর একটি সময় পার করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু Cc1 আপনি সেখানে গিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে।এভাবে কাউকে উপহার দিতে আমার কাছেও খুব ভালো লাগে। যাই হোক আপনাকে অগ্রিম রাখি বন্ধনের শুভেচ্ছা। এবং স্পেশাল কারণ জানতে চাওয়ার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

দিদি আমার জন্য কি কিনলেন , আমি কি আপনার ভাই না । আমার কিন্ত আবদার থাকবেই। আপনার ভাইদের জন্য শুভেচ্ছা রইল। এমন দিদি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

 2 years ago 

দাদা আপনি আগে কলকাতায় এসে দেখা করুন আমাদের সাথে।আপনার জন্য উপহার তোলা রইল❤️ ।

 2 years ago 

একদিন অবশ্যই দেখা হয়ে যাবে দিদি । আপনার কথা শুনে বেশ খুশি হয়েছি । 🙏😊

 2 years ago 

ভাই বড় ধন রক্তের বাঁধন। ফ্যান্টম দাদার অনুপ্রেরণা ও আগ্রহে আমার বাংলা ব্লগে রাখি বন্ধন উৎসবকে ঘিরে এক অন্যরকম আমেজ বিরাজ করছে। ভাই বোনের বন্ধন চিরদিন অটুট থাকুক। আপু সত্যি আপনার লেখাটি পড়ে আবেগে আপ্লুত হয়ে পড়লাম। ভাইয়ের জন্য কেনা কাটা করতে গেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই বোনের সম্পর্ক আরো মধুর হোক এই কামনা করছি।

 2 years ago 

এই না হলো প্রকৃত বোন, রাখির দারুণ প্রস্তুতি নেয়ার জন্য শপিং এ। আমার কাছে কিন্তু বাহিরের চমৎকার দৃশ্যগুলো বেশ ভালো লেগেছে, দারুণ একটা পরিবেশ চারপাশে। তবে খাবারের বিষয়ে কিছু বললো না, আগে তো খেতে দিতে হবে তাই না? হা হা হা।

 2 years ago 

রাখি পূর্ণিমা উৎসবটি ভিন্ন ধরনের।যেখানে কোনো ধর্মের ব্যাপার নেই।ভাইবোনের মধ্যে চিরস্থায়ী ভালোবাসার গভীর এক বন্ধনের জন্যই এ উৎসব ।আর এই উৎসবকে সামনে রেখে আপনি দারুন কিছু কেনাকাটা করেছেন।Cc1 এ কাটানো মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66137.63
ETH 3161.38
USDT 1.00
SBD 4.13