কমেন্ট মনিটরিং রিপোর্ট [ ৫২ তম সপ্তাহ] ।। ৮সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগlast year
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ৫২ তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks
1@mostafezur0019.4/10304কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে।
2@kibreay0019.3/10312কমেন্টসের মান ভালো,কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুলছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে।
3@tuhin0029.2326কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
4@mohinahmed9.1/10268কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে।
5@narocky718.9190কমেন্টসের মান ভালো
6@monira9998.9181কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
7@samhunnahar8.7/10243কমেন্টেসের মান ভালো কিন্তু ছোটখাটো বানান ভুল (যেমন, খাই এর জায়গায় খায়, যাই এর জায়গায় যায়) রয়েছে।
8@shimulakter8.7166কমেন্টের মান মোটামুটি ঠিক আছে।
9@bijoy18.5260জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন। তাছাড়া কমেন্টে ছোটখাট কিছু ভুল রয়েছে
10@nevlu1238.5/10207কমেন্টেসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
11@bdwomen8.5166দু একটা বানান ভুল ছাড়া কমেন্টের মান ঠিক আছে। তাছাড়া রিপ্লাই সংখ্যা একটু বেশি রয়েছে।
12@maksudakawsar8.4/10201ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
13@mohamad7868.4174কমেন্টে ছোটখাটো দু একটা ভুল ছাড়া সব ঠিক আছে
14@tasonya8.2179কমেন্টের মান মোটামুটি ঠিক আছে।
15@tanjima8.2124সব ঠিক আছে।
16@ah-agim8.0/10153মোটামুটি সবকিছুই ঠিক আছে।
17@isratmim8/10137মোটামুটি সব কিছুই ঠিক আছে।
18@joniprins7.9144এই সপ্তাহে বেশিরভাগ কমেন্টই এডমিন , মডদের পোস্টে রয়েছে। এরপর থেকে জেনারেল ইউজারদের পোস্ট করে মন্তব্য করবেন।
19@parul197.8108সব ঠিক আছে।
20@fatema0017.8103সবকিছু ঠিক আছে। তবে আপনার পোস্টে যে কমেন্ট হয় সেগুলোর রিপ্লাইও দিতে হবে
21@tania697.7114কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে।
22@alamin-islam7.7107জেনারেল রাইটিং পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে।
23@mahbubul.lemon7.7105কমেন্ট এর মান ঠিক থাকলেও এক্টিভিটিস তুলনামূলক অনেক কম।
24@wahidasuma7.6103কমেন্টেসের মান ভালো, দু’এক জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে।
25@oishee7.5109অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ আরো বাড়াতে হবে।
26@ashik3337.589জেনারেল রাইটিং পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে।
27@rahnumanurdisha7.2/10109কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে এবং দাড়ি কমার দিকে লক্ষ্য রাখতে হবে।
28@sumon097.0124কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে, কিন্তু ভয়েস টাইপিং এর ফলে কিছু কিছু জায়গায় ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে।
29@ayaan0017120কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে ।
30@litonali7110জেনারেল পোস্ট এ কমেন্ট কম হয়েছে।
31@saymaakter782জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম হয়েছে।
32@bristy16.961কমেন্ট এর মান ঠিক থাকলেও এক্টিভিটিস তুলনামূলক অনেক কম।
33@green0156.882বেশিরভাগ কমেন্টই abb fun এবং এডমিন মডদের পোস্টে মন্তব্য রয়েছে ।এরপর থেকে জেনারেল ইউজারদের পোস্ট পড়ে মন্তব্য করবেন।
34@tauhida6.790নিজের পোস্টের রিপ্লাই বেশি, অন্যের পোস্টের কমেন্টস এর সংখ্যা খুবই কম।
35@sajjadsohan6.695কমেন্ট এর মান ভালো তবে এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়।
36@anisshamim6.589কমেন্ট এর মান ভালো তবে এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়।
37@limon886.589কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে এবং এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে।
38@kosto6.580অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে। তাছাড়া কমেন্টে কিছু ভুল রয়েছে
39@selina756.570কমেন্টসের মান মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টেসের সংখ্যা খুবই কম
40@jamal76.0112ছোটখাটো প্রচুর বানান ভুল যা একবার রিভিশনের মাধ্যমে ঠিক করা যায়।
41@hiramoni679অন্যের পোস্ট এবং জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম হয়েছে।
42@emranhasan666কমেন্ট এর মান ভালো তবে এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়।
43@tithyrani5.5/1060এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়।
44@rayhan111563কমেন্টগুলো অতি সংক্ষিপ্ত হয়েছে। তাছাড়া কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে।
45@aongkon561এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়।
46@ripon404.551ইরেগুলার এক্টিভিটিজ। কমেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে।
47@ronggin450সাত দিনের মধ্যে পাঁচ দিনই কোনো এক্টিভিটিজ নেই।
48@pujaghosh442৯০ ভাগই শুধু কমেন্টের রিপ্লাই ছিল।
49@razuahmed3.545নিয়মিত হতে হবে ।
50@rahimakhatun334নিয়মিত হতে হবে ।
51@shyamshundor2/1029নিয়মিত হতে হবে ।
52@nilaymajumder000এক্টিভিটিস নেই।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

*

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

অফিস এর কাজে অনেক ব্যস্ত থাকার কারণে এই সপ্তাহে একটিভিটি অনেক ডাউন হয়ে গিয়েছে আমার। তবে চেষ্টা করবো সামনের সপ্তাহে সব কিছু ঠিক করে এগিয়ে যাওয়ার।

 last year 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নিজের নামটা এই সপ্তাহে বেশ ভালো অবস্থানে রয়েছে। চেষ্টা করব ছোটখাট ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি রিপোর্ট পোষ্টের মাধ্যমে প্রকাশ করার জন্য।

 last year 

এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজের এক্টিভিটি বজায় রাখতে। নিয়মিত বিভিন্ন ধরনের রাইটিং গুলো পড়ে কমেন্ট করার চেষ্টা করে যাচ্ছি। সবার উচিত রিমার্কস ফলো করে কাজ করা। তাহলে অবশ্যই আরো ভালো করতে পারবে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 last year 

আমি সবসময় চেষ্টা করি সবার পোষ্ট পড়ার জন্য। কারন সবার পোষ্ট পড়লে অনেক কিছু জানা যায়। কে কিভাবে কাজ করে সে গুলো সম্পর্কে বুঝা যায়। আর নতুন নতুন অভিজ্ঞতাও হয়। ধন্যবাদ।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে খুবই ভালো লাগলো। আসলে ইদানীং প্রতি সপ্তাহে এক এক সমস্যায় পড়ে যাচ্ছি। তাই ঠিকঠাক মতো কাজ করে এক্টিভিটি বাড়াতে পারছি না।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি,এত সুন্দর করে রিপোর্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখতে সবসময় ভালো লাগে । এটা দেখে নিজের ভুলত্রুটি গুলো সামনে আসে যার কারণে আমরা কাজের মান আরো ভালো করার চেষ্টা করি ।

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে বেশ ভালো লাগলো। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে পারছি না অবনতি হচ্ছে এটা বোঝা যায় এই কমেন্ট মনিটরিং রিপোর্টের মধ্য দিয়ে। আর যদি নিজের কোন ভুল ত্রুটি থাকে সেটাও এখান থেকে শুধরে নেয়া যায়।

Posted using SteemPro Mobile

 last year 

কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগল। আসলে কমেন্ট এর মান আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি সব সময় চেষ্টা করব নিজের জায়গা ধরে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কমেন্ট মনিটরিং টিমের এই রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো। প্রথমবারের মতো আমি এই রিপোর্টের প্রথম স্থান অধিকার করতে পেরেছি। চেষ্টা করব সব সময় নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে নিজের অবস্থানকে ধরে রাখার।

 last year 

প্রতিবারের ন্যায় এই সপ্তাহেও কমেন্ট মনিটরিং টিমের রিপোর্টটি দেখে বেশ ভালো লাগছে। গত সপ্তাহে সিলেটে ট্যূরে থাকার কারণে কমেন্ট এক্টিভিটিস একটু কম ছিলো। চলতি সপ্তাহে কমেন্ট অ্যাক্টিভিটিস বৃদ্ধি করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86