মিষ্টি হাবে কিছুটা সময়
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে মিষ্টি হাবে কিছুটা সময় ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
বাঙালিরা মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসে ।কি পরিমাণ যে মিষ্টি খায় তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কলকাতা শহরে মিষ্টির চাহিদা প্রচুর এবং অনেক বড় বড় নামকরা দোকান রয়েছে এবং দোকানগুলিতে এক একটা মিষ্টি এক এক রকম ভাবে স্পেশাল।
সমস্ত স্পেশাল এবং জনপ্রিয় দোকান যখন এক জায়গায় থাকে তখন মানুষ কিন্তু সবচেয়ে ভিড় ওই দোকানেই করে। তেমনই একটি দোকান হল নিউটাউনের মিষ্টি হাব ।যেখানে অনেক জনপ্রিয় দোকান একসাথে রয়েছে।
তেমনভাবেই ইকোপার্কে গেলে আমরা এই মিষ্টি হাবে একবার হলেও আসি ।কারণ আমিও ভীষণ মিষ্টি খাই ।তাই এরকম একটা দোকান দেখলে একবারও মিস করতে মন চাই যে না।
আমরা গিয়ে সবার প্রথমে মৌচাকের রাবড়ি টেস্ট করলাম ।গুপ্তা ব্রাদার্সের চাইনিজ সিঙ্গারা খেলাম ।এবং নকুল চন্দ্র দাসের রসগোল্লা খেলাম। প্রত্যেকটা মিষ্টি এক কথায় অসাধারণ ছিল। তাই জন্য তার সাথে জলভরা কিনে নিয়ে বাড়িতে এলাম ।
কলকাতায় থাকলে বা কলকাতার বাইরে থাকলে কখনো কলকাতায় ঘুরতে আসলে এই মিষ্টি হাবে একবার আসতেই হবে। তাহলে বোঝা যাবে কলকাতার মানুষ মিষ্টি খেতে কেন এত পছন্দ করে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ্! মিষ্টি হাবে তো অনেক সুন্দর সুন্দর মিষ্টির দোকান রয়েছে। এতো লোভনীয় মিষ্টি গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না বৌদি। এতো চমৎকার ভাবে মিষ্টি গুলোর ডেকোরেশন করেছে, দেখে যে কারোরই লোভ লেগে যাবে। তাছাড়া মিষ্টি হাবের ডেকোরেশন এককথায় দুর্দান্ত। মিষ্টি হাবে ঘুরাঘুরি করে এবং খাওয়া দাওয়া করে চমৎকার সময় কাটিয়েছেন বৌদি। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চমৎকার আপু মিষ্টি হাবের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এত সুস্বাদু মিষ্টি যদি হয় তাহলে কি লোভ সামলানো যায়? কখনো সম্ভব না আমরাও খুব বেশি পরিমাণ মিষ্টি পছন্দ করি। যেখানে যায় ভালো মানের মিষ্টি দেখলে খেতে হয়। কিন্তু এরকম দোকান মিস করে কিভাবে যাবেন চলে না খেয়ে। অনেক ভালো লেগেছে আপনার থেকে অনেক কিছু তথ্য জানতে পেরেছি এই দোকান সম্পর্কে। তাছাড়া ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো মানের মিষ্টি।
দিদি আপনি মিষ্টি পছন্দ করেন এটা জানতে পেরে অনেক ভালো লাগলো। কারণ আমিও মিষ্টি খুবই পছন্দ করি। আর আপনি কলকাতায় আসলে এই মিষ্টির হাবে চলে আসেন এবং মিষ্টি যেন খেতে হবে কারণ এত মজাদার হয় সেটা আপনার পোষ্টের মাধ্যমে বুঝতে পারছি। আর মিষ্টিগুলো দেখতে পেয়েই যেন মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অনেক মজাদার সময় পার করেছেন আর মুহূর্তগুলো ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো।
এই মাঝরাতে মিষ্টির ছবিগুলো দেখে পেটের মধ্যে অনেকটা যেন মোচড় দিয়ে উঠছিল দিদিভাই, এক প্রকার কল্পনায় কিছুটা খেয়ে দেখলাম, বেশ দারুণ স্বাদ।
দিদি বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ মিষ্টি জাতীয় খাবার বেশি খায়। তাইতো তাদের ডায়াবেটিক্স রোগটা বেশি হয়। তবে মিষ্টি হাবের মিষ্টি দেখে লোভ সামলানো কঠিন। অনেক প্রকারের মিষ্টি দেখলাম। ধন্যবাদ।