লেকটাউন মেলায়
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।কিছুদিন আগে আমি মেলায় গিয়ে সেখানকার ছোটো ছোটো ঝাড়বাতির ছবি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম ।আজকে আমি আপনাদের সঙ্গে মেলায় যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।
আমি অষ্টমঙ্গলায় যখন বাড়ি এসেছিলাম তখন আমাদের এইখানে মেলা চলছিল। এই মেলা আমাদের এখানে প্রায় 27 বছর ধরে হচ্ছে। আর এত সুন্দর সাজানো গোছানো মেলা আমি খুব একটা কোথাও দেখিনি। আর তার থেকেও বড় কথা এই মেলা যতদিন ধরে হয় ততদিনই এখানে লোক ভর্তি থাকে, যেটা সব জায়গায় সচরাচর দেখতে পাওয়া যায় না।
এই মেলায় সব ধরনের জিনিসই পাওয়া যায় আর তার জন্যই লোকে ভিড় করে থাকে এবং জিনিসপত্র কিনে থাকে। তাছাড়াও এই মেলাতে আলাদা করে স্টেজ করে ফাংশন এর ব্যবস্থাও থাকে যেখানে অনেক লোক বসে গান শোনে।
আমরা এই মেলাতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে ।তখন প্রচুর ভিড় ছিল ।প্রথমেই গিয়ে কাপ প্লেটের সেট কিনলাম। এটা মেলায় খুব কমন, সুন্দর কাপ দেখতে পেলেই কিনতে ইচ্ছা করে। কারণ আমরা সবাই খুব সৌখিন। তাই ঘর সাজানোর জন্য যা যা দরকার হয় মেলায় গেলে ঠিক সেইগুলোই চোখে পড়ে।
টিনটিন রাইড চরার জন্য পাগল , মেলায় রাইড দেখতে পেলেই তাতে চড়ে।এবং ওর খুব ভালো লাগে সেগুলো ।
এছাড়াও আমাদের সাথে ভাই-বোনরা গিয়েছিল ।তাই ওরা সবাই মিলে আর তার সাথে ব্ল্যাকস ও ব্রেক ডান্স বলে একটা রাইড রয়েছে। সেখানে সেই রাইডটা ওরা চড়েছে। এই উঁচু-নিচু রাইড গুলো দেখলে আমার ভীষণ মাথা ঘুরায় ।তাই জন্য এইগুলো থেকে আমি একটু দূরেই থাকি।
মেলায় গিয়েছি আর খাওয়া-দাওয়া হবে না সেটা হয় না। তাই কিছু কেনাকাটি করে খাবার দোকানে খেতে চলে গেলাম। সবার ফার্স্টে ফুচকা এবং মোমো খেলাম। আর আইসক্রিম তো মাস্ট ।সেগুলো খেয়েই দাদা বইয়ের দোকানে কিছু বই কিনলো। কারণ দাদা যেমন বই পড়তো খুব ভালোবাসে সে রকম ভাবে প্রচুর বই কেনে ।যেটা আমার খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ থাকার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাবার পথে গরম জিলাপি আর কটকটি কিনে নিলাম যেটা মেলায় আসলে আমাদের নিতেই হয়।আর এই ভাবেই আমরা সেদিনের মেলাটা উপভোগ করেছিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
মেলায় ঘুরাঘুরি করতে এবং কেনাকাটা করতে আসলেই খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের আনকমন জিনিসপত্র পাওয়া যায় মেলার মধ্যে, আর সেগুলো দেখলে না কিনে থাকা যায় না। শীতের দিনের মেলা সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশের জামদানি স্টল ও রয়েছে দেখছি। যাইহোক আপনাদের সবাইকে বেশ উচ্ছ্বসিত লাগছে দেখতে। কেনাকাটা এবং ঘুরাঘুরি করে দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বলতে গেলে বৃহৎ পরিসরে মেলা হয়েছে! এমন বৃহৎ পরিসরে আয়োজিত মেলা এখন কম দেখা যায়। তবে শীতের সময়টাতে মেলা দেখতে পাওয়া যায়। আপনাদের এদিকে মেলায় অনেক জিনিসপত্র উঠেছে দেখছি। বন্ধু বা আত্মীয়বজনদের সাথে সময় কাটাতে ভালো লাগে। ফাইনালি জিলাপি আর কটকটি খেলে ভালো লাগে
শীতের সময় বিভিন্ন জায়গায় মেলা হয়ে থাকে। গত বছর মনে হয় এই মেলা সম্পর্কে জেনেছিলাম মনে হয়। যাইহোক, ২৭ বছরের পুরনো মেলা যেটা দেখে খুবই ভালো লাগলো । সেখানে সব রকমের জিনিস পাওয়া যায় । ভাই বোন দাদার সাথে দারুন একটা মুহূর্ত উপভোগ করেছেন মেলাতে গিয়ে । আমরা যখন বন্ধুদের সাথে যাই এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি । সব মিলিয়ে মেলার পরিবেশটি খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে দিদি।
মেলায় ঘুরতে কার না ভালো লাগে। আর তা যদি হয় পরিবারের সবাই মিলে তবে তো আনন্দ আরো বহুগুন বেড়ে যায়।মেলায় এতো এতো মানুষের সমাগম সত্যি ই দেখে ভীষণ ভালো লাগলো। এতো এতো জিনিস বসে মেলায়,দেখে চোখ জুড়িয়ে যায়। আপনি দিদি খুব চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। দেখে ভীষণ ভালো লাগলো। সবাইকে নিয়ে ঘুরাঘুরি, খাওয়া-দাওয়া করে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।
লেকটাউন মেলাটি ২৮ বছর ধরে চলছে এটা জেনে খুবই ভালো লাগলো। আসলে মেলার পরিবেশটি অত্যন্ত উন্নতমানের। একই সাথে মেলায় খুবই ভালো মানের জিনিসপত্র দেখে বেশ ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো আপনাদের সেলফি দুটি দেখে।লেকটাউন মেলায় কাটানো অত্যন্ত উপভোগ্য এবং আনন্দের মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেকটাউনের মেলায় পুরো পরিবার নিয়ে যে বেশ ভালো সময় কাটিয়েছেন দিদিভাই, তা আপনার লেখা পড়ে ও ছবিগুলো দেখেই বুঝতে পেরেছি।
বেশ ভালো লাগলো ব্লগটি। শুভেচ্ছা রইল 🙏
পরিবারের সবাই মিলে মেলায় বেশ ভালই ঘোরাফেরা করেছেন দেখছি। এই ধরনের মেলা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমাদের এখানে এই ধরনের মেলায় বইয়ের স্টল খুব একটা বেশি থাকে না। দাদার মতো বই পাগল মানুষ আমি খুব কম দেখেছি। আর বাচ্চারা রাইড দেখলে তাতে চরার জন্য অস্থির হয়ে যায়। ছবিগুলো দেখেই বুঝতে পারছি সময়টা আপনাদের ভালই কেটেছে। ধন্যবাদ আপনাকে।
আশা করি শ্রদ্ধেয় দিদি ভালো আছেন? লেকটাউন মেলায় বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে মেলায় ঘুরতে যাওয়ার আনন্দ অন্যরকম হয়ে থাকে। সবাই মিলে বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন মেলাতে। মেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছে দেখে খুব ভালো লাগলো। মেলাতে কাটানো অনুভূতি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য