কমেন্ট মনিটরিং রিপোর্ট [ ৩৯ তম সপ্তাহ] ।। ৯ জুন ২০২৩
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ৩৯ তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comments | Remarks |
---|---|---|---|---|
1 | @mohinahmed | 9.3 out of 10 | 231 | কমেন্টসের মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক আছে। |
2 | @narocky71 | 9.2/10 | 219 | কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে। |
3 | @tasonya | 9.1/10 | 217 | কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
4 | @bdwomen | 9.1/10 | 212 | সব ঠিক আছে |
5 | @bidyut01 | 9.0/10 | 247 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে। |
6 | @shimulakter | 9/10 | 209 | সব ঠিক আছে |
7 | @samhunnahar | 8.9/10 | 239 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক আছে। |
8 | @isratmim | 8.9/10 | 176 | কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
9 | @ah-agim | 8.7/10 | 162 | মোটামুটি সবকিছু ঠিক আছে |
10 | @green015 | 8.6/10 | 119 | কমেন্টেসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
11 | @sumon09 | 8.5/10 | 172 | মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
12 | @maksudakawsar | 8/10 | 204 | কমেন্টে ছোটখাটো কিছু ভুল রয়েছে |
13 | @tania69 | 8/10 | 123 | মোটামুটি সব ঠিক আছে |
14 | @jamal7 | 8/10 | 117 | কমেন্টের মান বৃদ্ধি করতে হবে, জেনারেল পোস্ট পড়ার চেস্টা করবেন। |
15 | @aongkon | 8/10 | 101 | মোটামোটি সব কিছু ঠিক আছে তবে দাঁড়ি কমার বিষয়টি একটু লক্ষ করবেন। |
16 | @mostafezur001 | 7.9/10 | 103 | জেনারেল পেস্টে কমেন্ট কম হয়েছে, কমেন্টের মান বাড়াতে হবে। |
17 | @pujaghosh | 7.9/10 | 78 | কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে। |
18 | @emranhasan | 7.8/10 | 95 | কমেন্টের মান ভালো তবে একটু নিয়মিত কমেন্ট করতে হবে। |
19 | @rupaie22 | 7.8/10 | 92 | কমেন্টস এর মান ভালো, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস এর সংখ্যা আরো বাড়াতে হবে। |
20 | @tauhida | 7.7/10 | 82 | কমেন্টসের মান ভালো, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস এর সংখ্যা আরো বাড়াতে হবে। |
21 | @rahnumanurdisha | 7.6/10 | 91 | কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টেসের সংখ্যা খুবই কম। |
22 | @monira999 | 7.5/10 | 120 | জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কিছুটা কম হয়েছে |
23 | @kibreay001 | 7.5/10 | 118 | জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কিছুটা কম হয়েছে |
24 | @litonali | 7.5/10 | 110 | জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন |
25 | @nevlu123 | 7.3/10 | 81 | নিয়মিত হতে হবে, কমেন্ট একটু বাড়াতে হবে। |
26 | @joniprins | 7.2/10 | 80 | কমেন্টের মান বাড়াতে হবে, সবার পোস্টে কমেন্ট করার চেস্টা করতে হবে, শুধু কিছু ইউজার সিলেক্ট করে কমেন্ট করা ঠিক নয়। |
27 | @tuhin002 | 7/10 | 106 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে |
28 | @mohamad786 | 7/10 | 101 | জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম হয়েছে |
29 | @mahbubul.lemon | 7.0/10 | 83 | কমেন্টসের মান ভাল, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস এর সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। |
30 | @hiramoni | 7/10 | 74 | কমেন্টের মান ভালো, মোটামোটি সব কিছু ঠিক আছে। |
31 | @wahidasuma | 7/10 | 64 | কমেন্টের মান ঠিক আছে তবে একটু এক্টিভিটিস বৃদ্ধি করলে ভালো হয়। |
32 | @ronggin | 6.9/10 | 68 | কমেন্টস এর মান মোটামুটি ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস এর সংখ্যা খুবই কম। |
33 | @selina75 | 6.7/10 | 88 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ বাড়াতে হবে |
34 | @limon88 | 6.6/10 | 82 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ বাড়াতে হবে |
35 | @saymaakter | 6/10 | 83 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে |
36 | @parul19 | 6/10 | 83 | অন্যের পোস্টে ও জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন |
37 | @sshifa | 6./10 | 76 | আর্ট ও রেসিপি জাতীয় পোস্টে কমেন্টসের সংখ্যা বেশি, জেনারেল রাইটিং এ কমেন্টস নেই বললেই চলে। এ ছাড়া ছোটখাটো বানান ও দাড়ি- কমার ব্যাপারে খেয়াল রাখতে হবে। |
38 | @razuahmed | 5.5/10 | 59 | নিয়মিত কমেন্ট করার চেস্টা করতে হবে, এক্টিভিটিস একটু বৃদ্ধি করতে হবে। |
39 | @tanjima | 5/10 | 63 | নিয়মিত হতে হবে, ৫-৬ দিন কোন কমেন্ট করেন নি। |
40 | @fasoniya | 5.0/10 | 58 | অন্যের পোস্টে কমেন্টস এর সংখ্যা আরো বাড়াতে হবে, বিশেষ করে বিভিন্ন ধরনের রাইটিং এ কমেন্টস সংখ্যা খুবই কম। |
41 | @rayhan111 | 4.5/10 | 71 | আপনাকে অনেক বার বলা হয়েছে, আপনার এক জাতিয় কমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনি কথার গুরুত্বই দিচ্ছেন না। কমেন্টের মান বৃদ্ধি করতে হবে। |
42 | @nirob70 | 4 | 54 | কমেন্টের পরিমাণ কম হয়েছে |
43 | @rahimakhatun | 4/10 | 41 | কমেন্টের মান ভালো তবে এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। |
44 | @nilaymajumder | 3.5/10 | 26 | কমেন্টস এর সংখ্যা খুবই কম, একটানা ৪/৫ দিন কোন কমেন্টস নেই। |
45 | @bristychaki | 3/10 | 39 | নিয়মিত হতে হবে ও এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। |
46 | @anisshamim | 2.5/10 | 29 | নিয়মিত হতে হবে ও এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। |
47 | @roy.sajib | 2/10 | 26 | নিয়মিত হতে হবে ও এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। |
48 | @shyamshundor | 2/10 | 25 | কমেন্টের পরিমাণ কম হয়েছে |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
*
প্রতি সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখার জন্য আগ্রহ থাকে। কারণ এখানে আমাদের মূল ত্রুটি গুলো জানা যায়। এখান থেকে আমরা ভুল ত্রুটি গুলো সংশোধন করার চেষ্টা করি। এবার আমার কমেন্টের রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। আশা করে এভাবে ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দিদি প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
এই রিপোর্টটা যখন দেখতে পায় তখন গত সপ্তাহের কাজের যাস করতে পারি আসলে রিপোর্টটা আমাদের জন্য অনেক ভালো।এই জন্য এই রিপোর্টটা কখন দেখতে পাব তাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।
আপু কমেন্ট মনিটরিং রিপোর্ট এবং ব্লগার অফ দা উইকের রিপোর্ট এ আমার কমেন্টস সংখ্যা দেখে আমি অনেক বেশি হতাশায় ভোগতেছি। কারণ আমি জানি আমার কমেন্টস সংখ্যা ২০০ এর অনেক বেশি হবে কিন্তু এখানে ৭৬ টি কমেন্ট দেখে আমি খুবই দুঃখ পেয়েছি। কেন জানিনা আমার কমেন্ট সংখ্যা এত কম হল। আমি জানি আমার কমেন্টের সংখ্যা ২০০ এর উপরে হবে। কারণ টা যদি জানতে পারি অনেক খুশি হবো।
আপু আপনাকে বেস্ট ব্লগার এর রিপোর্টে অলরেডি জানানো হয়েছে, ঠিক করে দিয়েছি।
জি আপু
গত সাপ্তাহ থেকে এই সাপ্তাহে মোটামুটি কিছুটা সময় পেয়েছিলাম। তাই কমেন্ট করতে পেরেছিলাম। আশা করি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ধন্যবাদ দিদি।
প্রত্যেক সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্টটি পড়তে আমার খুবই ভালো লাগে। আসলে প্রত্যেক সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্টটি পড়ে আমরা আমাদের ভুল ত্রুটি গুলো খুব সহজেই সনাক্ত করতে পারি। এবং আগামী দিনে আমাদের কমেন্টের মান উন্নয়ন করার অনুপ্রেরণা পায়। প্রত্যেক সপ্তাহে কমেন্ট মনিটরিং এর চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই সপ্তাহে অসুস্থতার কারণে খুব বেশি একটিভ থাকতে পারিনি। তাইতো কমেন্টসের সংখ্যা অনেকটা কম হয়েছে। আশা করছি সুস্থ হলে নিজের কাজের ধারাবাহিকতা আবারো বজায় রাখবো। অনেক অনেক ধন্যবাদ দিদি সুন্দর করে এই প্রতিবেদনটি তুলে ধরার জন্য।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে সত্যিই খুব ভালো লাগলো দিদি। চেষ্টা করে যাচ্ছি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে। সবার উচিত রিমার্কস ফলো করে কাজ করা। তাহলে সবাই আরো ভালো করবে বলে আমার বিশ্বাস। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
বরাবরের মত কমেন্ট রিপোর্ট দেখে বেশ ভালো লাগলো। আসলে নেটে সমস্যার জন্য তেমন কাজ করতে পারিনি। আশা করি এই সপ্তাহ থেকে কমেন্টের মান আরো ভালো করতে পারব। ধন্যবাদ আপনাকে পুরো পোষ্টটি সম্পূর্ণভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি,আপনার কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো।এতে সকলেই তাদের ভুলত্রুটিগুলি সহজেই বুঝতে পারে।চেষ্টা করবো আমি আমার ধারাবাহিকতা বজায় রাখার জন্য।ধন্যবাদ দিদি।
খুব চেষ্টা করি একটিভিটি বৃদ্ধি করার জন্য। কিন্তু অফিস এর ফাকে করা হয়ে উঠেনা আরকি। তবে চেষ্টা চালিয়ে যাবো। একটু একটু করে বৃদ্ধি করার চেষ্টা করবো আমি।