বাবা তুমি সবসময় আছো

in আমার বাংলা ব্লগ14 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।



কিছু সময় কিছু মুহূর্ত কিভাবে যায় সেটা আমরা নিজেরাও কেউ জানিনা। আসলে আজকের দিনটা কিভাবে কাটবে আর তার এক ঘন্টা পর কিভাবে কাটবে সবই যেন অনিশ্চিত । আসলেই আমাদের প্রতিটা মুহূর্তই অনিশ্চিত।

WhatsApp Image 2024-07-13 at 22.21.56_a3888171.jpg



কিছু মানুষ না থেকেও থেকে যায়। আজ বাবা নেই কিন্তু আমি বিশ্বাস করি বাবা আছে ।অবশ্যই আছে। কারণ যেই মানুষটাকে আমি প্রতি মুহূর্ত দেখেছি। তার সাথে কথা বলেছি ।হয়তো সময়টা অনেক কম ।সেই মানুষটা নেই এটা আমি বিশ্বাস করি না ।

বাবা মা এই দুজন মানুষ পৃথিবীতে প্রতিটা সন্তানের কাছে কতটা জায়গা জুড়ে থাকে সেটা একমাত্র সেই মানুষটা ছাড়া কেউ বুঝবে না। বেশ অনেকগুলো দিন পর আজকে আমি কিছু লিখতে শুরু করলাম ।আসলে কিভাবে শুরু করবো বুঝে পাচ্ছি না । সেই মন থেকে কাজ করার মত ইচ্ছেটাই নেই ।তবুও সবাই বলে যে কাজের মধ্যে থাকলে হয়তো কিছুটা কষ্ট লাঘব করা যায় ।কিন্তু এই জিনিসটা আমার কাছে এখন খুব কঠিন মনে হচ্ছে। আজ মনে হয় আমার কথাগুলো অনেক এলোমেলো হয়ে যাচ্ছে কি বলবো ,কি লিখবো কিছু বুঝে উঠতে পারছি না। ভগবান আমাদের অনেক ধৈর্য আর , মনের জোর দিক।



বাবা মানেই বট বৃক্ষের ছায়ার মতো ।বাবা মানেই প্রতিটা সমস্যার সমাধানের সূত্রের মতো।বাবা মানে প্রতিটা বিপদ থেকে আগলে রাখার মতো। এক কথায় বাবা মানে এক বিশাল নির্ভরতার আকাশ ।

বাবা অক্ষরটি ছোট দুটো শব্দ ঠিকই কিন্তু এই দুটো অক্ষর দুটো পৃথিবীর সমান ।

প্রতিটা মুহূর্তে মনে হয় এই বাবা-মা সারা জীবন বেঁচে থাকুক। কিন্তু কালের নিয়মে সবাইকে চলে যেতে হয় কিন্তু এই চরম সত্যিটা জানলেও কিছুতেই মানতে চায় না ।সব শেষে একটাই কথা বলবো তুমি যেখানেই থাকো, ভালো থাকো ।আর আমাদের সব সময় দূর থেকে আগলে রেখো ।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 13 days ago 

বাবা মায়ের কোনো বিকল্প কেন। এই ডাকটাই যেন জীবনের জন্য অনেক কিছু। বটবৃক্ষের আসলে কোনো মৃত্যু হয় না। শাখাপ্রশাখা নিয়ে সে অমর। আসলে সন্তানের মধ্যেই বেঁছে থাকেন বাবা মায়েরা। তাঁরাও অমরত্বের বরে বলিয়ান। সময় সবকিছুতে নিরাময় এনে দেয় ঠিকই, কিন্তু বাবা মায়ের হারানো জায়গা পূরণ হয় না আর এই জীবনে। তাও ভালো থাকুন। বাবা মা চিরকাল আপনার মাথার ওপর বিরাজ করবেন।

 14 days ago 

আপনার লেখাগুলো পড়ে ভীষণ খারাপ লাগছে দিদি আসলে সান্তনা দেবার মত কিছু নেই। আঙ্কেলকে তো ছবিতে দেখলাম বেশ ভালো ছিলো তেমন বয়স হলো না। দেখে মনে হচ্ছে অনেক ভালো একজন মানুষ ছিলেন তবে দাদার কর্ম দেখেই বোঝা যায় দাদার বাবা কত ভালো মানুষ ছিলেন। সৃষ্টিকর্তা ওনার মঙ্গল করুক। আসলে আমাদের করার কিছুই থাকেনা সৃষ্টিকর্তা যখন ডাক দেন তখন আমরা সবাইকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আপনাদের পরিবারের উপর আরো ধৈর্য এবং শান্তি বর্ষিত হোক।

 13 days ago 

বাবা শব্দটি ছোট্ট হলেও এর গভীরতা ব্যাপক।আসলেই বৌদি কাজের মধ্যে থাকলে মনটা একটু হালকা হয়।তোমার লেখাগুলো যখন পড়ছিলাম তখন চোখের কোণ আপনিই ভিজে গেল।বাবা-মা সারাজীবন সন্তানের মধ্যে অমর হয়ে থাকে।এই কঠিন সময় পার করার মতো ধৈর্য্য ও সইবার মতো অনেক ক্ষমতা দিক ঈশ্বর তোমার পরিবারকে সেটাই প্রার্থনা করি।।

 13 days ago 

এক কথায় বাবা মানে এক বিশাল নির্ভরতার আকাশ একদমই ঠিক বলেছেন বৌদি। আঙ্কেলের ছবিটি দেখে ভালো লাগলো। আঙ্কেল ভালো মানুষ ছিলে তা আমরা বড় দাদা এবং ছোট দাদার মধ্যে খুঁজে পাই। দোয়া করি আঙ্কেল ওপারে ভালো থাকুক। মন থেকে দোয়া রইল খুব তাড়াতাড়ি শোক কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ।

 13 days ago 

বাবা-মা আমাদের অস্তিত্ব জুড়ে থাকেন। আমার মাকে হারিয়েছি ১৭ বছর হয়। কিন্তু এক মুহূর্তের জন্যও মন থেকে হারাইনি। বাবা-মা'য়ের দুজন কিংবা একজনকে হারালেও যে শুন্যতা তৈরি হয় তা কখনও লাঘব হয়না। আমরা তাদের ছাড়া হয়ত অভ্যস্ত হই।

আপনাকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই। সান্ত্বনা দিলেও যে কাজে আসবে, তাও ভাবছিনা। কেবল সহমর্মিতা প্রকাশ করতে পারি আমরা।

 13 days ago 

বাবা মানেই মাথার উপর এক বড় ছায়া,বাবা মানেই সকল সমস্যার সমাধান।আমার বাবা দুই বছর হলো গত হয়েছেন এখনো তার সৃতি আমাদের সাথেই রয়েছে এখনো আমার মনে হয় বাবা মরেন নি।বাবার সাথে কাটানো সময় গুলোই সৃতি হয়ে থাকে।

 13 days ago 

বুকের মধ্যে অনেক কষ্ট প্রিয়জন হারানোর।এই কষ্টের ভাগ কাউকে দেয়া যায় না।যার যায় সেই ই বোঝে।সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই দিদি।তবে আল্লাহর কাছে চাইবো আপনার আর আপনার পরিবারের সবাইকে ধৈর্য ধারন করার শক্তি দান করুন,আমিন।খুব ইচ্ছে ছিল আঙ্কেলকে দেখার।আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। এজন্য অনেক বেশী ধন্যবাদ আপনাকে দিদি।

 13 days ago 

লেখাগুলো এমন ছিল যে পড়তে গিয়ে চোখের কোনায় কোথায় যেন অশ্রু এসে বাসা বাঁধলো। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা। আর সেই বাবা মা যখন হারিয়ে যায় তখন সবচেয়ে বেশ কষ্ট পায় সন্তান। আজ বাব কে নিয়ে আপনার আবেগ ঘন কথাগুলো মনের মাঝে নাড়া দিয়ে গেল দিদি। দোয়া রইল বাবার জন্য উনি যেখানেই আছেন, যেন ভালো থাকেন। আর উপর ওয়ালা যেন আপনাদের মনে শান্তি আর সাহস দেন।

 13 days ago 

আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো দিদি।আসলে দিদি আপনি ঠিক লিখেছেন কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে আমরা সবাই জানি কিন্তু মানা যায় না। তবে এই সত্যি আমাদের মেনে নিতেই হবে। দোয়া করি এই শোক আপনারা যেন তারাতাড়ি কাটিয়ে উঠতে পারেন।আপনার জন্য শুভকামনা রইল।

 13 days ago 

ভগবান আমাদের অনেক ধৈর্য আর , মনের জোর দিক।

দিদিভাই আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে আমার চাওয়া, ঠিক আপনার মতই। নিজেকে শক্ত করুন এবং সবাইকে আগলে রাখুন, এমনটাই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66