বন্ধুদল স্পোটিং ক্লাবের পুজো মন্ডপ
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বরানগরের দুর্গা প্রতিমার দেখার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ।
দুর্গাপূজা মানে বাঙ্গালীদের আবেগ, আনন্দ সবকিছুই জড়িয়ে রয়েছে ।কোথা থেকে কোথায় ঠাকুর দেখার জন্য মানুষ চলে যায় তা ভাবা যায় না। পুরো কলকাতা যেন জনসমুদ্রে ঢেকে থাকে পুজোর পাঁচটা দিন। কলকাতার কিছু কিছু জায়গায় এমন রয়েছে যে প্রতিমা গুলো খুব নাম করা সেই জায়গা থিম এত সুন্দর ভাবে তুলে ধরা হয় ,সেখান থেকে অনেক কিছু দেখার থাকে ।তারই মধ্যে একটি দুর্গা মন্ডপ আপনাদের সাথে ভাগ করে নিলাম।
এই থিমের নাম হচ্ছে অঙ্গীকার ।
থিমের বিষয়বস্তু:
আধুনিক থেকে আধুনিকতম হবার দৌড়ে সামিল হয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা ।ভোগবাদের আলাদিন আর উচ্চাশার ফ্রাঙ্কেনস্টাইনের মতোই দর্পণে মুখ দেখবে ভস্মলোচন? প্রশ্নরা জাগছে ।জাগছে, তার প্রধান কারণ প্রকৃতির বিনাশ ।
গ্রামের শহরে নির্বিচারে অবাধে ধ্বংস হচ্ছে সবুজ। ইমারত কংক্রিটের বর্গী আক্রমণে ক্রমশ শুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, জলঙ্গীর ঢেউয়ে ভেজা সবুজ করুণ ডাঙ্গা। যেটুকু বেঁচে আছে তারাও প্রহর গুনছে শেষ আদেশ না মানার ।সভ্যতার গিলোটিন কখন নামবে কার উপর দেবতাও বুঝে জানেন না।তাই আজ সময় এসেছে অঙ্গীকার রক্ষার।
সময় এসেছে হীরক রাজার মতো সভ্যতার সর্বগ্রাসী, অহংকারী মূর্তিকে দড়ি ধরে টান মেরে ফেলে দেওয়ার। সময় এসেছে নতজানু হবার, নতশিল হবার সবুজের কাছে... সবুজায়নের কাছে।
পুরো মণ্ডপটি ছিল সবুজ গাছপালার ওপর। বিশেষ করে খড় , দড়ি,কাশফুল ,কুলো , চট ,এরকম বিভিন্ন রকম সবুজের ব্যবহার করেছেন মন্ডপে। পুরোটাই দেখার মত ছিল। আর ভীষণ একটা সুন্দর থিমকে এখানে তুলে ধরেছে। আমার কাছে তো এই প্রতিমা এবং মন্ডপ খুবই ভালো লেগেছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একটা বিষয় সবচেয়ে বেশী ভালো লেগেছে আর সেটা হলো সময়োপযোগী থিম, যেখানে সমাজের প্রতি যেমন কিছু বাণী আছে এবং তার সাথে আছে সতর্কতা, দারুণ সৃষ্টিময় কিছু দেখলাম দিদি। খুব সুন্দর ছিলো দৃশ্যগুলো এবং ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ
স্পোটিং ক্লাবের পুজো মন্ডপের কিছু দৃশ্য আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি ।আপনার পোষ্টের মাধ্যমে আজকে আমরা পূজোর মণ্ডপ ও বিভিন্ন ধরনের বেতের জিনিস বানানো দেখতে পেলাম। ধন্যবাদ দিদি এত সুন্দর পূজোর মন্ডপের কিছু দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দূর্গা পূজা উপলক্ষে কলকাতায় চমৎকার আয়োজন করা হয়। এই পর্যন্ত দূর্গা পূজার অনেকগুলো মন্ডপ দেখা হয়েছে। বাজেট কম হোক কিংবা বেশি, প্রায় সবগুলো মন্ডপ দারুণ লেগেছিল। যাইহোক বন্ধুদল স্পোটিং ক্লাবের পূজা মন্ডপ দেখে চোখ ফেরানো যাচ্ছে না বৌদি। তাদের থিমটা যেমন ভালো লেগেছে, তেমনি মন্ডপটাও দারুণ লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন বৌদি। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
থিম পুজো গুলোর ডেকোরেশন ও লাইটিং হয় দুর্দান্ত, যার প্রতিচ্ছবি আপনার পোষ্টের মাধ্যমেই দেখতে পাচ্ছি দিদিভাই, দারুণ একটা মেসেজ দিয়েছে এ কারুকার্য। সব মিলিয়ে বেশ ভালই লাগলো ছবিগুলো।
বর্তমানে কিছু কিছু পুজো মণ্ডপ এমন এমন কিছু থিম আমাদের সামনে তুলে ধরছে, যেটা আমাদের জন্য অনেক বেশি শিক্ষনীয়। যাইহোক, বন্ধুদল স্পোটিং ক্লাবের পুজোর থিমটা বেশ শিক্ষামূলক ছিল। তাছাড়া এই প্যান্ডেলে থাকা মা দুর্গার মুখটা দেখেও মন ভরে গেল । অনেক সুন্দর করে পোস্টে কথাগুলো লিখেছো দিদি, পড়ে বেশ ভালো লাগলো।