ফ্রুট কাটিং এবং ভেজিটেবিল কাটিং এর ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কিছু ফ্রুট কাটিং এবং ভেজিটেবিল কাটিং এর ছবি ভাগ করে নিলাম। ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
কিছুদিন আগে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আর এই বিয়ে বাড়ি আমাদের বিয়ের ঠিক পরেই পড়েছিল। বিয়ে বাড়িটি ক্যানিং এ ছিল। যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সে বিয়ে বাড়িটা একদম গ্রামের দিকে ছিল বললেই বলা যেতে পারে। ট্রেনে করেই গিয়েছিলাম ।কারণ ট্রেনে করে কোথাও যেতে আমার খুব ভালো লাগে।
কিছুদিন আগেই আমরা একবার কনটেস্টে ফ্রুট কাটিং এর প্রতিযোগিতা দিয়েছিলাম। সেখানে সেই প্রতিযোগিতায় আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম এবং সবাই খুব সুন্দর সুন্দর ফ্রুট কাটিং উপস্থাপনা করেছিলেন আমাদের সামনে। কিন্তু এই বিয়ে বাড়িতে যখন গিয়েছিলাম সেখানে স্যালাড কাউন্টারে অনেক রকম ফ্রুট কাটিং ডিজাইন আমরা দেখতে পেয়েছিলাম। আর এত সুন্দর কাউন্টারটা সাজানো ছিল যে ওখানে ছবি না তুলে থাকতে পারলাম না। ভাই অনেকগুলো ফ্রুট কাটিং এর ছবি তুলেছি এবং আপনাদের সঙ্গে আর সেই ডিজাইনগুলো ভাগ করে নিচ্ছি ।এতে করে আমারও যেমন ভালো লেগেছিল এবং অনেকটা ধারণা পেয়েছিলাম ।আশা করি আপনারাও এখান থেকে অনেকটা বুঝতে পারবেন এবং আপনাদেরও ভালো লাগবে।
এখানে বেগুন ,লেবু ,গাজর দিয়ে খুব সুন্দর একটি পাখি বানানো হয়েছে ।
এখানে গাজর ,শসা দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি বানানো হয়েছে।
এখানে লাউ এবং গাজর কেটে মাছ তৈরি করা হয়েছে।
এখানে তরমুজ কেটে একটা মানুষ বানানো হয়েছে।
এখানে লাউ কেটে একটা মেয়ের মুখ বানানো হয়েছে।
এখানে সালাদের মধ্যে যে যে স্যালাড রাখা হয়েছে সেগুলোই একসাথে সাজানো হয়েছে।
এখানে ক্যাপসিকাম কেটে ফুল তৈরি করা হয়েছে।
ডিভাইস | iPhone 13 pro |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একেই বলে সৃজনশীলতার বহিঃপ্রকাশ, মানুষ চাইলে আসলে যে কোন কিছুর ভিতরে সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ যেন এই ফল দিয়ে কারুকাজ। বেশ উপভোগ করলাম দিদিভাই, ছবি গুলো।
আপনার মতো আমারও ট্রেন জার্নি করতে ভীষণ ভালো লাগে বৌদি। আসলেই বৌদি ফ্রুট কাটিং প্রতিযোগিতার সময়, অনেকেই খুব সুন্দর সুন্দর ফ্রুট কাটিং ডিজাইন শেয়ার করেছিল। যাইহোক বিয়ে বাড়ির সালাদ কাউন্টারে তো বিভিন্ন ধরনের ফ্রুট এবং সবজি কাটিং ডিজাইন করে রেখেছে। ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। ফ্রুটস এবং সবজি দিয়ে তৈরি মাছ,মানুষ এবং মেয়ের মুখ জাস্ট অসাধারণ হয়েছে। এতো সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয়। যাইহোক এতো চমৎকার ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
বাহ বাহ! বিয়েটা একদম গ্রামের দিকে হওয়ার পরেও খাবার টেবিলে বেশ আধুনিকতার ছোঁয়া। বিশেষ করে বেগুন, লেবু দিয়ে যে পাখিটা তৈরি করেছে, এক কথায় অসাধারণ ইউনিক আইডিয়া! এবং লাউ দিয়ে মেয়ে, মাছ এগুলোও যথেষ্ট দক্ষতার সাথেই করেছে দেখে বোঝা যাচ্ছে। সুন্দর এবং গোছানো পরিবেশন। দেখে ভীষণ ভালো লাগলো।
ট্রেন জার্নি করতে আপনার মত আমারও খুব ভালো লাগে। কিন্তু আমার জীবনে মাত্র একবার ট্রেন জার্নি করেছি। যাইহোক,, ফ্রুট কাটিং এবং ভেজিটেবল কাটিং এর ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার লাগছে দেখতে। চমৎকার কিছু ফ্রুট কাটিং ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি।
দিদি বেড়াতে গিয়েছিলেন ট্রেনে করে জেনে ভালো লাগলো। ট্রেন জার্নি আমার ও অনেক ভালো লাগে। বিয়ে বাড়িতে সালাদ কাউন্টারে বিভিন্ন ধরনের ফ্রুট ও সবজি কাটিং ডিজাইন করেছে তা আপনাকে খুব মুগ্ধ করেছে। সত্যিই ফ্রুট ও সবজি কাটিং ডিজাইনগুলো মনোমুগ্ধ করছিল। প্রত্যেকটি ডিজাইন আমারও অনেক ভালো লেগেছে। আর আপনার মাধ্যমে এত ইউনিক একটি পোস্ট দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
দিদি বেশ ভালো করেছেন এত সুন্দর সুন্দর ফুট্রকাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুট্রকাটিং কিন্তু দেখতে দারুন লাগছে। আমি মুগ্ধ হয়ে গেছি যে মানুষের এত সুন্দর একটিভিটিজ দেখে। তবে আমার বাংলা ব্লগেও এমন একটি প্রতিযোগিতার ব্যবস্থা করলে খারাপ হয় না। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ফুট্রকাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু এই প্রতিযোগিতা আগে করা হয়েছে।
ফ্রুট কাটিং আর ভেজিটেবল কাটিং এর চমৎকার কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন দিদি।সত্যি ভীষণ ভালো লেগেছে।বিয়ে বাড়িতে গিয়ে চমৎকার কিছু কাটিং এর ফটোগ্রাফি করলেন।আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভীষণ ভালো লাগলো।এ ধরনের কাটিং গুলো বিয়ে কিংবা হলুদের অনুষ্ঠানে ডেকোরেশন করে রাখা হয়।দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ দিদি সুন্দর সুন্দর ডিজাইনের কাটিং গুলো শেয়ার করার জন্য।
বিশেষ করে এমন ধরনের ফ্রুটস কাটিং গুলো বিয়ের বাড়িতে কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা দেখতে পাই। তো আপনিও বিয়ের বাড়ি থেকে নিলেন ফ্রুটস কাটিং এর ডিজাইন গুলো। অনেক ভালো লেগেছে আপু প্রতিটি ডিজাইন। এভাবে যদি আমরাও তৈরি করি বেশ ভালই লাগবে। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ফ্রুটস কাটিং এর ডিজাইন গুলো।