এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)।। ১৮ইজুন ২০২৪
নমষ্কার বন্ধুরা,
আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি এই মুহূর্তে steemit প্ল্যাটফর্ম এ সবথেকে সক্রিয় কমিউনিটি।যখন এই পোস্টটি লিখছি তখন আমাদের প্রিয় কমিউনিটি ranking এক নম্বরে অবস্থান করছে।ইউজার অ্যাকটিভিটি,নতুন নতুন আইডিয়া ,নতুন ব্লগারদের ধারাবাহিক ভাবে গ্রুমিং করা আমাদের কমিউনিটির বিশেষ বৈশিষ্ট্য, যা steemit এ এই মুহূর্তে অন্য কোনো কমিউনিটির নেই।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটি দক্ষ পরিশ্রমী ও উদ্যোগী এডমিন ও মডারেটর টিম রয়েছে যারা কমিউনিটি তথা পুরো steemit এর বিকাশ,জনপ্রিয়তা ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
abb-school আমাদের কমিউনিটির সবচেয়ে গুরত্বপূর্ণ একটি project, যার মাধ্যমে নতুন ইউজাররা প্রকৃত জ্ঞান লাভ করে সঠিক ভাবে steemit এ কাজ করতে পারছে।তেমনি ইউজারদের আনন্দ দানের মাধ্যমে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ করে দিয়েছে abb-fun প্রজেক্টটি।আমাদের কমিউনিটি ইউজার সর্বস্ব কমিউনিটি তাই ইউজারদের কথা আমাদের টিম প্রতিনিয়ত ভেবে চলেছে।প্রত্যেক সদস্য যাতে নিজের সেরাটা দিতে পারে তাই জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুন উদ্যোগ,Best blogger of the week।
আমাদের কমিউনিটিতে অধিকাংশ ইউজার খুব ভালো মানের পোস্ট লিখে চলেছেন।আর বাকিরা ও দিন দিন নিজেদেরকে দক্ষ করে ভালো ভালো পোস্ট লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এটা প্রমাণ করে যে ইউজারদের মধ্যে নিজের সেরাটা দেওয়ার একটা খুব ভালো মনোভাব আছে।আর তখনই আমাদের ও একটা দায়িত্ব এসে যায় সেই সব ইউজারদেরকে আরো অনুপ্রাণিত,উদ্দীপিত ও পুরষ্কৃত করার।আর সেই ভাবনা থেকে আমদের অভিজ্ঞ টিম প্রতি সপ্তাহে সেরা দশ জন ব্লগার নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন।আর তাঁর থেকে সেরার সেরা তিনজনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বেছে নেয় আমাদের প্রিয় community founder @rme দাদা।
আমি এই সপ্তাহে Best blogger of the week এর ৮৬তম রিপোর্টটি প্রকাশ করতে চলেছি।
আমি স্বাগতা সাহা, আমার বাংলা ব্লগের কমিউনিটি এডমিন, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি :
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা দশ ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :
আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি স্বাগতা ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।
সাপ্তাহিক সেরা ব্লগার" -এর চূড়ান্ত নির্বাচন
নিম্নলিখিত সমস্ত উপাত্ত আমি @rme র কাছ থেকে পেয়েছি এবং সেরা ব্লগার নির্বাচনে তাঁকে হেল্প করেছি ।
প্রথম ধাপ :
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট :
https://steemit.com/@shopon700/posts
https://steemit.com/@ti-taher/posts
https://steemit.com/@oisheee/posts
https://steemit.com/@mohinahmed/posts
https://steemit.com/@shapladatta/posts
https://steemit.com/@sumon09/posts
https://steemit.com/@isratmim/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@ronggin/posts
https://steemit.com/@samhunnahar/posts
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@kibreay001/posts
দ্বিতীয় ধাপ :
User ID | পোস্ট সংখ্যা | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@shopon700 | ০৭ | নেই | ✔granted |
@ti-taher | ০৮ | নেই | ✔granted |
@oisheee | ০৭ | আছে, ১ টি পাওয়ার আপ পোস্ট | ❌eliminated |
@mohinahmed | ১১ (কার্যকরী পোস্ট ১০) | নেই | ✔granted |
@shapladatta | ০৭ | নেই | ✔granted |
@sumon09 | ০৯ | নেই | ✔granted |
@isratmim | ০৭ | নেই | ✔granted |
@monira999 | ১০ | নেই | ✔granted |
@ronggin | ১০ | নেই | ✔granted |
@samhunnahar | ১১ (কার্যকরী পোস্ট ১০) | নেই | ✔granted |
@tasonya | ১১ (কার্যকরী পোস্ট ১০) | নেই | ✔granted |
@kibreay001 | ০৭ | আছে, ১ টি পাওয়ার আপ পোস্ট | ❌eliminated |
তৃতীয় ধাপ :
User ID | কমেন্ট সংখ্যা | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@shopon700 | 187 | নেই | ✔granted |
@ti-taher | 180 | নেই | ✔granted |
@mohinahmed | 242 | নেই | ✔granted |
@shapladatta | 169 | কমেন্ট সংখ্যা অন্যদের তুলনায় কম | ❌eliminated |
@sumon09 | 165 | কমেন্ট সংখ্যা অন্যদের তুলনায় কম | ❌eliminated |
@isratmim | 252 | নেই | ✔granted |
@monira999 | 284 | নেই | ✔granted |
@ronggin | 239 | নেই | ✔granted |
@samhunnahar | 254 | নেই | ✔granted |
@tasonya | 342 | নেই | ✔granted |
চতুর্থ ধাপ :
User ID | কমেন্ট স্কোর | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@shopon700 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.8 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@ti-taher | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.7 | আছে, অন্যদের তুলনায় স্কোর কম । | ❌eliminated |
@mohinahmed | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.8 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@isratmim | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 9 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@monira999 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 9 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@ronggin | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.8 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@samhunnahar | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.8 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
@tasonya | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 9.5 | নেই,অতি সন্তোষজনক | ✔granted |
পঞ্চম ধাপ :
User ID | পোস্ট ভ্যারিয়েশন | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@shopon700 | ফটোগ্রাফি-১, ডাই -১,আর্ট -১,প্রতিযোগিতা অংশগ্রহণ -১,জেনারেল রাইটিং -১,রেসিপি-১, অনু গল্প-১=৭(৭) | আছে, পোস্ট ভেরিয়েশন সন্তোষজনক নয় । | ❌eliminated |
@mohinahmed | ভ্রমণ-১, ক্রিয়েটিভ রাইটিং-১, আর্ট-১, রেসিপি -১,ফটোগ্রাফি-১, ভিডিওগ্রাফি -১,প্রতিযোগিতা অংশগ্রহণ-১, কবিতা আবৃত্তি-১, ডাই -১,লাইফ স্টাইল-১=১০(১০) | নেই, অতি সন্তোষজনক । | ✔granted |
@isratmim | অরিগামি-১, আর্ট-১, নাটক রিভিউ -১,জেনারেল রাইটিং-১, ফটোগ্রাফি -১,রেসিপি-১, diy-১=৭(৭) | আছে, পোস্ট ভেরিয়েশন সন্তোষজনক নয় । | ❌eliminated |
@monira999 | আর্ট -১,রেসিপি -১,নাটক রিভিউ -১,ডাই-১, কবিতা-১, ভ্রমণ -১,প্রতিযোগিতা অংশগ্রহণ -১,জেনারেল রাইটিং-১, ফটোগ্রাফি-১, লাইফ স্টাইল-১=১০(১০) | নেই, অতি সন্তোষজনক । | ✔granted |
@ronggin | ট্রাভেল-১, রেসিপি-১, ক্রিয়েটিভ রাইটিং -১,ভিডিওগ্রাফি-১, অরিগামি -১,ডাই -১,জেনারেল রাইটিং -১, আর্ট-১,ফটোগ্রাফি-১, লাইফ স্টাইল -১=১০(১০) | নেই, অতি সন্তোষজনক । | ✔granted |
@samhunnahar | Diy -১,গান কভার-১, ট্রাভেলিং -১,আর্ট -১,ক্রিয়েটিভ রাইটিং-১, ফটোগ্রাফি -১,রেসিপি-১, প্রতিযোগিতায় অংশগ্রহণ-১, অনু কবিতা -১,লাইফস্টাইল -১=১০(১০) | নেই, অতি সন্তোষজনক । | ✔granted |
@tasonya | ভ্রমণ-১, আর্ট -১,নাটক রিভিউ-১, রেসিপি -১,লাইফ স্টাইল -১,ফটোগ্রাফি -১,প্রতিযোগিতায় অংশগ্রহণ-১, জেনারেল রাইটিং-১, লোগো কনটেস্ট-১, diy-১=১০(১০) | নেই, অতি সন্তোষজনক । | ✔granted |
শেষ ধাপ :
User ID | সামগ্রিক বিশ্লেষণ | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@mohinahmed | পোস্ট কোয়ালিটি ৪/৫, মার্কডাউন ৪.১/৫, স্পেলিং ৪/৫ = ১২.১/১৫ | আছে, সন্তোষজনক নয়। | ❌eliminated |
@monira999 | পোস্ট কোয়ালিটি ৪.২/৫, মার্কডাউন ৪.১/৫, স্পেলিং ৪.২/৫ =১২.৫/১৫ | নেই । | ✔granted |
@ronggin | পোস্ট কোয়ালিটি ৪.৩/৫, মার্কডাউন ৪.১/৫, স্পেলিং ৪.২/৫ =১২.৬/১৫ | নেই । | ✔granted |
@samhunnahar | পোস্ট কোয়ালিটি ৪.৩/৫, মার্কডাউন ৪.১/৫, স্পেলিং ৩.৮/৫ =১২.২/১৫ | আছে, সন্তোষজনক নয়। | ❌eliminated |
@tasonya | পোস্ট কোয়ালিটি ৪.৩/৫, মার্কডাউন ৪.২/৫, স্পেলিং ৪.২/৫ =১২.৭/১৫ | নেই । | ✔granted |
@bloggers of the week (Founder's Choice) : @sadia23
০১. @monira999
০২. @ronggin
০৩. @tasonya
প্রাইজ :
নেক্সট সানডে প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।
ধন্যবাদ@swagata21
VOTE @bangla.witness as witness
OR
__
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা এই সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত হয়েছে তাদেরকে। স্পেলিং এ মার্কস এতো কম এসেছে, এটা দেখে বেশ অবাক হলাম। কারণ আমি প্রতিটি পোস্ট ২/৩ বার চেক করার পর সাবমিট করে থাকি। যাইহোক সার্বিকভাবে মার্কস কিছুটা কম এসেছে বলে এই সপ্তাহে বেস্ট ব্লগার হতে পারিনি। পরবর্তী সপ্তাহে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করবো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই সপ্তাহেও বেস্ট ব্লগার লিস্টে নিজের নামটা দেখে অনেক ভালো লাগলো। প্রতি সপ্তাহে ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা যারা বেস্ট ব্লগার হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি প্রতিনিয়ত এরকম ভাবেই চেষ্টা করবো সবকিছু ঠিক রাখার জন্য। এই স্থানটা যেন আমি প্রতিনিয়তই ধরে রাখতে পারি এটাই চেষ্টা করে যাবো। অনেক সুন্দর করে বেস্ট ব্লগারের লিস্ট টা আমাদের মাঝে তুলে ধরেছেন দিদি। খুব ভালো লাগলো এই লিস্ট দেখে।
এ সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত হতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে দিদি। আপনি অনেক সুন্দর করে সেরা ব্লগার নির্বাচনের পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করেছেন। চেষ্টা করব নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখার।
প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাই যারা এই সপ্তাহে বেস্ট ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছে। সবাই নিজেদের ভালো কাজের মাধ্যমে স্থান অর্জন করেছে। সবাই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করছে দেখে খুব ভালো লাগলো। সবকিছু ভালোভাবে দেখে এবং বিবেচনা করেই তিনজনকে বেস্ট ব্লগার হিসেবে নির্বাচিত করা হয়েছে। সব মিলিয়ে অনেক ভালো লাগলো এই রিপোর্ট আমার কাছে।
"ব্লগার অব দা উইক" হওয়ার ক্ষেত্রে গত সপ্তাহে দেখি বেশ কম্পিটিশন হয়েছিল দিদি। যাইহোক, নিজেকে সেই তালিকায় দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। সারা সপ্তাহ কষ্ট শেষে যখন এই ফলাফলটা দেখা হয় তখন নিজের ভিতর সত্যিই অনেক ভালো লাগে। তাছাড়া তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এই রিপোর্টটি আমাদের মাঝে এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
এই সপ্তাহে যারা সেরা ব্লগার হয়েছেন সবাইকে অভিনন্দন।আর যারা বাদ পড়েছেন তারা নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে দ্রুত বেস্ট ব্লগার ট্যাগ পান এমনটাই প্রত্যাশা করি।শুভকামনা রইল,ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
এই সপ্তাহে যারা সেরা ব্লগার নির্বাচিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যারা সেরা ব্লগারের জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন তাদের প্রতিটি কাজকে সাধুবাদ জানাই। দিদি আপনি অনেক সুন্দর করে সেরা ব্লগার নির্বাচনের প্রসেস আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
গত সপ্তাহের বেস্ট ব্লগারের লিস্ট দেখে খুবই ভালো লেগেছে। যারা বেস্ট ব্লগার হবে তাদের কমপক্ষে দশটি পোস্ট দশ রকমের হওয়া জরুরী। তাছাড়া কমেন্ট এংগেজমেন্ট, মার্কঢাউন, বানান সবকিছুর দিকে খেয়াল রাখতে হয়। আশা করি যারা এ সপ্তাহে বেস্ট ব্লগার হতে পারেনি, তারা এই বিষয়গুলো খেয়াল রেখে সামনের বার আবার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে একদিন সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
গত সপ্তাহে যারা সেরা ব্লগার নির্বাচিত হয়েছিলেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি লক্ষ্য করে দেখেছি এই প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটিতে কোয়ালিটি পোস্ট এর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে।
প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাই এই সপ্তাহে যারা যারা ব্লগার অব দ্য উইক হয়েছেন।যারা গত সপ্তাহে অধিক পরিশ্রম করে যথাযথভাবে কাজ করে গেছেন তারা তাদের যথাযথ স্থান পেয়েছেন বলে আশা করছি। রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এই কামনা করি