পেনডেন্ট লাইট এর ফটোগ্রাফি।।২৯ নভেম্বর ২০২৩
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কয়েকটি পেইন্ডেন্ট ল্যাম্প ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
ঠান্ডা প্রায় পড়ে গেছে বললেই চলে। শহর কলকাতার দিকে দিনের বেলা ঠান্ডা না লাগলেও রাতের দিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। আর শীত শীত যখন পড়েই গেছে চারিদিকে এখন মেলাও শুরু হয়ে গেছে ।আর শীতের শুরু থেকেই আমাদের এখানে মেলা চলতে থাকে ।প্রায় কালী পুজো থেকে এই মেলা শুরু হয় ।
আপনাদের বাড়ির সামনে যে মেলাটি বসে সেই মেলা কালীপূজা থেকে শুরু হয়েছে। আর এই মেলাটির দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট। এই মেলাটি বেশ অনেক বড় মাঠ জুড়ে হয় । তার মধ্যে প্রচুর লোক এই মেলাতে আসে।
প্রতিবছর মেলাতে কিছু না কিছু নতুন রকমের আকর্ষণ থাকে ।এই বছরও সেই রকমই অনেক নতুন নতুন জিনিস এসেছিল এবং আমাদের এই মেলাতে অনেক স্টল থাকে তার জন্য লোকের আরও ভিড় হয় ।এর মধ্যে থেকেই আমি আবার ঝাড়বাতির দোকানে গিয়েছিলাম। যেখানে বিভিন্ন ধরনের কাজ করা পেইন্ডেন্ট ল্যাম্প ছিল। আমার খুব ভালো লেগেছে। এইরকম বাতিগুলো ঘরে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় ।আর প্রচুর মানুষ এই সকল সৌখিন জিনিসগুলো কিনে থাকে। এর মধ্যে থেকে আমিও একটি কিনেছি।
যে সকল পেইন্ডেন্ট ল্যাম্পগুলো আমার খুব ভালো লেগেছে তারই কিছু ছবি আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের ভালো লাগবে ।
ডিভাইস | Vivo v23 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একদম ঠিক বলছেন আপু আসলে মেলায় গেলে নতুন কিছু খুঁজে পাওয়া যায়। যেগুলো আসলে মার্কেটে গেলে পাওয়া যায় না সব সময়। আপনি বেশ সুন্দর পেনডেন্ট লাইটের ফটোগ্রাফি নিলেন। সত্যি এই লাইট গুলো ঘর সাজানোর ক্ষেত্রে কোন বিকল্প নেই। ঘরের মধ্যে সাজিয়ে রাখলে কিংবা টাঙ্গিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। অনেক ধন্যবাদ এত সুন্দর পেনডেন্ট লাইটের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
দিদি এটা ঠিক বলেছেন শীত মানেই নানান মেলা ও আনন্দ উৎসবে ভরপুর।আর আপনাদের ওখানে কালী পুজোর পর থেকেই মেলা শুরু হয়।আর মেলাতে যেমন নানা ধরনের জিনিস বিক্ৰি হয় তেমনি লোকজনের ও শেষ নেই।আপনি পেনডেন্ট লাইট একটি নিয়েছেন। এ ধরনের লাইটগুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলো।আপনি বিভিন্ন ধরনের লাইটের ফটোগ্রাফি গুলেো তুলে ধরছেন।যে লাইটগুলো আপনার কাছে ভালো লেগেছিল।সত্যি ই লাইটগুলো তো, চমৎকার। দারুন লাগলো আপনার শেয়ার করা পেনডেন্ট লাইটের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
শীতের আমেজের নতুন যাত্রায় বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয় । আর বাঙালিরা মেলা প্রিয় লোক দারুন কিছু আলোক সজ্জিত পেন্ডেন্ট ল্যাম্প গুলোর দারুন ফটোগ্রাফি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে রাতের বেলা যেটা সৌন্দর্য ফুটিয়ে থাকে খুবই ভালো লাগলো।
আজকাল মেলাগুলোও অনেক ঝমকালো হয়ে গেছে। মেলাগুলোতে রাখা হচেছ দামি দামি বেশ কিছু ঝাড়বাতি। যেগুলো সত্যিকারের অর্থে আমাদের নজর কারে। এমন সুন্দর ঝাড়বাতি দেখলে কিন্তু কিনে এনে বাসার ড্রয়িংরুমে লাগিয়ে দিতে মনে চায়। বেশ সুন্দর ছিল দিদি আজকের ফটোগ্রাফি গুলো।
ঠান্ডা প্রায় পড়ে গেছে আমাদের গ্রামের দিকে। শীতকাল আসলেও আমাদের এখানেও মেলা চলতে থাকে দিদি। মেলাতে বেশ কিছু আকর্ষণ থাকে খেলনা অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। প্রথম আলোকচিত্রটি দেখে আমি মুগ্ধ হলাম,দ্বিতীয়টি আমার অসম্ভব সুন্দর লেগেছে ও তৃতীয়টি তো দেখে চোখ ফেরাতে পারে নাই। চতুর্থ আলোকচিত্র টি দুর্দান্ত ও চমৎকার লেগেছে। সর্বোপরি প্রতিটা ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করলে। এত সুন্দর লাইটিং।
এই সকল সৌখিন জিনিসগুলো আমার খুবই পছন্দ। সুযোগ পেলে আমিও এরকম জিনিস গুলো কিনি। নিজের ঘর সাজাতে কার না ভালো লাগে। পেইন্ডেন্ট ল্যাম্প এর ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে দিদি। আপনি এগুলার মধ্যে একটি কিনেছেন জেনে খুশি হলাম। ল্যাম্পের ডিজাইনগুলো সত্যিই খুবই ইউনিক। আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো। ধন্যবাদ দিদি এত সুন্দর পেইন্ডেন্ট ল্যাম্পের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বাহ্ দিদি আপনি চমৎকার কিছু লাইটের ফটোগ্রাফি শেয়ার করেছেন,যেটা দেখে খুবই ভালো লাগলো।মেলার আকর্ষণ আসলেই এই লাল নীল বাতি।আমার অনেক ভালো লাগে এই বাতি গুলো।ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
শীতকালে মেলায় বেশ ভালোই ভিড় হয় এবং স্টল বেশি থাকলে মানুষও বেশি দেখা যায়। যাইহোক পেনন্ডেন্ট লাইটগুলো দেখতে দারুণ লাগছে। প্রতিটি ফটোগ্রাফি এতো সুন্দর হয়েছে যে, কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটাই বুঝতে পারছি না। আপনি একটি পেনডেন্ট লাইট কিনেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো বৌদি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
সত্যি দিদি রাতের দিকে এখন বেশ ঠান্ডা পড়ছে। হয়তো দিনের বেলায় সেরকম কোন ঠান্ডা আবহাওয়া থাকে না। তবে রাত হলেই বোঝা যায় শীতের উষ্ণ আবহাওয়া। আর শীত এলেই বিভিন্ন রকমের মেলা শুরু হয়ে যায়। দিদি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।
এ ধরনের লাইট গুলো এখন খাবারের রেস্টুরেন্টগুলোতে বা বাড়ির ভিতরের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই ব্যবহার করে থাকে, দিদি ভাই।
বেশ ভালো লাগলো ছবিগুলো।