DIY-রং-বেরঙের ফুলের চিত্র অংকন ।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে আমার জল রঙ করতে খুবই ভালো লাগে । আর আমি আজকের এই চিত্রটি ডাইরেক্ট তুলি দিয়েই করেছি, কোনো রকম পেন্সিলের ব্যবহার করিনি। আজ আমি আপনাদের সঙ্গে রং-বেরঙের ফুলের চিত্র অঙ্কন করে দেখালাম।আশা করি সকলের ভালো লাগবে ।
উপকরণ
• সাদা খাতা
• তুলি
• নীল রং
• লাল রং
• হলুদ রং
• বেগুনি রং
• কমলা রং
• সবুজ রং
প্রথম ধাপ
• প্রথমে একটি খাতা, তুলি , নীল রং ,কমলা রং, হলুদ রং ও লাল রং নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• প্রথমে ডালের কিছুটা অংশ এঁকে নিলাম ।
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
• এরপর কিছু কুঁড়ি এঁকে নিলাম।
পঞ্চম ধাপ
• এরপর নীল রঙ দিয়ে কিছু ফুল একে নিলাম।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
• এরপর সবুজ ও কমলা রং দিয়ে আরও কিছু ফুল একে নিলাম।
অষ্টম ধাপ
• এরপর হলুদ রং দিয়ে কিছু ফুল আঁকলাম।
নবম ধাপ
• সবশেষে গোলাপি ও বেগুনি রং দিয়ে আরো কিছু ফুল এঁকে নিলাম।
অসাধারণ কিছু ফুলের ছবি অঙ্কন করেছেন আপু দেখে ভালো লাগলো। ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। প্রতিটি ধাপের বর্ণনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এরকম সুন্দর একটি ফুলের চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার চিত্র অংকন আমার কাছে খুবই অসাধারণ লাগে সবসময়। আজকে ও খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
লতা ফুল গুলো অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। আমাদের গ্রামের পুকুরে কিংবা ধানক্ষেতে জমে থাকা পানিতে এ ধরনের ফুল দেখা যায়। আগে যখন বন্যা হতো তখন এ ধরনের লতা ফুল খুব দেখা যেত। এ ধরনের ছোট ছোট ফুলের ছবি আঁকা অত সহজ কাজ নয় কিন্তু আপনি কাজটি খুব দক্ষতার সহিত করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
দিদি অনেক সুন্দর হয়েছে ফুলের অঙ্কন টি ৷ ভিন্ন ভিন্ন রং দিয়ে সত্যিই দারুণ একটি ফুল একেছেন ৷ বিভিন্ন রং ব্যবহার করার জন্য ফুলের চিত্রটি অসাধারণ লাগছে ৷ উপস্থাপনা ও ছিলো অনেক সুন্দর ৷ ধন্যবাদ দিদি সুন্দর একটি রং বিরংঙ্গের ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
দিদি আপনি অনেকগুলো কালারের বেশ কিছু ফুলের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফুলের পেইন্টিং করা অত্যন্ত কঠিন কাজ। ছোট জায়গায় অনেকগুলো কালারের ফুলের পেন্টিং করা হয়েছে একটু অসাবধানতার কারণে ফুল পেইন্টিং গুলো এলোমেলো হয়ে যেতে পারে। যাই হোক আপনি খুব দক্ষতার সাথে ফুলের পেইন্টিং গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।
রংবে রঙের ফুলের চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে আপু ।যেটা করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
দিদি আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে খুব ফুলের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভেচ্ছা রইল।
রং-বেরঙের ফুলের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ আপনার দক্ষতা। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুলের চিত্র অঙ্কন করলেন। আমার খুবই ভালো লেগেছে।
খুবই ভালো লেগেছে আপু আপনার এত সুন্দর ফুল দেখে। এই ফুলগুলো পেইন্টিং করা খুবই কঠিন। অংকন করতে অনেক সময় লেগে যায়। যাইহোক অনেক সময় দিয়ে খুব সুন্দর কাজ করে দেখিয়েছেন। খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর ফুলের পেইন্টিং দেখে।
রংবেরঙের ফুলের চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। বিভিন্ন রঙের জল রং দিয়ে আপনি খুব সুন্দরভাবে ফুলের চিত্রটি এঁকেছেন। বিশেষ করে রংবেরঙের ফুল এর জন্য চিত্রটি দেখতে অনেক বেশী সুন্দর দেখাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।