বিরতির শেষ কাব্যে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
বিরতির শেষ কাব্যে একটু বিশ্রাম
তারপর আবার গভীর জঙ্গলে
হৃদয়ের তোলপাড় নিয়ে
আমাদের গল্পের সূচনা হলো একবার।
কেউ তো থাকবেই এই হৃদয়ের মিছিলে,
পুষ্পের সুগন্ধে বিস্তারিত আবদারে
একটা মশাল জ্বেলে আমরা কবিতা সাজাই,
তোমার চোখের তারায় তুমি কি শুনতে চাও?
বৈশাখের শেষ প্রান্তে একটু নিঃশ্বাস নিয়ে
আমাদের সবাই কবিতা নিয়ে আলোচনা হোক।
তুমি ভালো নাকি নিষ্ঠুর প্রেম বোঝো
কবিতা তো আমাদের একটু ছুটি দিতে পারতো,
গল্পের কোনো কঠোরতায় তুমি কি বলবে?
ভালোবাসি আমার এই কথা কি শুনবে,
নাকি অনন্তকাল বসে থাকবে আমার অপেক্ষায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দারুন লিখেছেন দিদি লাইনগুলো রোমান্টিক ভাবে তুলে ধরেছেন যার কারণে বেশি ভালো লেগেছে। চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনন্তকাল ধরে প্রিয় মানুষের প্রতীক্ষায় হয়তো কেটে যায় সময়। কখনো প্রতীক্ষার প্রহর শেষ হয়। কখনো পুরোটা জীবন লেগে যায় । দিদি আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি।
ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমরা অস্থির হয়ে থাকি। তাছাড়া ভালোবাসার মানুষের জন্য অনন্তকাল অপেক্ষা করতেও নাকি ভালো লাগে। শুনেছি এটাও এক ধরনের সুখ। যদিও বর্তমানে এমন সত্যিকারের প্রেম ভালোবাসা দেখা যায় না। যাইহোক কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে বৌদি। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই ভালোবাসা পূর্ণতা পাক, সজীবতায় ভরে যাক জীবন। অপেক্ষার অবসান ঘটুক। শুভেচ্ছা রইল দিদিভাই।
দারুণ লিখেছেন কবিতাটি দিদি। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আসলে ভালোবাসা এমন যা প্রিয় মানুষটির জন্য ভাবতে এবং সবকিছু করতে ভালো লাগে। ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করার মাঝেও প্রচুর সুখ রয়েছে।বেশ দারুন একটি কবিতা লিখেছেন দিদি ধন্যবাদ আপনাকে।
দারুন লিখেছো দিদি কবিতাটি। আসলে কবিতার ভাষা কঠিন হলে আমার আবার বুঝতে একটু কষ্ট হয়। তবে তারপরও তোমার আজকের লেখা কবিতাটি আমার মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। প্রত্যেকটা ভালোবাসা যেন পূর্ণতা পায়, সেটা আমরা সকলেই চাই। যাইহোক, দিদি তোমার কবিতার এই লাইনগুলো অনেক বেশি ভালো লাগলো আমার-