বেহালা নতুন দলের পূজো মন্ডপ

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বেহালা নতুন দলের পূজো মন্ডপের কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।

সপ্তমীর দিন আমরা বেহালার দিকে অর্থাৎ দক্ষিণ কলকাতার দিকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। পঞ্চমী থেকে দশমী আমরা প্ল্যান করেই নিয়েছিলাম যে কোন দিন কোথায় ঠাকুর দেখতে যাবো! তাই সপ্তমীর দিনকে বেহালা জায়গাটিকেই আমরা বেছে নিয়েছিলাম।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (12).jpeg


বেহালা পৌঁছে সেখানে নতুন দলে গিয়ে ঠাকুর দেখতে ঢুকলাম ।যেহেতু একটু দিনের বেলায় গিয়েছিলাম তাই কিছুটা ফাঁকা পেয়েছিলাম ।ঢুকেই দেখলাম বিশাল বড় একা ফুচকার স্টল করা হয়েছে । সপ্তমীর দিন ঠাকুর দেখার আগে এই পুজো প্যান্ডেলটি ছবি অনেকবার ফেসবুকে দেখেছি এবং তার সাথে দেখেছিলাম যে এই পূজা মন্ডপটি সবার কাছে খুব ভালো লেগেছে।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25.jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (1).jpeg

তাই যখন খুব কাছ থেকে আমরা মন্ডপ দেখতে প্রবেশ করছিলাম আমাদের কাছেও খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ পুরো মন্ডপ ফুচকা দিয়ে করা এবং সেটি রিয়েল ফুচকা দিয়ে পুরো মন্ডপটি বানানো।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (3).jpeg

এই থিমের নাম হচ্ছে তুষ্টি অর্থাৎ পূর্ণতার নির্মল আনন্দ ।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (5).jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (11).jpeg


আমরা হয়তো অনেকেই ভাবতে পারি শেষ পর্যন্ত ফুচকা? ঠাকুর দেখতে বেরোলে কে না ফুচকা খেতে ভালোবাসেন? কি আশ্চর্য ফুচকা এত জনপ্রিয় হয়েও খাদ্যের তালিকায় অথচ স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে অপুষ্টিকর ফুচকা নিয়ে যতই বলাবলি হোক না কেন ,বাদশাহী খানা থেকে মকটেল পিনা আজও তাকে কিন্তু কেউ টেক্কা দিতে পারেনি ।তাই নতুন দলের চোখের বালি সেই ফুচকা। যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। যাদের জন্য এই উৎসব ।যাদের ঘামে ও শ্রমে এই বিপুল আয়োজন এবারের পূজোর না হয় তাদের দিকে একটু ঝুকে থাক ।শুদ্ধসূচি সুস্থ রুচির মতো।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (13).jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (9).jpeg


ফুচকা তৈরি করতে যে সকল জিনিস লাগে এবং যেভাবে মানুষ তুষ্টি সহকারে ফুচকা খান সেই ভাবে মণ্ডপের গায়ে ছবি আঁকা হয়েছে। এবং অনেকে আছে শাল পাতায় ফুচকা দেয় এবং সেই শালপাতার মধ্যে ফুচকা রেখে পুরো মন্ডপটা তৈরি করা হয়েছে।

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (8).jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (7).jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.54.25 (6).jpeg

WhatsApp Image 2023-12-03 at 14.58.58.jpeg

আমাদের কাছে এই মন্ডপটি খুব ভালো লেগেছিল তাই এই পূজা মন্ডপ আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

দিদি এই মন্দিরের মূর্তি থেকে শুরু করে সব সাজসজ্জায় ইউনিক লেগেছে আমার কাছে। আমিও পুজো দেখার আগে প্ল্যানিং করে নিজে কোন দিনে কোথায় পূজা দেখতে যাবো। সপ্তমীর দিনে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন পূজা দেখতে গিয়ে। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বাহ্! কতটা নিখুঁতভাবে সবকিছু তৈরি করেছে,দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। সত্যিকারের ফুচকা দিয়ে পূজার মন্ডপ তৈরি করার ব্যাপারটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। সপ্তমীর দিন বেহালায় গিয়ে সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন বৌদি। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দিদি এই মন্দিরের মূর্তি থেকে শুরু করে সবকিছু খুব ইউনিক লেগেছে আমার কাছে।আপনি সপ্তমীর দিন চমৎকার সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে কোন জায়গায় যাওয়ার পরিকল্পনা আগে থেকে করে রাখলেই ভালো। সুন্দর ফটোগ্রাফি ও বর্ননায় দারুন লাগলো। ধন্যবাদ দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

বেহালা নতুন দলের পূজো মন্ডপ ভিন্ন ধরনের হয়েছে আপু। কারণ দেখতে দূর থেকে অসাধারণ হয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় হয়ে গেছে এই মন্ডপের ছবি গুলো। আপনারাও দেখতে গেলেন। দিনে গেলে লোকজন একটু কম থাকে। বিশেষ করে রাতে সবাই অনেক বেশি যাওয়া আশা করে। তো আপনি খুব সুন্দর সময় কাটালেন মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ।

 10 months ago 

বেশ দারুণ কনসেপ্ট ছিল, আমিও পুজো মণ্ডপের ছবিগুলো বেশ ভালোই উপভোগ করলাম দিদিভাই।

 10 months ago 

সপ্তমীর দিনে বেহালার পূজা মন্ডপে গিয়ে দারুণ সময় উপভোগ করেছো দিদি।আর পূজার সময়ে ফুচকার চাহিদা থাকে জমজমাট সেইসঙ্গে লেগে যায় ফুচকা খাওয়ার ভিড়।ফেসবুকের মাধ্যমে দেখে পূজা মন্ডপে যাওয়ার বিষয়টি ভালো লাগলো।মায়ের মূর্তি ও প্যান্ডেল ভালো ছিল,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62170.06
ETH 2415.65
USDT 1.00
SBD 2.65