কমেন্ট মনিটরিং রিপোর্ট [৩৩তম সপ্তাহ] ।। ২৮এপ্রিল ২০২৩
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ৩৩ তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | User name | Point | Comment | Remark |
---|---|---|---|---|
1 | @mohinahmed | 9.2/10 | 240 | কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
2 | @rahnumanurdisha | 9.2 | 224 | কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে। |
3 | @samhunnahar | 9/10 | 196 | কিছু কিছু জায়গায় বানান ভুল আছে ,তবে কমেন্টসের মান ভালো |
4 | @shimulakter | 9 | 195 | কমেন্টের মান ভালো থাকলেও কিছু জায়গায় বানান ভুল রয়েছে। |
5 | @monira999 | 8.9 | 184 | কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
6 | @bdwomen | 8.9 | 143 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে |
7 | @emranhasan | 8.7 | 117 | কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে। |
8 | @tasonya | 8.5 | 193 | সবকিছু ঠিক আছে। |
9 | @isratmim | 8.3/10 | 149 | জেনারেল পোস্টগুলো পড়ে আরও মন্তব্য করতে হবে তাছাড়া কমেন্টের মান ভালো। |
10 | @narocky71 | 8.3/10 | 143 | জেনারেল পোস্টগুলোতে তুলনামূলকভাবে মন্তব্য কম ।আর তার ফটোগ্রাফি পোস্টের কমেন্ট বেশি। |
11 | @pujaghosh | 8.2/10 | 106 | কমেন্টস এর মান ভালো, তবে মন্তব্য সংখ্যা আরেকটু বাড়াতে হবে। |
12 | @tanjima | 8.1 | 112 | সবকিছু মোটামুটি ঠিক আছে। |
13 | @rayhan111 | 8/10 | 114 | রেসিপি আর ফটোগ্রাফি পোস্টে কমেন্ট বেশি জেনারেল পোস্ট গুলোর থেকে। |
14 | @gopiray | 7.8 | 109 | ছোটখাটো কিছু সমস্যা ছাড়া সব ঠিক আছে |
15 | @maksudakawsar | 7.8/10 | 98 | সাত দিনের মধ্যে তিন দিন শুধু এক্টিভিটিস রয়েছে। তাছাড়া কিছু কিছু জায়গায় বানান ভুল আছে। |
16 | @hiramoni | 7.8 /10 | 85 | কমেন্টেসের মান ভালো, সবকিছুই ঠিক আছে। |
17 | @joniprins | 7.7 /10 | 125 | বানানের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে। |
18 | @jamal7 | 7.7 | 101 | মাঝে মাঝে ডাউনভোট পড়ে যায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কমেন্টের মান মোটামোটি ঠিক আছে। |
19 | @nevlu123 | 7.7/10 | 94 | এক্টিভিটিস কিছুটা কম। মন্তব্যের সংখ্যা বাড়াতে হবে । |
20 | @morioum | 7.7 | 89 | মোটামুটি সবকিছু ঠিক আছে। |
21 | @sumon09 | 7.6 /10 | 116 | কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে। |
22 | @litonali | 7.5 | 109 | জেনারেল পোস্টে কমেন্ট বাড়াতে হবে। |
23 | @bidyut01 | 7.5 | 107 | ছোটখাটো কিছু ভুল ছাড়া সব ঠিক আছে। |
24 | @green015 | 7.5/10 | 80 | এক্টিভিটিস খুবই কম। মন্তব্যের সংখ্যা বাড়াতে হবে। |
25 | @aongkon | 7.2 / | 96 | ভয়েস টাইপিং এর ফলে কিছু কিছু জায়গায় ছোটখাটো অনেক বানান ভুল রয়েছে। |
26 | @jibon47 | 7.2 | 82 | সবকিছু মোটামুটি ঠিক আছে। |
27 | @parul19 | 7.1 | 60 | কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
28 | @kazi-raihan | 7 | 98 | মাঝে মাঝে দাঁড়ি কমায় সমস্যা হয়, জেনারেল পোস্টে কমেন্ট বাড়াতে হবে। |
29 | @tania69 | 7.0 | 84 | নিজের পোস্টের রিপ্লাই শুধু, অন্যান্য ইউজারদের পোস্টে কমেন্টেসের সংখ্যা বাড়াতে হবে। |
30 | @kibreay001 | 7 | 80 | এক্টিভিসিট বৃদ্ধি করতে হবে, জেনারেল পোস্টে কমেন্ট বাড়াতে হবে। |
31 | @rupaie22 | 7/10 | 68 | মন্তব্যের সংখ্যা বাড়াতে হবে। |
32 | @ah-agim | 7 | 77 | ছোটখাটো কিছু ভুল ছাড়া সব ঠিক আছে। |
33 | @mostafezur001 | 6.5 /10 | 68 | কমেন্টসের মান আরও বৃদ্ধি করতে হবে, বানানের ব্যাপারেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। |
34 | @fasoniya | 6.2 /10 | 56 | কমেন্টসের মান আরও বাড়াতে হবে, বানান ও দাঁড়ি কমার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। |
35 | @mohamad786 | 6 | 87 | কমেন্ট এর মান আরো ভালো করতে হবে। তাছাড়া কমেন্টের সাইজ একেবারেই ছোট হয়েছে। |
36 | @johir65 | 6 | 70 | নিয়মিত হতে হবে, জেনারেল পোস্টে কমেন্ট বাড়াতে হবে। |
37 | @mahbubul.lemon | 5 | 56 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে। |
38 | @limon88 | 5 | 54 | এক্টিভিসিট বৃদ্ধি করতে হবে। |
39 | @nirob70 | 5 | 51 | সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত হতে হবে। |
40 | @selina75 | 4 | 54 | ইরেগুলার অ্যাক্টিভিটিস। জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন। |
41 | @tuhin002 | 4 | 46 | সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে । |
42 | @bristy1 | 4 | 44 | নিয়মিত হতে হবে, কমেন্টের মান বাড়াতে হবে এবং কমেন্ট বাড়াতে হবে। |
43 | @shyamshundor | 3 | 29 | কমেন্ট এর পরিমাণ কম হয়েছে। |
44 | @sshifa | 3 | 33 | সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত হতে হবে। |
45 | @miratek | 3 | 30 | সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত হতে হবে। |
46 | @selinasathi1 | 3.0 | 13 | সিয়াম ভাইয়ের অসুস্থতার কারণে ঠিক মত অ্যাকটিভ থাকতে পারেননি, এ কারণে কমেন্টেসের সংখ্যা খুবই কম। |
47 | @haideremtiaz | 1 | 12 | এক্টিভিটিস প্রায় শূন্যের কোঠায় এক্টিভিটিস বাড়াতে হবে। |
48 | @tauhida | 00 | 1 | সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত হতে হবে। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

*
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে বুঝতে পেরেছি এবার এক্টিভিস অনেক কম ছিল। আশা করি আগামী সপ্তাহে সবাই খুব ভালো করে এক্টিভিটিস বজায় রেখে আগের অবস্থায় ফিরে আসবেন। খুব সুন্দর একটি কমেন্ট মনিটরিং রিপোর্ট বের করার জন্য অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
এবার ও যারা কমেন্ট মনিটরিং এর ৩৩ তপোস্টে স্থান করে নিয়ে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই কমেন্ট মনিটরিং এর দায়িত্বে থাকা swagata21 দিদিকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা যদি অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে নিখুঁতভাবে কমেন্ট মনিটরিং এর প্রতিটি ব্লগারদের নির্বাচিত করে থাকেন।
কমেন্ট মনিটরিং রিপোর্টটি দেখে সত্যিই খুব ভালো লাগে। চেষ্টা করে যাচ্ছি কমেন্টস এর মান এবং সংখ্যা ধরে রাখতে। আমাদের সবার উচিত রিমার্কস ফলো করে কাজ করা। তাহলে সবার কাজের মান অনেক বৃদ্ধি পাবে। প্রতি সপ্তাহের ন্যায় রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
দেখতে দেখতে কমেন্ট মনিটরিং এর ৩৩তম সপ্তাহের রিপোর্ট প্রকাশ হয়ে গেল। সব সময় চেষ্টা করছি যথা সম্ভব পোষ্ট পড়ে কমেন্ট করার জন্য। কমেন্ট করে ভালভাবে চেক করে কমেন্ট সাবমিট করতে হবে। রিপোর্ট টি আমাদের খুবই উপকারি। ধন্যবাদ আপু।
প্রতি সপ্তাহেই এই কমেন্ট মনিটরিং রিপোর্টের জন্য অধীর আগ্রহে থাকি। কেননা এক সপ্তাহ জুড়ে যে কাজগুলো করি সংক্ষেপে এর বর্ণনা এই রিপোর্টের মাধ্যমে পেয়ে থাকি। অতি সপ্তাহের ভুলগুলো শুধরিয়ে কাজ শুরু করার চেষ্টা করি।
বরাবরের মতো কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগল। ঈদের ব্যস্ততার জন্য এই সপ্তাহে তেমন কমেন্ট করতে পারি নি। আশাকরি সামনে সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে।পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কমেন্ট মনিটরিং এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নিজের পয়েন্ট একটু ভালো জায়গায় রয়েছে। আশা করি সামনে সপ্তাহ থেকে জেনারেল পোস্টে কমেন্ট করে নিজের জায়গাটা আরো ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
কমেন্টে মনিটরিং রিপোর্ট টি দেখে ভালো লাগলো ৷ চেষ্টা করবো সামনের সপ্তাহে ভালো কিছু করার ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ভুল গুলো ধরিয়ে দেবার জন্য ৷ আর এই সপ্তাহে সবাই অনেক কম কমেন্ট করেছে ৷ হয়তো ঈদের জন্যই ৷ যা হোক সবার জল্যই শুভকামনা ৷
এই সপ্তাহে ঈদের ছুটিতে বাসায় ছিলাম। আর নেটওয়ার্কের সমস্যার জন্য কমেন্টস ঠিকমতো করতে পারিনি। আশা করছি পরবর্তী সপ্তাহে আবারো নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। অনেক সুন্দর ভাবে এই রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
পবিত্র ঈদ উপলক্ষ্যে এই সপ্তাহে অনেক ব্যবস্থাতার মধ্যে সময় পার করতে হয়েছে। যার কারনে এতটা সময় দিতে পারিনি। আশা করি সকল ব্যস্ততার রেশ কাটিয়ে আগামী সপ্তাহ থেকে আর ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি পেশ করার জন্য।