ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-05-02 at 23.04.00.jpeg

লেমন আইসড টি
এত গরমের সময় গরম চা খেতে ভালো লাগে না । কোনো কফি শপে গেলেই আইসড টি অর্ডার করি। ঠান্ডাও লাগে আর খেতেও খুব টেস্টি লাগে। আমার কাছে লেমন আইসড টি সবসময় প্রিয়। তাই প্রায় সময় এই টি খেয়ে থাকি।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-05-02 at 23.04.01.jpeg

চিকেন দোপেয়াজা
আমার অন্যতম প্রিয় একটি খাবার মেনকোর্সের মধ্যে।।প্রায় সময় রেস্টুরেন্টে গেলে তন্দুরি রুটির সাথে এই খাবারটা অর্ডার করি । আপনারা কখন ও এই খাবারটা খেতে পারেন ।দারুন খেতে হয় ।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-05-02 at 23.04.00 (1).jpeg

চিকেন টিক্কা কাবাব
বেশিরভাগ সময় আমরা আর্সেলানের চিকেন টিক্কা কাবাব খাই। কিন্তু গত দূদিন আগে আমরা নাগেরবাজার এর একটি ক্যাফে থেকে এই টিক্কা কাবা অর্ডার করেছিলাম ।সত্যি বলতে যেমন সফট ছিল তেমন সুন্দরভাবে গ্রিল হয়েছিল। সব মিলিয়ে কাবাবের দারুন টেস্ট ছিল ।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-05-02 at 23.04.53.jpeg

চিকেন wonton soup
চিকেন wonton সুপ আমার প্রথমবার ট্রাই করা ।যখন আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম তখন এই ওনটন সুপের কথা জানতে পেরেছিলাম। কিন্তু কখনো টেস্ট করা হয়নি ।এছাড়াও কলকাতার বেশিরভাগ রেস্টুরেন্টে এই স্যুপ পাওয়া যায়। কিন্তু কেমন টেস্ট হবে জেনে কখনও খাইনি। কিছুদিন আগে যখন একটি ক্যাফেতে গিয়ে আবার দেখলাম তাই ট্রাই করলাম। সত্যি কথা বলতে আমার কাছে একেবারেই ভালো লাগেনি ।খুব লাইট খেতে ,আর টেস্টও খুব কম। ওই যারা খুব হালকা খাবার খেতে ভালোবাসে তাদের জন্য এই সুপ বেস্ট ।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-05-02 at 23.04.19.jpeg

কুলফি মালাই
কুলফি মালাই নিয়ে কি বলবো ।কুলফি মালাই আমার ভীষণ প্রিয় একটি আইসক্রিম এর মতো বলা যেতে পারে ।আসলে এখানে গরমের সময় এই মালাই কলকাতা রাস্তায় সব জায়গায় বিক্রি হয়, প্রত্যেকেই মনে হয় এই মালাই খেতে ভালোবাসে ।কারণ এই মালাইয়ের টেস্ট দারুন হয়। আর ঠান্ডার সময় এরকম মালাই আর উপরে ফালুদা দিয়ে খেলে আরও খেতে ভালো লাগে ।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আইসড টি আমাদের দিকে সহজলভ্য না। তবে এই গরমে আমার পছন্দের তালিকায় উপরে থাকে কোল্ড কফি। কোল্ড কফি আমার অনেক পছন্দের। গরমে একটা প্রশান্তিও এনে দেয়। চিকেন দোপেঁয়াজা চিকেন কাবা কুলফি আইসক্রিম এসবের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে দিদি।

 2 months ago 

বিভিন্ন রকমের ফুল ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার এই ফুল ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আপু। খুব চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর ছিল প্রত্যেকটা খাবার।

 2 months ago 

ভাইয়া আপনি এখানে ফুল কোথায় পেলেন বুঝলাম না। আশা করি ভালোভাবে দেখে নিবেন।

 2 months ago 

অনেক সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। তবে প্রচন্ড এই গরমের মুহূর্তে যেকোনো ফলের জুস আমাদের জন্য উপকার। যাইহোক বেশ ভালো লাগলো সুন্দর সব রেসিপি বর্ণনা দেখে।

 2 months ago 

আপনার শেয়ার করা ফুড ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে দিদি।প্রত্যেকটি খাবার খুবই লোভনীয় লাগছে দেখতে। আর এই গরমের দিনে কুলফি মালাই দেখে একটু বেশিই লোভ লেগে গেল।

 2 months ago 

খুবই মজার মজার খাবারের ফটোগ্রাফি করেছেন। আসলে খাবারের এই ফটোগ্রাফি গুলো দেখে যেন খেতে ইচ্ছা করছে। অনেক ইউনিক ইউনিয়নের খাবার দেখতে পেলাম। বিশেষ করে কুলফি মালাই দেখে যেন বেশি খেতে মন চাইলো।

 2 months ago 

আমার তো গরমেও চা না হলে চলে না। কিন্তু আইস টি কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে বেশ মজাদার ছিল। তাছাড়া ঠিকই বলেছেন চিকেন দোপেঁয়াজার সাথে তন্দুরি রুটি হলে আর কিছু লাগে না। আর কুলফি মালাই এর কথা কি বলবো। এই গরমের মধ্যে দেখে ঠান্ডা লেগে যাচ্ছে। খুবই মজার একটি আইসক্রিম। এরকম মালাই এর উপরে ফালুদা প্রথম দেখলাম। লোভ লাগিয়ে দিলেন এত সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করে।

 2 months ago 

দিদি বেশ দারুন কিছু খাবারের ফটোগ্রাফি দিয়ে আজ আপনি আপনার পোস্টটি সাজিয়েছেন। আপনার আজকের পোস্ট টি দেখে তো দিদি বসে থাকতে পারছি না। কারন প্রতিটি খাবারই কিন্তু আমার কাছে দারুন প্রিয়। বিশেষ করে এমন গরমের মধ্যে তো এক গ্লাস জুস খাওয়াই যায়। ধন্যবাদ এমন সুন্দর খাবারের ফটোগ্রাফি করার জন্য।

 2 months ago 

আপনার ফুডফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু।সবগুলো খাবার দিতে অনেক বেশি লোভনীয় লাগছে। বিশেষ করে মালাই আইসক্রিম অনেক বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 months ago 

বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়ত খাবার গ্রহণ করে থাকি আর তাই খাবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই সাথে আমরা বাঙ্গালীরা ভোজনবিলাসী।দিদি আপনার খাবারের প্রতিটি ফটোগ্রাফি খুবই লোভনীয় লাগছে বিশেষ করে লেমন আইসড টি টা আমার ব্যাপক লেগেছে।আমি একজন চা প্রিয় মানুষ চা দেখলে নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়ে।সবমিলিয়ে অসাধারণ এবং লোভনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।সবসময়ই সুস্থ সুন্দর থাকবেন এই প্রত্যাশা করি।🙏🙏

 2 months ago 

বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। এই গরমে লেমন আইসড টি পান করতে ভীষণ ভালো লাগে। আর গরম চা দেখলে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। তাছাড়া চিকেন দোপেয়াজা এবং চিকেন টিক্কা কাবাব আমার ভীষণ পছন্দ। এই দুটি ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম বৌদি। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65021.86
ETH 3571.18
USDT 1.00
SBD 2.33