ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
মালাই চা
এই মালাই চা আমরা বারাসাতের একটি মিষ্টির দোকান থেকে খেয়েছিলাম। এর আগেও মালাই চা খেয়েছি কিন্তু এই চা এর টেস্ট জাস্ট দারুন। এই চামচটা দেওয়া হয়েছে শুধুমাত্র মালাই তুলে খাওয়ার জন্য। আর পুরো চা -টাতে মালাই ভর্তি ছিল। না খেলে বিশ্বাস করা যাবে না কি দারুন খেতে, আর আমার কাছে এই চা খুব ভালো লেগেছিল।
চিকেন ম্যাগনাম
এই চিকেন ম্যাগনাম আমরা নিউ টাউন থেকে খেয়েছিলাম। নাম শুনেই আমাদের খেতে ইচ্ছা হয়েছিল ।কিন্তু টেস্ট অনুযায়ী এর দাম খুব বেশি ছিল ।আর খেতে খুব ভালো ছিল না তাও জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম।
পেপার prawn
এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো। হঠাৎ করেই ব্ল্যাকস একদিন রাত্রেবেলা চিংড়ি এনে বলেছিল চিংড়ি ভেজে দিতে। কিন্তু আমার চিংড়ি না ভেজে মনে হল অন্যরকম কিছু একটা রেসিপি ট্রাই করি ।তাই বিভিন্ন সবজি দিয়ে এই চিংড়ি মাছটি রান্না করেছিলাম ।এবং দারুন খেতে হয়েছিল।
ফিস ফিঙ্গার
ফিশ ফিঙ্গার বিকেলের স্ন্যাকস হিসেবে খেতে খুবই ভালো লাগে ।মাঝে মাঝেই আমরা বিকেলবেলা বেরোলে এরকম ফিস ফিঙ্গার খেয়ে থাকি ।আর এই ফিস ফিঙ্গার এর টেস্ট খুব ভালো ছিল ।
এগ ফ্রাইড রাইস with চিলি চিকেন
এই কম্বটি আমরা ওয়াও চায়না রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম ।খুব কম দামে চাওমিনের সাথে চিলি চিকেন দেয় ।সব মিলিয়ে এই কম্বটি বেশ ভালো ছিল ।
ডিভাইস | Vivo v23 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দারুন একটি ফুড ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন দিদি ভিন্ন ভিন্ন খাবারের দৃশ্যগুলো অনেক লোভনীয় ছিল। তবে বারাসাতের মিষ্টির দোকান থেকে যে চা খেয়েছিলেন সেটা কিন্তু অনেক লোভনীয় ছিল হ্যাঁ হতে পারে ভিন্ন জায়গার চায়ের টেস্ট ভিন্নরকম।
লোভনীয় কিছু ফুড ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক খুশি হয়েছি আপু। চিকেন মাগনাম রেসিপি নামটা প্রথম জানলাম। তবে তার দাম বেশি ছিল খেতে তেমন সুস্বাদু ছিল না সত্যিই একটু হতাশ কর। যাই হোক সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
দিদি নমস্কার,
আজকের ব্লগে আজকের ফুট ফটোগ্রাফি গুলো দেখে তো মন ভরে গেলো ৷ কি চমৎকার লোভনীয় স্বাদের রেসেপি খাবার আহা ৷ মালাই চা আজকে প্রথম নাম শুনলাম এছাড়াও যত রকম ফুট ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ৷
অসংখ্য ধন্যবাদ দিদি ৷
বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। মালাই চা আমি প্রায় প্রতি সপ্তাহেই খেয়ে থাকি। কারণ মালাই চা আমার ভীষণ পছন্দ। মালাই চায়ের মধ্যে মালাই বেশি থাকলে খেতে খুব ইয়াম্মি লাগে। বিকেলের নাস্তা হিসেবে ফিশ ফিঙ্গার খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো লাগলো এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
দিদিভাই, ঘুমোতে যাওয়ার আগে দারুন কিছু খাবারের ছবি দেখে নিলাম। আর মনে মনে, স্বাদ উপভোগ করছিলাম।
আপনি মজার মজার কিছু খাদ্যের ফটোগ্রাফি করেছেন দিদি।বারাসাত এর মালাই চা দেখেই বুঝতে পারলাম খেতে মজার ছিল।ফটোগ্রাফি গুলো দারুন ছিল ।আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো দিদি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফিই বেশ লোভনীয় ছিল দিদি। চিকেন ম্যাগনাম টা আমার কাছে একেবারেই নতুন লাগলো। এর আগে আমি কোনদিন খাইনি এই খাবারটা। তবে সব থেকে ভালো লাগছে, দিদি তোমার নিজের হাতে তৈরি করা পেপার prawn রেসিপিটা। আর ফিশ ফিঙ্গার তো এমনিতেও আমার খুব পছন্দের ছিল একসময়। যাইহোক, দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।