কমেন্ট মনিটরিং রিপোর্ট ( পঞ্চদশ সপ্তাহ)২৩-১২-২০২২
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর পঞ্চদশ রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comments | Remarks |
---|---|---|---|---|
1 | @monira999 | 9.3/10 | 235 | কমেন্টসের মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
2 | @emranhasan | 9.3/10 | 207 | কমেন্টসের মান ভালো, সবকিছু ঠিক আছে। |
3 | @narocky71 | 9/10 | 196 | কমেন্টসের মান ভালো,সবকিছু মোটামুটি ঠিক আছে। |
4 | @bristy1 | 8.9/10 | 155 | সবকিছু ঠিক আছে। |
5 | @tasonya | 8.8/10 | 193 | মোটামুটি সবকিছু ঠিক আছে। |
6 | @tanjima | 8.8/10 | 141 | সবকিছু মোটামুটি ঠিক আছে। |
7 | @miratek | 8.7/10 | 109 | কমেন্টের সংখ্যা আরেকটু বাড়াতে হবে কিন্তু কমেন্টের মান অনেকটাই ভালো। |
8 | @ah-agim | 8.5/10 | 131 | কমেন্টের মান বৃদ্ধি করতে হবে। দাঁড়ি-কমার দিকে একটু নজর দিতে হবে। |
9 | @samhunnahar | 8.4/10 | 207 | কমেন্টসের মান ভালো,মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
10 | @green015 | 8.4/10 | 146 | আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে । তবে জেনারেল পোস্ট আরো পড়লে ভালো হবে। |
11 | @shimulakter | 8.3/10 | 196 | কমেন্ট এর মান আর একটু বাড়াতে হবে। কমেন্টের থেকে রিপ্লাই সংখ্যা অনেকটাই বেশি । |
12 | @emon42 | 8.3/10 | 119 | জেনারেল পোস্টে কমেন্টের সংখ্যা একটু বৃদ্ধি করতে হবে। |
13 | @rahimakhatun | 8.0/10 | 186 | কমেন্টসের মান ভালো, সব ধরনের পোস্টেই কমেন্টস করেছেন। |
14 | @litonali | 8/10 | 101 | কমেন্টে ছোটখাটো কিছু ভুল ছাড়া সব ঠিক আছে। |
15 | @rupaie22 | 7.8/10 | 111 | জেনারেল পোস্ট আরো পড়তে হবে । |
16 | @nevlu123 | 7.6/10 | 151 | মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
17 | @maksudakawsar | 7.5/10 | 273 | কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় বানানের অনেক ভুল আছে। |
18 | @limon88 | 7.5/10 | 96 | কমেন্টের সংখ্যা একটু বৃদ্ধি করতে হবে। |
19 | @anisshamim | 7.5/10 | 91 | কমেন্টের পরিমাণ কিছুটা কম হয়েছে। বাদবাকি সব ঠিক আছে। |
20 | @tania69 | 7.5/10 | 83 | অন্যের পোস্টে কমেন্ট এর পরিমাণ বাড়াতে হবে। |
21 | @bdwomen | 7.4/10 | 153 | কমেন্টসের মান মোটামুটি ভালো তবে কিছু কিছু জায়গায় বানানোর একটু প্রবলেম হয়েছে। |
22 | @parul19 | 7/10 | 130 | দুই এক জায়গায় বানানের একটু প্রবলেম ছিল, আর বাকি সব ঠিক আছে। |
23 | @gopiray | 7/10 | 104 | নিয়মিত হতে হবে, কমেন্টের চেয়ে রিপ্লাই এর সংখ্যা বেশি। সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে। |
24 | @shyamshundor | 7/10 | 77 | কমেন্টের পরিমাণ কম হয়েছে। |
25 | @selinasathi1 | 7/10 | 70 | কমেন্টের পরিমাণ কিছুটা কম হয়েছে। বাকি সব ঠিক আছে |
26 | @isratmim | 6.9/10 | 166 | কমেন্টসের মান মোটামুটি ভালই আছে কিন্তু জেনারেল রাইটিং এর কমেন্টসের সংখ্যা আরও বাড়াতে হবে। |
27 | @payelb | 6.9/10 | 63 | হঠাৎ করেই এক্টিভিটিস অনেকটা কমে গেছে । আর তার সাথে কমেন্টের সংখ্যাও অনেকটা কমে গেছে ।এছাড়া কমেন্টের মান ভালো। । |
28 | @jibon47 | 6.8/10 | 147 | কমেন্টসের মান মোটামুটি ঠিক আছে কিন্তু জেনারেল রাইটিং এ কমেন্টস এর সংখ্যা খুবই কম। |
29 | @engtariqul | 6.5/10 | 93 | সপ্তাহে ৪ দিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন। বাকি কমেন্ট ও রিপ্লাই ৩ দিনেই করেছেন। একটৃ নিয়মিত হতে হবে। |
30 | @mostafezur001 | 6/10 | 84 | সপ্তাহে ৪ দিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন। বাকি কমেন্ট ও রিপ্লাই ৩ দিনেই করেছেন। একটৃ নিয়মিত হতে হবে। |
31 | @razuahmed | 6.0/10 | 70 | নিজের পোস্টের রিপ্লাই বেশি, এছাড়া দুই দিন কোনো কমেন্টস করেন নি। |
32 | @bobitabobi | 6/10 | 73 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস। অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে। |
33 | @rahnumanurdisha | 6/10 | 66 | এক্টিভিটিস একবারেই কম। জেনারেল পোস্টে কমেন্টের সংখ্যা কম, বেশির ভাগ রেসিপি পোস্টে কমেন্ট করেন। কমেন্টের মান বাড়াতে হবে। |
34 | @aflatunn | 5.9/10 | 105 | একদিন কমেন্ট করে বাকি পাঁচ দিন কোনো কমেন্ট নেই আবার ৬ দিনের দিন কমেন্ট ,এটা নিয়মের মধ্যে পড়ে না । |
35 | @joniprins | 5.8/10 | 46 | দুই এক জায়গায় বানানের একটু প্রবলেম ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে। |
36 | @rayhan111 | 5/10 | 93 | এক জাতিয় কমেন্টের সংখ্যা বেশি, কমেন্টের মান বৃদ্ধি করতে হবে। এর আগে ও বলা হয়েছে কিন্তু আপনি একই কাজ বারবার করছেন। পরর্বতী সপ্তাতে আবার চেক করা হবে। |
37 | @farhantanvir | 5/10 | 78 | ইরেগুলার কমেন্টএকটিভিটিস। ৭৮ টা কমেন্ট এর ভেতর একদিনে ৫৬ টা কমেন্ট করেছেন |
38 | @ronggin | 5/10 | 67 | নতুন করে আপনাকে কিছু বলার নেই । |
39 | @kazi-raihan | 5/10 | 64 | অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ বাড়াতে হবে |
40 | @wahidasuma | 5/10 | 53 | বরাবরই ভাল কমেন্ট করেন তবে এই সপ্তাহে অসুস্থ থাকার কারণে এক্টিভিটিস বাড়াতে পারেননি। |
41 | @sajjadsohan | 4/10 | 41 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস। কমেন্টের পরিমাণও কম হয়েছে। |
42 | @mahbubul.lemon | 4/10 | 38 | এক্টিভিটিস একবারেই কম। নিয়মিত হতে হবে। |
43 | @roy.sajib | 4/10 | 29 | কমেন্ট এর পরিমাণ খুবই কম হয়েছে। |
44 | @johir65 | 3/10 | 41 | সপ্তাহে প্রায় ৫ দিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন। বাকি কমেন্ট ও রিপ্লাই ২ দিনেই করেছেন।একটু নিয়মিত হতে হবে। |
45 | @tauhida | 2/10 | 20 | এক্টিভিটিস বাড়াতে হবে। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
*
উপরের দিক থেকে ক্রমান্বয়ে প্রফোর্মন্স ড্রপ হতে হতে শুধু 1 রেটিং দেখার বকি ছিল হাহা
যাইহোক সবার উন্নতি ঘটুক এমনটাই প্রত্যাশা।
কমেন্ট মনিটরিং রিপোর্টের মাধ্যমে আমরা সকলেই নিজেদের কমেন্টের মান উন্নয়ন করতে পারি। আসলে এই উদ্যোগটি আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকেই সকলের প্রতিদিনের একটিভিটিজ গুলো দেখে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি এত কষ্ট করে এই রিপোর্টটি তৈরি করার জন্য।
শারীরিকভাবে অসুস্থ থাকায় এই সপ্তাহে নিজের ভালোটা দিতে পারিনি,আমি অত্যন্ত দুঃখিত।ইনশাল্লাহ চলমান সপ্তাহ অনেকটাই ভালো যাবে।
সবার জন্য শুভ কামনা 🖤
রিপোর্টটি দেখে অনেক ভালো লাগছে, সবার পুরো সপ্তাহের কমেন্ট অ্যাক্টিভিটি এখানে উল্লেখ রয়েছে এবং যার যার সমস্যা রয়েছে,সেটি এখান থেকে নোট করতে পারবে ধন্যবাদ।
কমেন্ট মনিটরিং রিপোর্ট আমার অনেক ভালো লাগে কারণ এই রিপোর্ট থেকে অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু শেখা যায়।কোথায় ভুল হয়েছে এবং কোথায় ঠিক আছে কোন জায়গায় আমার উন্নতি ঘটাতে হবে সেই বিষয়ে আপনারা খুব সুন্দর পরামর্শ দিয়ে থাকেন।ধন্যবাদ প্রিয় কমেন্ট মনিটরিং টিম কে এমন সুন্দর একটি সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করে আমাদের উপকার করার জন্য।
গত সপ্তাহে পারিবারিক একটু সমস্যা থাকার কারণে ঠিকমতো কমেন্ট করতে পেরেছিলাম না যার কারণে নিজের নাম অনেক নিচে গিয়ে খুঁজতে হয়েছে। আশা করি এই সপ্তাহে আবার ধারাবাহিকভাবে নিজেকে তুলে ধরতে পারবো।
কমেন্টস মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে সবার কমেন্ট এর মান অনেক ভালো হয়েছে। সবাই চেষ্টা করছে নিজের ভুলগুলোকে শুধরে নিতে। অন্যের পোস্ট ভালোভাবে পড়ে কমেন্ট করার চেষ্টা করছে সবাই। আর বানানের ব্যাপারেও সবাই বেশ সচেতন হয়েছে।
ধন্যবাদ জানাই সকল মেম্বারকে যারা কঠোর পরিশ্রম এবং সময় নিয়ে প্রতিটি পোস্ট সুন্দর ভাবে পড়ে তারপর কমেন্ট করে এ সপ্তাহের কমেন্ট মনিটরিং এ স্থান করে নিয়েছেন। আশা করি সামনে থেকে আমরা আমাদের নামটি ভবিষ্যতে এই স্থানে দেখতে পাবো।
কমেন্ট মনিটরিং রিপোর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এই রিপোর্টের এর মাধ্যমে আমরা আমাদের ভুল ক্রটি সম্পর্কে জানতে পারি। আমার সমস্যা গুলো আশাকরি ঠিক করে নেব।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে রিপোর্টি প্রকাশ করার জন্য।