ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
মটন বিরিয়ানি
আর্সেলানের বিরিয়ানি এককথায় দারুন। এটা আমাদের কলকাতায় সবাই জানে ।এখানকার বিরিয়ানির সবচেয়ে স্পেশালিটি হচ্ছে খুব হালকা এবং সুন্দর খেতে হয় মানে বিরিয়ানির চালটা খুব ভালো দেয়। তার সাথে মটন বা চিকেনের যে পিস থাকে সেটাও দারুন খেতে হয় ,সবমিলিয়ে আর্সেনালের বিরিয়ানির দারুন টেস্ট। আমার যখনই বিরিয়ানি খেতে মন চায় তখনই আমি আর্সলান থেকেই বিরিয়ানি খাই।
চিকেন আচারি মসালা
চিকেন আচারি মাসালা আমি প্রথমবার খেয়েছিলাম।খেতে খুব একটা খারাপ নয়, কিন্তু হালকা টক টক লাগবে। যে কারণে বিরিয়ানির সাথে খুব একটা ভালো লাগবে না। বিশেষ করে রুটির সাথে হলে খুব ভালো লাগবে এই আইটেমটি।
আর্সেনালের স্যালাড
যেকোনো রেস্টুরেন্ট স্যালাড নিতে হলে সেখানে শসা, টমেটো, গাজর ,পেঁয়াজ মাস্ট এগুলো থাকে ।কিন্তু যেহেতু আর্সেলান থেকে স্যালাড নিয়েছিলাম সেহেতু খুব সুন্দর ভাবে কাটিং করে আই লাভ A অর্থাৎ আর্সলান বোঝানোর জন্য সালাদের উপর ডেকোরেশনটা করেছেন যাতে করে ভীষণ সুন্দর দেখতে লাগছিল।
কেএফ সি-র চিকেন উইংস
কেএফসি তে বুধবার করে একটা স্পেশাল অফার থাকে যেখানে চিকেন উইংসের দাম অনেকটাই কম থাকে অন্যান্য দিনের তুলনায় , কেএফসি চিকেন উইংস খেতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এই উইংস এর বাকেটটা অর্ডার করেছিলাম এবং দারুন টেস্ট ছিল।
গন্ধরাজ চিকেন মোমো
গন্ধরার চিকেন মোমো নামটা শুনে ই বুঝতে পারছেন একটা আলাদাই টেস্ট হবে খেতে। নরমাল মোমো যেভাবে করা হয়,সেরকম না। এখানে গন্ধরাজ লেবুর একটা হালকা ফ্লেভার থাকে তাতে করে দারুন খেতে হয় ।আর ভিতরে যে চিকেনের পুরটা থাকে সেটাও তো সব সময় ভালো লাগে। নতুন খাবারটি ট্রাই করার জন্য গন্ধরাজ চিকেন মোমো নিয়েছিলাম আর খেতে জাস্ট দারুন ছিল ।
ডিভাইস | Vivo v23 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আশা করি দিদি ভালো আছেন? আজ আপনি বেশ চমৎকার কিছু ফুড ফোটোগ্রাফি করেছেন। মটন বিরিয়ানি খাওয়ার অনুভূতি বেশ দুর্দান্ত। গন্ধরাজ চিকেন মোমো দেখে দিদি খেতে খুব ইচ্ছে করতেছে। গন্ধরাজ চিকেন মোমো দেখে ভালো লাগলো। কেএফ সি-র চিকেন উইংস স্বাদ অসাধারণ। এত চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দিদি আপনার ফুড ফটোগ্রাফি মানে হলো বসে বসে নিজের জিভের পানি পড়তে দেখা। কিন্তু কি করবো পরে পরুক গিয়ে। তবুও একটি মন্তব্য না করে উঠবো না। আজ তো দেখছি সব লোভনীয় আইটেম নিয়ে হাজির হলেন। প্রতিটি ফটোগ্রাফি কিন্তু অসাধারন ছিল দিদি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
দিদি ফুড ফটোগ্রাফি দেখা মানেই চোখ দিয়ে খাওয়া। 😂খুব চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো খাবারের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। খেতে ও ভীষণ মজার বললেন।তবে তো হলোই, সবকিছু মিলিয়ে দারুন।
দিদি খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। মাটন বিরিয়ানি, কেএফসি চিকেন উইংস এবং মোমো আমার ভীষণ পছন্দ। আসলেই বিরিয়ানির চালটা ভালো হলে,বিরিয়ানি খেতে দারুণ লাগে। সালাদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো দিদি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন দিদি। খাবারগুলো যেমন মজা খেতে তেমনি ফটোগ্রাফিগুলোও জাস্ট অসাধারন হয়েছে। বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। অনেক ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
দিদি আপনার খাবারের ফটোগ্রাফি গুলো সব সময় ভালো লাগে। আপনি এত চমৎকার এবং লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক মজাদার ছিল প্রতিটি খাবার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
দিদি খুবই চমৎকার ফুড ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা খাবার খুবই লোভনীয়। সত্যিই তারা আর্সলান বোঝার জন্য এত সুন্দর ভাবে সালাদের উপর ডেকোরেশন করেছে যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। গন্ধরাজ চিকেন মোমো কখনো খাওয়া হয়নি তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এত লোভনীয় ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দিদিভাই, এই মাঝরাতে এই সুস্বাদু খাবার গুলো দেখলে এমনিতেই পেটের ভিতরে নড়েচড়ে ওঠে। অনেক লোভনীয় ছিল খাবারগুলো।
চিকেন আচারি মাসালা দেখতে খুবই লোভনীয় লাগছে। রুটি কিংবা পরোটার সাথে টকটক ফ্লেভারের এই খাবারটি খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। স্যালাড ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আই লাভ A এই লেখাটি ফুটিয়ে তোলার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
দিদি ইন্ডিয়াতে গেলে কলকাতার কেএফসিতে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে। দিদি এরকম সুন্দর ইউনিক খাবার দেখে তো লোভ লেগে যাচ্ছে। আপনার ফটোগ্রাফি করা প্রতিটি খাবারই অনেক লোভনীয়। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর ফুড ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।