সংশয় :একটি কবিতা
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।ভালোবাসা হোক কিংবা বিরাহ সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।আমার আজকের কবিতায় এমনি কিছু প্রতিফলিত হয়েছে।
ভালবাসার অদম্য দৃষ্টিতে নীরব আবেদনে
সে তার কোমল হৃদয়ের গোলকধাঁধায় ভয় কে আশ্রয় দিলো,
একসময় প্রখর শিখা এখন ঝিকিমিকি আলো,
সন্দেহগুলি ছায়ায় বিশ্রাম নেয় আনন্দকে ম্লান করে দিয়ে।
"সে কি আমাকে কম ভালোবাসে?" সে চুপচাপ চিন্তা করে,
সময়ের দ্রুত স্রোত তাদের হৃদয়কে টেনে নিয়ে যায় সংসারে।
তার তৃষ্ণার্ত চোখ তার একটি নীরব আবেদন
ছেলেটি বুঝবে আর ভিতরে ভিতরে অসম্ভব ভালো ও বাসে।
ভালোবাসা হারানো প্রতিসাম্যের জন্য একটি মরিয়া অনুসন্ধান।
তবুও তার অজানা তার হৃদস্পন্দন অবিচলিত,
প্রেম স্থায়ী, অটল, স্থায়ীভাবে নির্মিত হয়।
প্রতিটি দীর্ঘশ্বাস সে নিঃশ্বাস ফেলেছে সে গভীর লালন করেছে,
একটি প্রতিশ্রুতি তারা দুজনেই পালন করে যায়।
যদিও না বলা কথাগুলো বাতাসে ভর্তি হয়ে আছে,
প্রেমের ফিসফিস তাদের এখন ভীষণ দরকারি।
নিরিবিলিতে গল্পের আসর বসুক দুজনে
কেটে যাক সময় ভালোবাসা হোক বিস্তৃত।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু আপনার কবিতা গুলো সব সময় খুবই সুন্দর হয়। আজকের কবিতাটা পড়েও ভীষণ ভালো লাগলো। মনে হলো কবিতার মাঝে একটা গল্প লুকিয়ে আছে। এরকম কবিতা পড়তে অনেক সুন্দর অনুভূতি হয়। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা বাস্তবতা ও কল্পনা নিয়ে লেখা হয়। মনের অনুভূতি দিয়ে সাজানো ভালোবাসা ও বিরহ সব কবিতায় স্থান পায়। বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন দিদি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
লাইনগুলো দারুণ লিখেছেন দিদি একদম প্রতিটা লাইনে যেন ভালোবাসার অনুভূতিটা তুলে ধরেছেন। আসলে রোমান্টিক কবিতা পড়তে বেশি ভালো লাগে তাই আপনার কবিতাটা আমার কাছে একটু বেশি পছন্দ হয়েছে। চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি। আপনার কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আজকের কবিতার ভাষাগুলো ছিল অনেক গভীরতা সম্পন্ন। আর এই কবিতার মাধ্যমে ভালোবাসার বিরহের মুহূর্তগুলো যেন আপনি ফুটিয়ে তুলেছেন।
কবিতা তো মানুষের মনের আবেগ গুলো কে কলমের কালিতে ফুটিয়ে তুলে। মনে যে কথা গুলো শেয়ার করা যায় না, সে কথা গুলোই কবিতা হয়ে ঝড়ে পড়ে সাদা কাগজে। সংশয় নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আজ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি সত্যি অনেক সুন্দর।
চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপু আপনি। সংশয় কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। মাঝেমধ্যে আমরা অনেক কিছুর ক্ষেত্রে সংশয়ে পড়ে যাই। কারণ প্রিয় মানুষ ভালোবাসে কিনা সে ব্যাপারটা নিয়ে। তবে কিছু কিছু মানুষ আছেন নীরবে কাউকে ভালোবসে যায়। একেক জনের ভালবাসার ধরন একেক রকমের হয়ে থাকে। আপনার লেখা কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতি খুঁজে পেয়েছি।
আপু আপনার লেখা সংশয় শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মাঝে এক অন্যরকম ভালোবাসার চমৎকার অনুভূতি দারুন ভাবে ফুটে উঠেছে। একই সাথে কবিতার ভাষাগুলো অত্যন্ত সহজ সরল হয়েছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দারুণ লেগেছে দিদি আজকের কবিতাটি, কবিতার কথাগুলো, শব্দের আড়ালে থাকা অনুভূতিগুলো বেশ ভালোভাবেই হৃদয় ছুঁয়েছে। বিশেষ করে শেষের চার লাইন পুরো কবিতার পূর্ণতা। অনেক ধন্যবাদ
ভালোবাসা এবং বিরহের কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতাটি বেশ মনোযোগ সহকারে পড়লাম। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। সবমিলিয়ে বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি কবিতা লিখেছেন দিদি, কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতাটির মধ্যে অর্থের গভীরতা অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে।