সিকদার বাগানের পুজো মন্ডপ
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমরা সপ্তমীর দিন হাতিবাগানের প্রত্যেকটি ঠাকুর দেখেছিলাম। সেখানেই হচ্ছে শিকদার বাগান। সিকদার বাগানের ঠাকুর একটি ছোট গলির মধ্যে খুব ছোট্ট একটি জায়গার মধ্যে খুব সুন্দরভাবে একটি থিম ভাবনাকে তুলে ধরা হয়েছে। যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সাথে সেই থিম ভাবনা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
শুদ্ধসূচির অর্থ হল শুদ্ধতার তালিকা ।বর্তমান সমাজে প্রায় রোজই চুরি ,ডাকাতি, মানব হত্যা,শ্লীলতা হানি ধর্মের নামে মানুষকে ভুল শিক্ষা দেওয়া ইত্যাদি খবর জানতে পারছে আমরা প্রতিমুহূর্তে।
যা থেকে প্রমাণ হয় সমাজে অশুদ্ধ মনসম্পন্ন এবং অশুদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষের পরিমাণ বেড়েছে।
আমরা জানি গঙ্গাজল শরীরে দিলে দেহ শুদ্ধ হয় কিন্তু সমাজে থাকা অসত্য মানুষদের শুধুমাত্র দেহ শুদ্ধ হলেই চলবে না তাদের অন্তর থেকে শুদ্ধ হতে হবে ।মানুষকে তার অন্তর শুদ্ধ করতে হলে অন্তরে থাকা মন ,বুদ্ধি ও আত্মাকে সুস্থ করতে হবে ।তাই এই সিকদার বাগানের পুজোর থিম ভাবনার মাধ্যমে মানুষ কিভাবে শুদ্ধ হবে সেই শুদ্ধতার কিছু তালিকা তুলে ধরা হয়েছে।
যেমন -
১)দেহ শুদ্ধ হয় গঙ্গা জলে ।
২)মন শুদ্ধ হয় সত্যের দ্বারা
৩) বুদ্ধি শুদ্ধ হয় সঠিক জ্ঞানের দ্বারা
৪)আত্মা শুদ্ধ হয় ধ্যান ও পূজা অর্চনার দ্বারা।
আজকের পুরো পোষ্টটি পড়লে বোঝা যাবে কত সুন্দরভাবে পুরো থিমটাকে তুলে ধরা হয়েছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সিকদার বাগানের পূজা মন্ডপের ডেকোরেশন ও আলোকসজ্জা এক কথায় চোখ ধাঁধানো দিদিভাই। দারুণ উপভোগ করলাম ফটোগ্রাফি গুলো।
যথার্থ বলেছেন।
সিকদার বাগানের পূজা মন্ডপ দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি তাদের থিমটাও দারুণ লেগেছে। দিনদিন খারাপ মানুষের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি সমাজের বেশিরভাগ মানুষ একে অপরের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। মোটকথা বেশিরভাগ মানুষের মন-মানসিকতা একেবারে জঘন্য। তাদের থিম ভাবনার মাধ্যমে মানুষ কিভাবে শুদ্ধ হবে,সেই তালিকা দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি এই তালিকা অনুযায়ী চললে, অনেকের মন-মানসিকতা ভালোর দিকে রুপান্তরিত হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
বর্তমান সমাজের মানুষ এতটাই অসৎ এবং পাপিষ্ঠ হয়ে যাচ্ছে, যার কারণে সমাজ ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এখানে দেহ, মন, আত্মা ও বুদ্ধি শুদ্ধির যে ব্যাপার গুলো তুমি উল্লেখ করেছো, সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে দিদি। তাছাড়া তোমার শেয়ার করা সিকদার বাগানের পুজো মন্ডপের এই থিমটা অনেক ভাল ছিল, বেশ ইউনিক লেগেছে থিমটি আমার কাছে।