আর্ট গ্যালারির কিছু এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে রবীন্দ্র সদন আর্ট গ্যালারির কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।



আজ থেকে এক বছর আগে আমি রবীন্দ্রসদন আর্ট গ্যালারিতে গিয়েছিলাম। এই রবীন্দ্র সদন আট গ্যালারিতে আমি বেশ কয়েকবার গিয়েছি শুধুমাত্র আঁকার এক্সিবিশন দেখার জন্য । আঁকার প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে রয়েছে।বলতে গেলে খুব ভালোবাসি। কলকাতার বিশাল বড় ইমোশন রবীন্দ্রসদনে অবস্থিত বিশেষ করে ছোট থেকে বড় সমস্ত শিল্পীরা নিজেদের আঁকা এক্সিবিশনের জন্য এখানে রাখে। এবং সেই সকল আঁকা দেখার জন্য বহু মানুষ আসে এবং কোনো আঁকা পছন্দ হলে সেটা কিন্তু কিনেও নেয়। শিল্পীরা যে কত ধৈর্য্য ধরে আঁকে তা কিছু কিছু জিনিস না দেখলে বোঝা যাবে না। আসলে মানুষ যখন মনের ভাব প্রকাশ করতে পারে না তখন কিন্তু এই আঁকার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে দেয় ।যে সেটা বোঝে সে কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারে।

আজ তেমন কিছু নিখুঁত আঁকা ছিল সত্যি কথা বলতে তেমন কিছু বললে ভুল হবে ,আমার কাছে প্রত্যেকটি আকাই খুব ভালো লেগেছে। এই আঁকাগুলো যতবার দেখছিলাম ততবার মনে হচ্ছিল আরও কিছুক্ষণ দেখি । এই দেখার কোনো শেষ নেই । সেই সকল আর্ট আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।




আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-07-28 at 02.03.13 (1).jpeg


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-07-28 at 02.03.13.jpeg


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-07-28 at 02.03.14 (2).jpeg


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-07-28 at 02.03.13 (2).jpeg


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-07-28 at 02.03.14.jpeg


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2024-07-28 at 02.03.15.jpeg


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2024-07-28 at 02.03.14 (1).jpeg


ডিভাইসredmi note9
লোকেশন(রবীন্দ্র সদন আর্ট গ্যালারি )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 2 months ago 

রবীন্দ্র সদন আর্ট গ্যালারি তে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন তাহলে।‌ যদিও আমার কখনো আর্ট গ্যালারিতে যাওয়া হয়নি।‌ প্রত্যেকটা আর্ট আসলেই খুব সুন্দর এবং নিখুঁত। বেশ ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ দিদি এত নিখুঁতভাবে অংকন করা আর্ট গুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ছবিগুলো সত্যিই অসাধারণ। এই আর্ট গ্যালারিতে আমিও মাঝেমাঝে যাই। বিশেষ করে কবিতার ডাকে বাংলা অ্যাকাডেমি চত্বরে গেলে। ভীষণ ভালো লাগে। অসাধারণ কিছু ছবি দেখালেন আপনি দিদিভাই। অনেক ভালোলাগা।

 2 months ago 

রবীন্দ্রসদন আর্ট গ্যালারি থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছো বৌদি।মনের না বলা কথাকে আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা যায়।আর তুমি যে আর্টকে ভালোবাসে সেটা কিন্তু তোমার সুন্দর আর্ট দেখলে বেশ বোঝা যায়।ভালো লাগলো ফটোগ্রাফিগুলি দেখে,ধন্যবাদ বৌদি।

 2 months ago 

আপু আপনি রবীন্দ্র সনদ আর্ট গ্যালারিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন, প্রতিটা ফটোগ্রাফি আলাদা আলাদা রকমের সুন্দর লাগছে। রবীন্দ্র সনদ গ্যালারিতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এটা ঠিক বলেছেন দিদি শিল্পীরা অনেক ধৈর্য সহকারে আর্ট করেন বলেই তাদের আর্ট গুলোর মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। অনেকদিন আগে আর্ট গ্যালারিতে গিয়েছিলেন আর সুন্দর সব ফটোগ্রাফি গুলো করেছিলেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

দিদি আপনি আর্ট করতে পছন্দ করেন তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি।আপনি গত বছর আর্ট গ্যালারিতে গিয়ে চমৎকার কিছু আর্টের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলেন।যার প্রতিটি আর্টই চমৎকার হয়েছে বলতে হয়।সত্যি শিল্পীরা যে কত ধৈর্য ধরে আর্ট গুলো করেছেন তা বেশ বুঝতে পারছি।

 2 months ago 

দারুণ ফটোগ্রাফি সংগ্রহ করলেন রবীন্দ্রসদনথেকে। যেহেতু সেখানে সুন্দর সুন্দর চিত্র আঁকার দৃশ্য দেখা যায় এবং অভিজ্ঞতা অর্জন হয় তাহলে সেখানে যাওয়াটাই ভালো আমার মতে। আপনি যে কয়টি চিত্র আমাদেরকে শেয়ার করলেন বেশ অভিজ্ঞতা দিয়ে আঁকা ছবিগুলো। অনেক সুন্দর সময় কাটিয়ে ছিলেন এক বছর আগের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন। দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আসলেই শিল্পীরা আর্টের মাধ্যমে অনেক কিছুই প্রকাশ করে। সেটা অনেকে বুঝতে পারে,আবার অনেকে বুঝতে পারে না। আর্ট গ্যালারিতে ঘুরাঘুরি করে বিভিন্ন ধরনের আর্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাইহোক দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করেছেন বৌদি। আর্ট গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 2 months ago 

রবীন্দ্র সদন আর্ট গ্যালারি থেকে দেখছি অনেক সুন্দর সুন্দর আর্টের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা শিল্পী তাদের বিভিন্ন রকম আর্টের মাধ্যমে অনেক কিছুই বুঝিয়ে থাকে। এরকম আর্ট গুলো অনেক বেশি সময় ব্যবহার করে অঙ্কন করে থাকে শিল্পীরা। এক বছর আগের ফটোগ্রাফি হলেও আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে তো খুব ভালো লেগেছে। শিল্পীরা অনেক বেশি ধৈর্য ধরে আর্টগুলো অঙ্কন করেছে, এটা তো দেখেই বুঝতে পারছি। আর্ট গ্যালারিতে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি সুন্দর ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে।

 2 months ago 

আসলে মানুষ যখন মনের ভাব প্রকাশ করতে পারে না তখন কিন্তু এই আঁকার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে দেয় ।যে সেটা বোঝে সে কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারে।

এই কথার সঙ্গে একদম সহমত পোষণ করছি দিদিভাই।

চিত্রকর্ম গুলো নিয়ে কিছু বলতে চাই না, কেননা সেগুলো প্রত্যেকটাই দারুণ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71