প্লেডো দিয়ে ফুল তৈরি🌸
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে প্লেডো দিয়ে ফুল তৈরি করে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।।চলুন তাহলে শুরু করা যাক।
আজ সারাটা দিনই বেশ ব্যস্ততার মধ্যে কেটে গেছে। সন্ধ্যেবেলা আবার আজকে আমরা বেরিয়েছিলাম ।আর আমাদের বেরোতে দেখে টিনটিনও আমাদের সাথে বেরোতে চাইলো ।তাই ওকে নিয়েও কিছুক্ষণ ঘুরে আসলাম। প্রথমেই আমরা ফুচকা খেতে গিয়েছিলাম । টিনটিন কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে ।আর আমাদের সাথে ও তালে তাল মিলিয়ে বেশ কয়েকটা ফুচকা খেলো ।তারপর আমরা ওকে নিয়ে কেক কিনে বাড়ি চলে আসলাম।
বাড়ি আসার সাথে সাথেই বেশ দুষ্টুমি শুরু করে দিল। কিছুতেই ওকে থামানো যাচ্ছিল না । তারপর খেলতে চাইলো। আর এখন ওর সাথে খেলার সঙ্গী হচ্ছি আমি ।ও হঠাৎ করে প্লেডো নিয়ে বসে পড়ল। আর আমাকে একটা ফুল বানিয়ে দিতে বলল।
কথা না শুনলে আবার কান্নাকাটি শুরু করে দেবে।তাই নিজের মতন করে প্লেডো দিয়ে আমিও ফুল বানালাম। সেই ফুলটাই আমি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
উপকরণ
•সবুজ, হলুদ ও লাল রঙের প্লেডো
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
প্রথমে লাল রঙের প্লেডোকে হাত দিয়ে গোল করে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর একইভাবে আরো পাঁচটা গোল করে নিলাম।
চতুর্থ ধাপ
এরপর সেই লাল রঙের প্লেডো গুলোকে হাত দিয়ে চেপে চেপ্টা করে নিলাম।
পঞ্চম ধাপ
এরপর পাঁচটা ফুলের পাপড়ির মতো দেখতে হয়ে গেলে কুড়ি করার জন্য হলুদ রঙের প্লেডো গোল করে নিলাম।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
এরপর দুটো পাতা বানিয়ে নিলাম সবুজ রঙের প্লেডো দিয়ে।
অষ্টম ধাপ
এইভাবে সম্পূর্ণ ফুলটি তৈরি হয়ে গেল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
টিনটিন কে নিয়ে প্লে ডো দিয়ে সময় কাটিয়েছেন তাহলে। প্লে ডো ব্যবহার করে খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন দিদিভাই। লাল এবং হলুদ রঙের কালার টা খুবই দারুণভাবে ম্যাচ হয়েছে। পুরোটা বেশ সুন্দর লাগছে দেখতে। পাতাগুলোও খুব সুন্দর লাগছে।
আমাদের টিনটিন বাবু তো দারুণ একজন খেলার সঙ্গী পেয়েছে। যে কিনা টিনটিনের কথামতো সবকিছুই তৈরি করে দেয়। আসলে তৈরি না করেও কোনো উপায় নেই। কারণ একটু এদিক সেদিক হলেই তো কান্না শুরু হয়ে যায় 😂। যাইহোক প্লেডো দিয়ে দারুণ একটি ফুল তৈরি করেছেন বৌদি। ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার প্রতিটি কাজ একেবারে নিখুঁত হয়। এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
প্লেডো দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে, খুবই দক্ষতার সাথে এই পোস্টটি তৈরি করেছেন। তাই পোস্টটি তৈরি করা দেখতে পেয়ে আমারও খুব তৈরি করার ইচ্ছা জাগলো, তাই পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।
টিনটিনকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। টিনটিন তাহলে দেখছি বেশ ভালো ফুচকা খায় আমিও খেতে পছন্দ করি। বাসায় এসে টিনটিনকে সুন্দর একটি ফুল বানিয়ে দিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
প্লেডো দিয়ে ফুল তৈরি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে পেয়ে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব। আসলে এধরনের ডাই পোস্ট গুলো তৈরি করতে ভালো লাগে।
টিনটিন বায়না করেছিল বলেই আমরা সুন্দর একটি ফুল দেখতে পেলাম দিদি। প্লেডো দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। বাচ্চারা যখন বায়না করে তখন তাদের সব আবদার পূর্ণ করতে হয়। টিনটিন ফুচকা খেতে অনেক পছন্দ করে জেনে ভালো লাগলো দিদি।
আশাকরি দিদি ভালো আছেন? প্লেডো দিয়ে ফুল তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। প্লেডো দিয়ে তৈরি ফুল দেখতে খুব সুন্দর লাগছে। ফুল তৈরি করার প্রক্রিয়া বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।
টিনটিন বাবুকে সাথে নিয়ে বেশ চমৎকার একটি সময় কাটালেন। টিনটিন বাবুর চাওয়াতে একটি অসাধারণ ফুল তৈরি করে দিলেন তাকে। প্লেডো দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করে তা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দিদি, আমাদের টিনটিন বাবু যে ফুচকা খেতে ভালোবাসে, সেটা কিন্তু আজকেই আমি জানলাম। যাই হোক, ছোট বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই দিদি। তাছাড়া আমাদের টিনটিন বাবুর খেলার সঙ্গি এখন তুমি হয়েছো, এটা জেনে খুবই ভালো লাগলো। আমাদের টিনটিন বাবুর কথাতে তুমি যে প্লেডো দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছো, সেটা দেখে জাস্ট দারুন লাগলো আমার।
ক্লের পাশাপাশি নতুন একটি পদার্থের সাথে পরিচিত হলাম, আর সেটা হলো প্লেডো। দিদি আপনি প্লেডো দিয়ে খুব সুন্দর ভাবে একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল টা দেখে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ফুলটি যেমন সুন্দর হয়েছে ফুলের পাতাগুলো আরো বেশি সুন্দর হয়েছে। যা দেখে আমরা সবাই সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ দিদি।