লকডাউন এর সময় আঁকা কিছু ছবি//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।লকডাউন এর সময় আমি কিছু কিছু আঁকা এঁকেছিলাম তারই কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।


এই লকডাউন এর সময়টা এমন একটা সময় ছিল বাড়িতে বসে সাবধানে থাকা ছাড়া কোনো উপায় ছিল না । তখন কোথাও বেরোনো যেত না,বাইরের কোনো কাজ করাও যেত না। সব সময় একটা সাবধানতার মধ্যে থাকতে হতো। এই লকডাউনের সময়টা অনেকে অনেকভাবে ব্যবহার করেছে। কেউ ছবি এঁকে ,কেউ গান করে, কেউ পড়াশোনা করে,কেউ রান্না করে ,এমনকি যারা রান্না করতে পারতো না তারা পর্যন্ত রান্না শিখে গেছে।আসলেই এই সময়টা সবাই সবার নিজের মতন করে নিজেকে ব্যস্ত রেখেছে। আমিও এই সময়টাতে অনেক কিছু রান্না করেছিলাম, বলতে গেলে শিখেছিলাম। রান্নার প্রতি একটা ভয় ছিল সেটা কেটে গিয়েছিল। অনেক কিছু নিজের হাতে বানিয়েছিলাম, আবার কিছু কিছু সময় এঁকেও ছিলাম। ওই সময়ে আঁকা কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।


চিত্র: ১

WhatsApp Image 2022-06-02 at 11.51.25 PM.jpeg


চিত্র: ২

WhatsApp Image 2022-06-02 at 11.27.22 PM.jpeg


চিত্র: ৩

WhatsApp Image 2022-06-02 at 11.27.23 PM.jpeg


চিত্র: ৪

WhatsApp Image 2022-06-02 at 11.51.25 PM (1).jpeg


চিত্র: ৫

WhatsApp Image 2022-06-02 at 11.51.25 PM (2).jpeg


চিত্র: ৬

WhatsApp Image 2022-06-02 at 11.27.23 PM (1).jpeg


চিত্র: ৭

WhatsApp Image 2022-06-02 at 11.27.20 PM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপু আঁকার হাত অসম্ভব সুন্দর। সত্যিই আমি শুধু মুগ্ধ হয়ে চেয়ে থাকি।

 2 years ago 

সত্যি কথা বলতে দিদি আপনার প্রশংসা না করে পারলাম না। অসাধারণ প্রতিভা আপনার। আপনার চিত্রাংকন গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে চিত্রগুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনি। প্রতিটা চিত্রই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাট আঁকা সবগুলো আর্ট ই সুন্দর। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে নিচের ম্যান্ডেলাটি এবং উপরের দৃশ্যটি।খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ

 2 years ago 

লকডাউন এর সময় আঁকা কিছু ছবি দৃশ্যপট দেখে অনেক ভালো লাগলো আপু। খুবই চমৎকার ভাবে ছবিগুলো অঙ্কন করেছেন যেটা দেখে মুগ্ধ হলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লকডাউন এর সময় তাহলে দিদি আপনার একটি উপকার হয়েছে। রান্নার ভয় টা কেটে গিয়েছে এবং রান্না শিখতে পেরেছেন। আসলে লকডাউন সময়টা আমাদের সকলেরই খুব ভয়াবহ গিয়েছে। আমরা চাই না যে সেই সময় আবার ফেরত আসুক। আপনি খুবই চমৎকার কিছু ছবি এই সময় এঁকেছেন দেখছি। সবগুলো ছবি অসাধারণ হয়েছে।

 2 years ago 

আপনারা সবগুলো ছবি খুব চমৎকার হয়েছে। ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমার কাছে সব গুলো ছবি খুব ই ভালো লেগেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে প্রথম ছবিটি। প্রতিটি ছবি সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দিদি আপনি লক ডাউন এর সময় ফাটা ফাটি কিছু ছবি অঙ্কন করেছিলেন যা এখন আমাদের উপহার দিলেন। বেশ ভালো লাগলো আমার কাছে। ১ নং চিত্র টা অসাধারন ছিলো সব দিক থেকে। কালার সিলেকশন অস্থির লেভেল এর।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে লকডাউনের মানুষের ঘরে অবসর সময়ে বসে থাকা কালিন অনেক সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন ।দেখে খুবই ভালো লাগলো। আপনার এই অংকন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।যেটা দেখে আমি মুগ্ধ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি দিদি লকডাউনে সময় কাটানো টাই চ‍্যালেঞ্জিং হয়ে গেছিল। কতক্ষণ আর টিভি দেখা যায় ফোন চালানো যায়। আমার মনে আছে সেই ভয়াবহ দিনগুলো। ছবিগুলোতো দারুণ। এককথায় অসাধারণ। অনেক সুন্দর লাগল।

 2 years ago 

আসলে আপু লকডাউন এর সময় আমরা নিরাপদ জন্য ঘরে বসে থেকেছি, কিন্তু আপনি শুধু বসে থাকেননি। আপনি খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেছেন। সেই চিত্রগুলো আজকে আমাদের দেখার সুযোগ করে দিলেন। আপনার প্রত্যেকটা চিত্রাংকন আমার খুবই ভালো লেগেছে। আপনার প্রতি রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62820.16
ETH 2438.32
USDT 1.00
SBD 2.69