কার্টুন আকারে ব্রাশ পেস্ট
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কার্টুন আকারে ব্রাশ পেস্টএর একটি আর্ট ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজ অনেকদিন পর আবার আঁকা নিয়ে বসলাম ।আর এই আঁকা হঠাৎ করেই আসলাম আর এই আঁকাটা শুধুমাত্র করলাম টিনটিনের জন্য করা হলো। সকালে স্কুল থেকে এসে ড্রয়িং খাতা বই নিয়ে বসে পড়েছিল আর আমাকে বলছিল কিছু একে দেওয়ার জন্য। তাই ভাবলাম মজার কিছু আঁকি। ভাবার সাথে সাথেই কার্টুন আকারে ব্রাশের সাথে পেস্ট একে নিলাম ।
যেহেতু শ্বশুরবাড়িতে আমার পেন্সিল, রবার, কালার কিছু নেই। তাই ডাইরেক্ট টিনটিনের রঙ দিয়ে আঁকা শুরু করেছি।
অংকন পদ্ধতি:
উপকরণ
• পেন্সিল
• হলুদ রং
•গোলাপি রং
•আকাশী রং
•কালো রং
•কমলা রং
•সবুজ রং
প্রথম ধাপ
প্রথমে ব্রাশের কিছুটা অংশ এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
এরপরে ব্রাশের মাথার জায়গাটা এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর ব্রাশের পাশ দিয়ে পেস্ট এর কিছুটা অংশ এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
এরপর পুরো পেস্টটি এঁকে নিলাম।
পঞ্চম ধাপ
এবার রং করা শুরু করলাম, ব্রাশের রং গোলাপি দিলাম এবং পেস্টের রং হলুদ দিলাম।
ষষ্ঠ ধাপ
এইভাবে পুরোটাই নিজের মতন করে কালার করে নিলাম।
সপ্তম ধাপ
এইভাবে পুরোটা কালার করার পর কালো রং দিয়ে বর্ডার দিয়ে দিলাম বাইরেটা ।।
এই আঁকা দেখে টিনটিনের এত ভালো লেগেছে যে আবারও আমাকে অন্য একটা খাতায় আঁকতে বলে।তারপর নিজেই আমার আঁকাটা দেখে দেখে রং করতে শুরু করে দিয়েছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কার্টুন আকারে ব্রাশ পেস্ট দেখতে অনেক সুন্দর লাগতেছে দিদি। টিনটিন তো দেখছি অনেক খুশি। অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এধরনের ভিন্ন রকম আয়োজন আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার এবং টিনটিন জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বেশ ভালো লাগলো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। আরো ভালো লাগলো টিনটিন বাবুর হাতে দেখে। যেন ফিরে পেলাম ছোটবেলার সেই সুন্দর মধুর স্মৃতিগুলো যখন আমরাও এভাবে কিছু তৈরি করার অংকন করার চেষ্টা করতাম বড়দের দেখাদেখি। অনেক সুন্দর হয়েছে পেস্ট এর দৃশ্য অঙ্কন করা।
দারুণ একটি আর্ট শেয়ার করলেন আপু আপনি। কার্টুন আকারের ব্রাশ পেস্ট কালারিং আর্ট অনেক ভালো লেগেছে দেখে। এত সুন্দর ভাবে কালারিং করে শেয়ার করলেন আপনি খুব সুন্দর দেখাচ্ছে। সব চেয়ে বেশি ভালো লেগেছে যখন টিনটিন বাবুর হাতে সেই কার্টুন আর্ট টি দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
কার্টুনের আকারে ব্রাশের পেস্ট অনেক সুন্দরভাবে অঙ্কন করেছেন। আসলে টিনটিন এর জন্য এই চিত্রটি অংকন করেছেন। টিনটিন এর জন্য খুবই সুন্দর ভাবে এই চিত্র অঙ্কন করে দিয়েছেন। আর চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখে খুবই ভালো লাগলো।
আশাকরি দিদি ভালো আছেন? স্নেহের টিনটিন বাবুকে দেখে অনেক ভালো লাগলো। টিনটিন বাবু তো দেখছি অনেক খুশি রয়েছে। আপনার কার্টুন আকারে ব্রাশ পেস্ট আর্ট খুব অসাধারণ হয়েছে। আপনার আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। দারুণ একটি আর্ট শেয়ার করলেন দিদি। এতো অসাধারণ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।
বাহ্! টিনটিন বাবুকে তো চমৎকার একটি আর্ট করে দিয়েছেন বৌদি। আসলে বাচ্চারা কিছু করে দেওয়ার কথা বললে না করা যায় না। কার্টুন আকারে ব্রাশ পেস্ট এর আর্টটি আসলেই এককথায় দুর্দান্ত হয়েছে। কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। টিনটিন বাবুকে দেখেই বুঝা যাচ্ছে, সে কতোটা খুশি হয়েছে এই আর্টটি পেয়ে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
দিদি আপনি টিনটিন বাবুর জন্য খুবই চমৎকার একটি আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক দিন পরে আঁকলেও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। কার্টুন আকারে ব্রাশ পেস্ট এর কালার খুব সুন্দর হয়েছে। ব্রাশ পেস্ট দেখতে একদমই বাস্তবের মতোই দেখাচ্ছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
বেশ দারুন একটি অংকন করেছেন বৌদি কাটুন আকারে ব্রাশ ও পেস্ট। টিন টিন বাবুর দেখে অনেক ভালো লাগলো। টিন টিন বাবু বেশ খুশি হয়েছে দেখছি। অঙ্কনের কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।