বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গতকাল অক্ষয় তৃতীয়া ছিল তাই সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।তার সাথে সকলকে জানাই ঈদ মোবারক।


অক্ষয় তৃতীয়ায় 'অক্ষয়' শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। অনেকে বলে এই দিনে যা শুভ কাজ করা হয় তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই জন্য অনেকে এই দিনে পুজো, ধ্যান, দান করে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়।আবার এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে লক্ষ্মী পুজো করা হয়। এছাড়াও অনেক শুভ কাজ এই দিনে করা হয়। অনেকেই এই দিনে গয়না কিনে থাকে, মনে করা হয় এই শুভ তিথিতে কোনো জিনিসপত্র কিনলে শুভ যোগ হয় । সুখ-শান্তি বৃদ্ধি পায়, তাই জন্য অনেকেই কিছু না কিছু এই দিনটিতে কিনে থাকেন।

WhatsApp Image 2022-05-04 at 10.02.59 PM (1).jpeg



প্রত্যেক বছরের মতো এ বছরও আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা হয়েছে। পুজোর আগের দিন আমি আর মা গিয়ে পুজোর বাজার করে নিয়ে এসেছিলাম। পূজার দিন সকাল সকাল মা আর কাকিমনিরা উঠে পূজোর সমস্ত জোগাড় করে রেখে ছিল। কারণ সকাল নটার সময় ঠাকুরমশাই আসার কথা ছিল তার জন্যই সব রেডি করে রাখতে হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের বাড়িতে গণেশ লক্ষ্মী পুজো করা হয় । ঠিক সাড়ে নটার সময় পুরোহিতমশাই এসে যাওয়াতে পুজো শুরু হল। আর গতকাল সকাল থেকে ভালো রকমের বৃষ্টি হয়েছিল, তাই পুজো একটু দেরিতে শুরু হয়েছিল।


WhatsApp Image 2022-05-04 at 10.02.57 PM (1).jpeg



একটা কথা না বললেই নয় এইবছর যে ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করেছিল খুবই ভালো ছিল। কারণ একদম নতুন ঠাকুরমশাই ছিল , আগে আমরা যে ঠাকুরমশাই দিয়ে পুজো করাতাম ওনার কিছু সমস্যার কারণে উনি আসতে পারেননি, তাই নতুন ঠাকুরমশাই আনা হয়েছিল। যেমনি সুন্দর করে পুজো করেন তেমনি সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করেন।আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়ির সবার ও খুব ভালো লেগেছে।

WhatsApp Image 2022-05-04 at 10.02.58 PM (2).jpeg

WhatsApp Image 2022-05-04 at 10.02.58 PM.jpeg

WhatsApp Image 2022-05-04 at 10.29.26 PM.jpeg


পুজো শেষ হয়ে গেলে বাবা খাতা লিখে নেয়।বাবার খাতা লেখা শেষ হয়ে গেলে কিছুক্ষণ পর সবাইকে পুজোর প্রসাদ দিয়ে দেওয়া হয়।

WhatsApp Image 2022-05-04 at 10.02.57 PM.jpeg

WhatsApp Image 2022-05-04 at 10.02.58 PM (1).jpeg

এই ভাবেই কাল আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন হল।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দিদি আপনাকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনার পুরো আয়োজনটি দেখে আমার খুব ভালো লাগলো। আশা করছি আপনার পুজোর আয়োজন টি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে আর অনেক আনন্দ করেছেন বুঝতে পারছি। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর ছিল পুজোর আয়োজন যে মন থেকেই ভক্তি চলে আসবে দিদি 🙏🙏। অক্ষয় তৃতীয়া নিয়ে অত ভালো ধারণা আমার ছিল না এটা একদম সত্যি। তাই শুরুতে আপনার লেখাটা খুব মনে ধরেছে। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি।

 2 years ago 

খুব সুন্দর ছিল আয়োজন।যদিও এই পুজোর নাম এর আগে জানতাম না।তবে পুজোর যে উদ্দেশ্য সেটি দেখে অনেক ভালো লাগলো।আর আপনার উপস্থাপনা দারুন ছিল আপু।

 2 years ago 

পুজো মানেই আনন্দ, ঠাকুর মশাই কে দেখতে বেশ মিষ্টি দেখাচ্ছিলো দিদি। আপনি এবং আপনার মা মিলে পুজোর আগের দিন পুজোর বাজার করেছিলেন ব্যাপারটি বেশ চমৎকার। পুজোর দিন আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন ধন্যবাদ দিদি আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56609.34
ETH 2990.64
USDT 1.00
SBD 2.16