স্নিগ্ধ ছায়ায় মেয়েটি - প্রথম পর্ব (দুই পর্বের গল্প: ০৪)
"স্নিগ্ধ ছায়ায় মেয়েটি - প্রথম পর্ব"
বিকালের আলো প্রায় নিভে এসেছে, নদীর পাড়ে মৃদু হাওয়া বইছে। রোদের আলোটা একটু কমতেই মিশন চলে প্রতিদিনের মতো চলে এলো নদীর পাড়ে। তার খুব পছন্দের এই জায়গাটা।
নীরব নদীর বয়ে যাওয়া স্রোত, আর মাঝে মাঝে কয়েকটি সাদা বক উড়ে যায়। বসে বসে অনেক দূর তাকিয়ে থাকে সে, যেন তাকে নদীর ওপারে কোনো অজানা কিছু টানছে।
আজ নদীর পাড়ে একটা দৃশ্য দেখে থমকে যায় মিশন। ছোট্ট একটা মেয়ে, বয়স হয়তো ৭-৮ হবে, একা একা বসে নদীর দিকে তাকিয়ে আছে। ছোট মেয়েটির চোখে মুখে এক অদ্ভুদ কৌতূহল, তবে গভীর এক বিষণ্ণতাও লুকিয়ে আছে তার মুখচ্ছায়ায়।
চলবে...