মোরগ ফুল ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global11 months ago

কি খবর আপনাদের, সবাই ভালো আছেন তো? আমি সব সময় ছবি তুলতে ভালোবাসি তাইতো আমি, আপনাদের সামনে আজ মোরগ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে। গ্রামগঞ্জের হাটবাজারে মোরগ ফুল গাছ কিনতে পাওয়া যায়। সৌখিনতার জন্য মানুষ এসব ফুল চাষ করে থাকে। বাসার ছাদেও এই ফুল গাছ রোপন করা হয়। এবং কি গ্রামের বাড়িতেও ফুল গাছ লাগানো হয়ে থাকে। মোরগ ফুল গাছটি মূলত মোরগের পালকের ন্যায়, তাইতো এর নাম হয়েছে মোরগ ফুল গাছ। মোরগের মাথায় যেমন ঝুটি থাকে, এই ফুল গাছটি ঠিক তেমন, ঝুটি সম্পন্ন। তাইতো, এই ফুল গাছটিকে মোরগ ফুল গাছ নামে ডাকা হয়, হয়তোবা এর নামের ভিন্নতা থাকতে পারে। এ কি অঞ্চলে একেক নামে হয়তো ডাকা হয়। এর বিজ্ঞানীর নাম সম্পর্কে আমার ধারণা নেই। বইয়ের ভাষায় একে কি নাম বলা হয় সেটিও আমার জানা নেই। এই মোরগ ফুল গাছটি হয় সবুজ, এবং অনেক লম্বা। এই গাছের ডগায় মুরগির ঝুটির মতো লম্বা লম্বা ফুল দেখতে পাওয়া যায়। এই গাছটি দেখে আমার অনেক ভালো লাগলো, দেখেই মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো এই গাছটা অনেক লম্বা লম্বা গাছে সুন্দর সুন্দর ঝুটি, বেশ দরুন।

IMG_20231014_110442_441.jpg
IMG_20231014_110441_368.jpg
IMG_20231014_110440_013.jpg
IMG_20231014_110437_217.jpg
IMG_20231014_110436_121.jpg
IMG_20231014_110431_800.jpg
IMG_20231014_110427_134.jpg

কেমন লাগলো আমার এই মোরগ ফুলের ফটোগ্রাফি টা কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54166.76
ETH 2272.15
USDT 1.00
SBD 2.34